Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 তবুও আমি নিরন্তর তোমারই সঙ্গে আছি, তুমিই ধরে আছ আমার হাত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি; তুমি আমার ডান হাত ধরে রেখেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি; তুমি আমার ডান হাত ধরে রেখেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি; তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া রাখিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 আমার যা কিছু দরকার তা আমার আছে! আমি সর্বদাই আপনার সঙ্গে আছি। হে ঈশ্বর আপনি আমার হাত ধরুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 কিন্তু আমি সব দিন তোমার সঙ্গে সঙ্গে আছি; তুমি আমার ডান হাত ধরে রেখেছ।

অধ্যায় দেখুন কপি




গীত 73:23
14 ক্রস রেফারেন্স  

আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি তোমায় দান করব শক্তি তুমি ভয় করো না, আমার সর্বজয়ী শক্তি তোমার সহায়।


তোমাতেই আসক্ত আমার প্রাণ, তোমার দক্ষিণ হস্ত ধারণ করে আমায়।


এবং যে সব আদেশ আমি তোমাদের দিয়েছি সে সব পালন করতে তাদের শিক্ষা দাও। আর জেনে রেখো, যুগান্ত পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি।


তোমরা অর্থের জন্য লালায়িত হয়ো না। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেক। কারণ ঈশ্বর বলেছেন, আমি কখনও তোমাকে পরিত্যাগ করব না বা তোমাকে অসহায় অবস্থায় ফেলব না।


প্রভুকে নিয়ত আমি রাখি সম্মুখে তিনি আছেন পাশে আমার, আমি হব না বিচলিত।


যখন পার হয়ে যাব আমি অন্ধকারে আচ্ছন্ন জীবনের মহাসঙ্কট, তখনও ভয়ে আমি হব না বিহ্বল, জানি আমি, তুমি যে সাথী আমার। তোমার পাঁচনী, যষ্টি তোমারই আমার মনে সাহস জোগায়, আমি পাই তোমার আশ্রয়।


স্খলিত হলেও সে হবে না ভূপাতিত, কেননা প্রভু আপন হাতে তাকে করেন ধারণ।


প্রভু পরমেশ্বর বলেছেন, এই দেখ আমার দাস যাঁকে আমি করেছি শক্তিমান, তিনি আমার মনোনীত, আমার প্রীতির পাত্র। আমি পূর্ণ করেছি তাঁকে আমার আত্মায় তিনি প্রতিষ্ঠা করবেন ন্যায়বিচার সর্বজাতির মাঝে।


ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!


প্রভু পরমেশ্বর দুর্জনের শক্তি করেন চূর্ণ, কিন্তু ধার্মিককে করেন সুরক্ষা।


যদি গণনা করতে যাই, দেখি, তার সংখ্যা বালুকারাশির চেয়েও বেশী। আমি যখন জেগে উঠি তখনও তোমার কাছেই থাকি।


অব্রামের নিরানব্বই বছর বয়সে প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকে জীবন যাপন কর এবং পূর্ণতা লাভ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন