Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 দেখ, এরাই হচ্ছে দুর্জন, চিরকাল আরামে বিলাসে থেকে বৃদ্ধি করে ধনদৌলত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 দেখ, এরাই দুর্জন, এরা চিরকাল নির্বিঘ্নে থেকে ধন বৃদ্ধি করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 দুষ্ট লোকেদের দিকে দেখো— সর্বদা তারা আরামে জীবনযাপন করে আর তাদের ধনসম্পত্তি বৃদ্ধি পায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 দেখ, ইহারাই দুর্জন, ইহারা চিরকাল নির্ব্বিঘ্নে থাকিয়া ধন বৃদ্ধি করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 ঐ অহঙ্কারী লোকরা প্রচণ্ড দুর্জন, কিন্তু ওরা ধনী এবং ওরা ক্রমশঃ আরো ধনী হয়ে উঠছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 দেখ এরাই অধার্ম্মিক, এরা চিরকাল নিশ্চিন্তে থেকে সম্পত্তি বৃদ্ধি করছে।

অধ্যায় দেখুন কপি




গীত 73:12
11 ক্রস রেফারেন্স  

দেখ, এই সেই লোক যে ঈশ্বরের শরণ নেয় নি কখনও, প্রচুর ধনসম্পদে ছিল সে একান্ত নির্ভর, দুষ্কর্মের দ্বারাই সে করত আপন শক্তিসঞ্চার।


একজন ধনী ব্যক্তি ছিল, সে বেগুনী রং-এর মিহি রেশমী পোষাক পরতো এবং প্রতিদিন জাঁক-জমকের সঙ্গে খাওয়া-দাওয়া করত।


কারণ তারা পুষ্টিকর খাদ্য খায়। তারা অনাথ পিতৃমাতৃহীনদের ন্যায্য পাওনা দেয় না, ন্যায়বিচারও করে না নিপীড়িতদের প্রতি।


তারা তোমাদের শস্য ও খাদ্য খেয়ে ফেলবে। তোমাদের পুত্রকন্যাদের হত্যা করবে, নিধন করবে তোমাদের পশুপাল। দ্রাক্ষাক্ষেত ও ডুমুর বাগান কেটে তছ্‌নছ্‌ করবে তারা। দূর্গ-প্রাকারে ঘেরা তোমাদের নিরাপদ আশ্রয় ঐ শহর তাদের সৈন্যদল এসে ধ্বংস করে দেবে।


তোমরা নির্ভর করো না আপন শক্তি ও ক্ষমতায়, স্থাপন করো না আস্থা দস্যুবৃত্তিতে, সম্পদের প্রাচুর্য হলেও হয়ো না আসক্ত।


ধনবাহুল্যে গর্বান্ধ শত্রুদলের আক্রমণে কখনও ভীত হব না আমি।


আমি দেখেছি দুষ্টকে মহাপ্রতাপশালী হতে দেখেছি তাকে লেবাননের বনস্পতির মতই সুউচ্চ, সতেজ।


হে প্রভু পরমেশ্বর, তুমি স্বয়ং এসে বাঁচাও আমার প্রাণ মানুষের হাত থেকে, ঘোরতর বিষয়ী তারা, তুমি বাঁচাও আমার প্রাণ। পূর্ণ হয়েছে তাদের এই জগতের সব কিছু চাওয়া পাওয়া, তৃপ্ত ওদের সন্তানেরা। এমন কি ওরা উত্তরসূরীর জন্যও রেখে যায় তাদের সম্পদের বাকী অংশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন