Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 ওরা বলে, ঈশ্বর জানবেন কি করে? এসব দিকে পরাৎপরের কি দৃষ্টি আছে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আর তারা বলে, আল্লাহ্‌ কিভাবে জানবেন? সর্বশক্তিমানের কি জ্ঞান আছে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তারা বলে, “ঈশ্বর কীভাবে জানবে? পরাৎপর কি কিছু জানে?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর তাহারা বলে, ঈশ্বর কি রূপে জানিবেন? পরাৎপরের কি জ্ঞান আছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ঐ মন্দ লোকরা বলে, “আমরা কি করছি ঈশ্বর তা জানেন না! ঈশ্বর, যিনি পরাৎ‌‌পর, তিনি জানেন না!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তারা বলে, “ঈশ্বর কি করে জানতে পারবেন? কি ঘটছে সেই বিষয়ে কি ঈশ্বর জানেন?”

অধ্যায় দেখুন কপি




গীত 73:11
10 ক্রস রেফারেন্স  

তখন তিনি প্রদীপ জ্বেলে জেরুশালেমের কোণে কোণে খুঁজবেন তাদের। যারা আত্মতুষ্টির নেশায় বিভোর হয়ে নিরুদ্বেগে কাল যাপন করে আর ভাবে, পরমেশ্বর ভাল কি মন্দ কিছুই করেন না,তাদের উপর নেমে আসবে তাঁর মহাদণ্ড।


তারা ভেবে দেখে না যে তাদের সমস্ত দুষ্কর্মআমার স্মরণে রয়েছে, তাদের কুকীর্তিগুলি, যা এখনতাদের ঘিরে ধরেছে, সেগুলি আমার সম্মুখেই রয়েছে।


তারা বলছে, প্রভু পরমেশ্বর আমাদের দিকে দৃষ্টি দেন না, বিবেচনা করেন না আমাদের কথা।


ঈশ্বর বললেন, দেখেছ হে মানব, ইসরায়েলী নেতারা গোপনে কি করছে! এই মূর্তিভরা ঘরে তারা উপাসনা করে চলেছে। তাদের অজুহাত: প্রভু পরমেশ্বর আমাদের দেখেন না। তিনি দেশ ত্যাগ করেছেন।


ওদের কুৎসা গগন স্পর্শ করেছে, জিহ্বা ওদের নিন্দা রটনা করে পৃথিবী জুড়ে।


তাহলে কি ঈশ্বর জানতে পারতেন না সে কথা? তিনি যে অন্তর্যামী, জানেন অন্তরের গোপন কথা।


দুরাত্মা মনে মনে ভাবে: ঈশ্বর এসব দিকে দৃষ্টি রাখেন না, ভাবেন না এসব কথা! তিনি চোখ বন্ধ করে আছেন, দেখতে পাবেন না আমায়!


উন্নাসিক, গর্বিত দুরাত্মা গ্রাহ্য করে না প্রভু পরমেশ্বরকে, তার জীবনে ঈশ্বরের কোন স্থান নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন