Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 72:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 দেশ প্রজাদের জন্য উৎপাদন করুক সমৃদ্ধি, রাজ্যে প্রতিষ্ঠিত হোক ন্যায় ধর্ম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পর্বতমালা ও উপপর্বতমালা ধার্মিকতা দ্বারা লোকদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 পর্বতগুলি সবার জন্য সমৃদ্ধি নিয়ে আসুক, আর পাহাড়গুলি ধার্মিকতার ফল প্রদান করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পর্ব্বতগণ ও উপপর্ব্বতগণ ধার্ম্মিকতা দ্বারা প্রজাদের জন্য শান্তিরূপ ফলে ফলবান্‌ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সারা ভূখণ্ড জুড়ে শান্তি ও ন্যায়বিচার থাকতে দিন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পর্বতেরা ধার্ম্মিকতা দ্বারা লোকেদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হবে।

অধ্যায় দেখুন কপি




গীত 72:3
13 ক্রস রেফারেন্স  

গিরিপর্বত পার হয়ে আসছেন এর সংবাদবহ, আনছেন তিনি শুভসংবাদ, শান্তির সংবাদ! কত অপরূপ, নয়নাভিরাম এ দৃশ্য! তিনি বিজয় ঘোষণা করেন, বলেন সিয়োনকে, ‘তোমার আরাধ্য ঈশ্বর রাজাধিরাজ!’


সেদিন পর্বতগাত্র ভরে যাবে দ্রাক্ষাকুঞ্জে পাহাড়ের বুকে চরবে পশুপাল, যিহুদীয়ার নদী নালা হবে জলে পূর্ণ, প্রভুর আবাস থেকে নির্গত হবে নির্ঝর, শিটিমের উপত্যকা সিক্ত হবে তার জলে।


তোমার স্বজাতিকে ও পবিত্র নগরকে পাপ ও দুষ্কর্ম থেকে মুক্ত করার জন্য ঈশ্বর সত্তর সপ্তাহ সময় দিয়েছেন। এই সময় পাপ ক্ষমা করা হবে। অন্যায়, অবিচার দূর করা হবে চিরতরে। প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। যে দিব্য দর্শন তুমি দেখেছ ও যে ভাববাণী শুনেছ সেগুলি সত্য হবে। পবিত্র স্থান আবার উৎসর্গিত হবে প্রভুর উদ্দেশে।


দেশে হোক শস্যের প্রাচুর্য, গিরিশিখর সমূহে আন্দোলিত হোক শস্যগুচ্ছ, ফলগুলি হোক লেবাননের ফলের মত উৎকৃষ্ট, মাঠের তৃণদলের মত অপর্যাপ্ত হোক শস্য ভাণ্ডার।


সেই প্রাচুর্য ঝরে পড়ে প্রান্তরের চারণভূমিতে। আনন্দে উচ্ছল গিরিশ্রেণী,


আকাশ থেকে বর্ষণ করব আমি বিজয় তোমায় বৃষ্টিধারার মত, গ্রহণ করবে অঞ্জলিভরে এ ধরণীতল, মুকুলিত হবে ন্যায় ও মুক্তির অপার আনন্দে। আমিই প্রভু পরমেশ্বর এ সকলই আমার সৃজন।


ব্রোঞ্জের পরিবর্তে আমি তোমায় এনে দেব স্বর্ণ, এনে দেব রৌপ্য লৌহের পরিবর্তে, কাষ্ঠের পরিবর্তে ব্রোঞ্জ আর প্রস্তরের পরিবর্তে এনে দেব লৌহ। তোমার শাসকেরা আর উৎপীড়ন করবে না তোমায় তাদের আমি করব শান্তিপ্রিয় আমি দান করব তাদের ন্যায়নিষ্ঠা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন