Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 75:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 হয়ো না উদ্ধত, বলো না কোন কথা স্পর্ধাভরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তোমাদের শিং উঁচুতে তুলো না; অবাধ্য হয়ে কথা বলো না।”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 স্বর্গের বিরুদ্ধে তোমার শিং উঁচু কোরো না; এত উদ্ধতভাবে কথা বোলো না।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না; শক্তগ্রীব হইয়া কথা কহিও না।’’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 কিন্তু আমি ওই লোকদের বলেছি, ‘মিথ্যা বড়াই করো না! এত অহঙ্কারী হয়ো না!’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তোমরা বিজয় সম্বন্ধে নিশ্চিত হও না; মাথা তুলে কথা বল না।”

অধ্যায় দেখুন কপি




গীত 75:5
7 ক্রস রেফারেন্স  

হে উদ্ধত জনসাধারণ, হৃদয় তোমাদের অইহুদীদের মত অপবিত্র, শ্রবণ তোমাদের ঈশ্বরের বাণীর প্রতি বিমুখ। চিরকালই তোমরা পবিত্র আত্মার বিরোধিতা করছ। যেমন ছিল তোমাদের পূর্বপুরুষেরা তেমনিই হয়েছ তোমরাও।


তারা একগুঁয়ে, জেদী। আমাকে মানে না। তুমি গিয়ে তাদের বল, যে প্রভু পরমেশ্বর এই কথা বলেন’–—


আমি জানতাম তুমি অবাধ্য, লৌহের মত কঠিন, অনমনীয় ব্রোঞ্জের মত।


তাদের মত তোমরা জেদী ও উদ্ধত হয়ো না, প্রভু পরমেশ্বরের বাধ্য হও। যে মন্দির তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর চিরদিনের জন্য পবিত্র করেছেন, জেরুশালেমের সেই মন্দিরে এস, আরাধনা কর তাঁর, যেন তোমাদের উপর থেকে তাঁর ক্রোধ নিবৃত্ত হয়।


কারণ তোমাদের বিরুদ্ধাচরণ ও অবাধ্যতার কথা আমি জানি। দেখ, তোমাদের মাঝে আজ আমি জীবিত থাকতেই তোমরা প্রভুর বিরুদ্ধাচরণ করছ, আমার মৃত্যুর পরে তোমরা আরও কি না করবে?


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি এই লোকদের চিনি, এরা অত্যন্ত অবাধ্য এক জাতি


যিনি আপন পরাক্রমে রাজত্ব করেন চিরকাল জাতিগণের প্রতি দৃষ্টি যাঁর সতত সজাগ, বিদ্রোহীরা আত্মপ্রচার না করুক দম্ভভরে তাঁর সাক্ষাতে। সেলা


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন