Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 74:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 বিস্মৃত হয়ো না তোমার শত্রুদের সমস্ত গর্জন, সতত সমুত্থিত হচ্ছে তোমার বিরোধীদের উদ্ধত কোলাহল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 তোমার বিপক্ষদের কোলাহল ভুলে যেয়ো না; তোমার প্রতিপক্ষদের কলহ নিয়ত উঠছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 তোমার প্রতিপক্ষদের চিৎকার উপেক্ষা কোরো না; তোমার শত্রুদের শোরগোল, যা প্রতিনিয়ত বৃদ্ধি পায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 তোমার বিপক্ষগণের রব ভুলিও না; তোমার প্রতিরোধীদের কলহ নিয়ত উঠিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 আপনার শত্রুদের উন্মত্ত চিৎকারের কথা মনে রাখবেন। বার বার ওরা আপনাকে অপমান করেছে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 ভুলে যেও না তোমার বিপক্ষদের রব বা তাদের গর্জন যারা প্রতিনিয়ত তোমাকে তুচ্ছ করে।

অধ্যায় দেখুন কপি




গীত 74:23
9 ক্রস রেফারেন্স  

আমার বিরুদ্ধে তোমার দুরন্ত ক্রোধ আর উদ্ধত অহঙ্কারের কথা শুনেছি আমি। তাই এবার তোমায় আমি করব বশীভূত, সংযত করব তোমায়। যে পথ দিয়ে এসেছ তুমি সেই পথে আমি ফিরাব তোমায়।


তুমি স্তব্ধ করে থাক সমুদ্রের গর্জন, শান্ত কর তার তরঙ্গকল্লোল, নীরব করে দাও জাতিবৃন্দের কোলাহল।


তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেষশাবক তাদের পরাস্ত করবেন। কারণ তিনি ‘প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা’। আহূত মনোনীত বিশ্বাসীবৃন্দ, যারা তাঁর সঙ্গী তারাও জয়ী হবে।”


মহানগরী নীনবীতে যাও। সেখানকার অধিবাসীদের কাছে ঘোষণা কর যে তাদের দুষ্কর্মগুলি আমার অজ্ঞাত নয়।


ঘৃণায় তারা রক্তচক্ষু মেলে, ব্যঙ্গবাণে তাকে করে জর্জরিত, উৎকট উল্লাসে চীৎকার করে বলে, ‘আমরা ধ্বংস করেছি তাকে। তার সর্বনাশ দেখব বলে,এই দিনটিরই প্রতীক্ষায় ছিলাম আমরা।’


তোমার মন্দিরে শত্রুরা তোমার তুলেছে সদম্ভ হুঙ্কার, সেখানে স্থাপন করেছে তারা তাদের বিজয় পতাকা।


হে প্রভু পরমেশ্বর, আর কতকাল ভুলে থাকবে আমায়? চিরদিনই কি থাকবে আমায় ভুলে? আর কতকাল বিমুখ থাকবে আমার প্রতি?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন