Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 75:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 কিন্তু আমি চিরকাল তাঁর স্তুতিগান করব, যাকোবের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে গাইব গৌরব গাথা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কিন্তু আমি চিরকাল তবলিগ করবো, ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে গজল গাইব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কিন্তু আমি একথা চিরকাল ঘোষণা করে যাব; যাকোবের ঈশ্বরের উদ্দেশে স্তুতিগান করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কিন্তু আমি চিরকাল প্রচার করিব, যাকোবের ঈশ্বরের উদ্দেশে সঙ্গীত করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 এসব বিষয় সম্পর্কে আমি সর্বদাই লোকদের বলবো। আমি ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা গান করবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কিন্তু আমি চিরকাল বলবো তুমি যা করেছো; আমি যাকোবের ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করব।

অধ্যায় দেখুন কপি




গীত 75:9
8 ক্রস রেফারেন্স  

সারাটি জীবন আমি গাইব প্রভু পরমেশ্বরের গুণগান তাঁর প্রশংসায় আমি হব মুখর, যতদিন থাকবে প্রাণ এ দেহে আমার।


তোমার পরিত্রাণের কথা অন্তরের অন্তঃস্থলে আমি গোপন করে রাখিনি, গোপন করিনি আমি তোমার অবিচল প্রেম ও বিশ্বস্ততার কথা ভক্ত সমাবেশে। প্রচার করেছি মুক্ত কণ্ঠে তোমার সাধিত পরিত্রাণ ও ধর্মশীলতার কথা।


যেন আমি সিয়োন কন্যার তোরণে তোরণে গাইতে পারি তোমারই স্তুতিগান যেন পরমানন্দে গাইতে পারি তোমার এই কীর্তিগাথা –তুমি আমায় করেছ পরিত্রাণ।


সে যেন তার ধ্বংস নিজের চোখে দেখতে পায়, সর্বশক্তিমানের ক্রোধের দণ্ড যেন সে নিজেই ভোগ করে।


তোমার প্রিয়পাত্রদের তুমি রক্ষা কর, উদ্ধার কর তাদের আপন পরাক্রমে, সাড়া দাও প্রভু আমাদের ডাকে।


প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমাকে বললেন, আমার রোষে পূর্ণ এই সুরাপাত্র। যে সমস্ত জাতির কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, এটি সকলের কাছে নিয়ে যাও এবং এই পাত্র থেকে সকলকে পান করাও।


তুমি তার সবটুকু পান করবে, নিঃশেষে পান করবে তার তলানিটুকুও। তারপর তুমি নিজের মাথার চুল ছিঁড়বে, সেই পেয়ালার ভাঙ্গা টুকরোগুলি দিয়ে বিদীর্ণ করবে আপন বক্ষদেশ। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর। এই আমার দণ্ডাদেশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন