Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 ওরা স্বপ্নের মতই অলীক, জেগে ওঠার পর লোকে ওদের অপচ্ছায়ার মতই তুচ্ছ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 নিদ্রা ভঙ্গ হলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি, হে মালিক, তুমি জাগলে তাদের মূর্তিগুলোকে তুচ্ছ করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 ঘুম ভাঙলে যেমন স্বপ্ন তুচ্ছ হয়; তেমনি, হে প্রভু, তুমি জেগে উঠলে তাদের কল্পনাকে তুচ্ছ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 নিদ্রা ভঙ্গ হইলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি, হে প্রভু, তুমি জাগিলে তাহাদের মায়াপুত্তলিকে তুচ্ছ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 প্রভু, যেমন করে আমরা জেগে উঠে স্বপ্নকে ভুলে যাই, ঐসব লোকরা সেই স্বপ্নের মতই বিস্মৃত হবে। আমাদের রাতের দুঃস্বপ্ন যেমন আপনি অদৃশ্য করে দেন, তেমনি করে আপনি ওই লোকগুলোকে অদৃশ্য করে দেবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 স্বপ্ন থেকে যেমন একজন জেগে ওঠে তারা ঠিক তেমন; তেমনি হে প্রভু, তুমি যখন জেগে উঠবে তুমিও সেই স্বপ্নের বিষয়ে আর কিছু চিন্তা করবে না।

অধ্যায় দেখুন কপি




গীত 73:20
6 ক্রস রেফারেন্স  

সে স্বপ্নের মত মিলিয়ে যাবে, রাতের ছায়াদর্শনের মত সে হবে অবলুপ্ত, আর খুঁজে পাওয়া যাবে না তাকে।


অবশেষে যেন নিদ্রাভঙ্গে জাগ্রত হলেন প্রভু পরমেশ্বর, মহাতেজে বজ্রনির্ঘোষে দিলেন রণহুঙ্কার।


তুমি বন্যার মত ভাসিয়ে নিয়ে যাও আমাদের, স্বপ্নের মতই ক্ষণস্থায়ী আমাদের জীবন। এ জীবন যেন প্রভাতের নবীন তৃণ,


মানুষের আসা যাওয়া ছায়ার মত অসার বস্তুর জন্যই তার ব্যস্ততা, সে ধনসম্পদ সঞ্চয় করে কিন্তু জানে না কে এ সব ভোগ দখল করবে।


জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর, রোষে উন্মত্ত আমার শত্রুদের বিরুদ্ধে কর উত্থান ক্রোধভরে। হে আমার আরাধ্য ঈশ্বর, জাগো, প্রতিষ্ঠিত কর তোমার প্রতিশ্রুত ন্যায় বিচার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন