Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তারপর যখন আমি তোমার পবিত্র মন্দিরে প্রবেশ করলাম, উপলব্ধি করলাম দুষ্টের চরম পরিণতি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 যতদিন আমি আল্লাহ্‌র পবিত্র স্থানে প্রবেশ না করলাম, ও তাদের শেষ ফল বিবেচনা না করলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 যতক্ষণ না পর্যন্ত আমি ঈশ্বরের পবিত্রস্থানে প্রবেশ করলাম; তখন আমি তাদের শেষ পরিণতি বুঝতে পারলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 যাবৎ আমি ঈশ্বরের ধর্ম্মধামে প্রবেশ না করিলাম, ও তাহাদের শেষ ফল বিবেচনা না করিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 ততক্ষণ পর্যন্ত আমি আপনার মন্দিরে যাই নি, আমি ঈশ্বরের মন্দিরে গেলাম এবং তারপর বুঝতে পারলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তখন আমি ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করলাম এবং তাদের ভবিষ্যতের বিষয়ে বুঝতে পারলাম।

অধ্যায় দেখুন কপি




গীত 73:17
12 ক্রস রেফারেন্স  

কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ, আজ রাত্রেই তেআমার প্রাণ নিয়ে নেওয়া হবে। এই যে আয়োজন করলে, সেগুলি তখন কার হবে?’


হে ঈশ্বর, পবিত্র তোমার পথ, ঈশ্বরের তুল্য মহান আর কোন দেবতা?


প্রভু পরমেশ্বরের কাছে আমি জানিয়েছি শুধু একটি আবেদন, তারই সন্ধানে আমি থাকব নিয়ত, যেন প্রভুরই ভবনে আমি বাস করি আজীবন। যেন দু চোখ ভরে দেখি তাঁর মোহন রূপ, যেন তাঁর মন্দিরে তাঁরই করি ধ্যান।


তোমার বিধি বিধান আমার আনন্দস্বরূপ তারাই আমার উপদেষ্টা।


চেয়ে আছি আমি তৃষিত নয়নে তোমার মহিমা দেখাও আমায়, দেখাও তোমার অমিত পরাক্রম তোমারই পুণ্যভূমিতে।


নবীরা মিথ্যা ছাড়া কিছু বলে না, পুরোহিতেরা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলে, আর আমার প্রজারা তার কোন প্রতিবাদই করে না। কিন্তু সেই অন্তিম দিনে তারা কি করবে?


তোমার বাক্যের প্রকাশ আলোকিত করে বিশ্বচরাচর, অজ্ঞকেও দান করে জ্ঞানের আলো।


ঈশ্বর যখন অধার্মিকের প্রাণ হরণ করেন তখন তার কি কোন আশা থাকে?


কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি শাশ্বত, সার্বভৌম ঈশ্বর!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন