Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 অন্যান্য লোক যেমন সঙ্কটে পড়ে ওরা তেমন পড়ে না, ওরা আঘাত পায় না অপর লোকদের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 মানুষের মত কষ্ট তাদের হয় না; মানুষের মত তারা আহত হয় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 মানুষের সাধারণ বোঝা থেকে তারা মুক্ত; মানবিক সমস্যার দ্বারা তারা জর্জরিত হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 মর্ত্ত্যের ন্যায় কষ্ট তাহাদের হয় না; মনুষ্যের মত তাহারা আহত হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঐসব উদ্ধত লোককে আমাদের মত দুর্ভোগ পোহাতে হয় না। অন্যান্য লোকেদের মত ওদের কোন সংকট নেই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তারা অন্যান্য লোকদের বোঝা থেকে মুক্ত; তারা অন্যান্য লোকেদের মত কষ্ট পায়না।

অধ্যায় দেখুন কপি




গীত 73:5
9 ক্রস রেফারেন্স  

দেখ, এরাই হচ্ছে দুর্জন, চিরকাল আরামে বিলাসে থেকে বৃদ্ধি করে ধনদৌলত।


তাদের ঘরবাড়ি, পরিবার-পরিজন নিরাপদে থাকে কোন রকম ভয়ভীতি বা আতঙ্কের মাঝে তাদের দিন কাটাতে হয় না। ঈশ্বরের কোন দণ্ড তাদের উপর নেমে আসে না।


আমি যাদের ভালবাসি তাদের শাসন ও সংশোধন করি। সুতরাং সচেষ্ট হও, মন পরিবর্তন কর।


সকলকে যেভাবে সংশোধন করা হয়েছে তোমাদের যদি সেভাবে সংশোধন করা না হয় তাহলে তোমরা পুত্র নও, জারজ সন্তান।


কিন্তু প্রভু আমাদের বিচার করে শাস্তি দেন যাতে জগতের সঙ্গে আমরাও দণ্ডিত না হই।


আমার এই দশার কথা যখন আমি চিন্তা করি ভয়ে আমি কাঁপতে থাকি, তখন আমি স্তম্ভিত হয়ে যাই।


‘বিপদকালে দুষ্টেরা রেহাই পায় ঈশ্বরের ক্রোধের দিনে তারাই তো উদ্ধার পায়।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন