Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 72:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 কারণ তিনি শরণাগত অসহায়কে, দীন দুঃখী ও বঞ্চিতকে করেন উদ্ধার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 কেননা তিনি আর্তনাদকারী দরিদ্রকে, এবং দুঃখী ও অসহায়কে উদ্ধার করবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তিনি আর্তনাদকারী অভাবীদের আর অসহায় পীড়িতদের উদ্ধার করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 কেননা তিনি আর্ত্তনাদকারী দরিদ্রকে, এবং দুঃখী ও নিঃসহায়কে উদ্ধার করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আমাদের রাজা সহায় সম্বলহীনদের সাহায্য করেন। আমাদের রাজা দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 কারণ কেউ কাঁদছে এমন অভাবগ্রস্ত ব্যক্তিকে তিনি সাহায্য করেন এবং দুঃখী ব্যক্তি ও নিঃসহায়কে উদ্ধার করবেন।

অধ্যায় দেখুন কপি




গীত 72:12
19 ক্রস রেফারেন্স  

কারণ আমি আর্ত দীনদুঃখীদের, অসহায় পিতৃহীনদের উদ্ধার করতাম।


নিঃস্ব বঞ্চিতের প্রার্থনা তিনি গ্রাহ্য করেন, অবজ্ঞা করেন না তাদের মিনতি।


এইজনই যারা তাঁকে অবলম্বন করে ঈশ্বরের কাছে উপস্থিত হয়, তাদের তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করতে সক্ষম। কারণ তিনি সর্বদা তাদের পক্ষে আবেদন করার জন্য জীবিত আছেন।


এ জগতে চলছে যে অন্যায় অত্যাচার তার কথা আমি ভাবতে লাগলাম, দেখলাম, কাঁদছে দলিত মানুষ, তাদের চোখের জল মুছে দেবার কেউ নেই, কেউ নেই তাদের পাশে দাঁড়াবার, কারণ ক্ষমতা রয়েছে অত্যাচারীর হাতে।


হে প্রভু পরমেশ্বর জানি আমি, দীনজনের একান্ত বাসনার কথা শুনবে তুমি, হৃদয়ে দেবে শক্তি তাদের।


তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জান। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তাঁর দারিদ্র বরণে তোমরা ধনী হতে পার। এতে তোমাদের মঙ্গলই হবে।


প্রভুর আত্মা আমার উপরে অধিষ্ঠিত, কারণ দীনজনের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনি আমাকে অভিষিক্ত করেছেন, নিয়োগ করেছেন আমায় বন্দীদের মুক্তির বাণী ঘোষণা করতে আর অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে।


যখন আমার প্রজাবৃন্দ জলের সন্ধান করবে, তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে, তখন আমি, প্রভু পরমেশ্বর সাড়া দেব তাদের ডাকে, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমি, আমি তাদের কখনও করব না পরিত্যাগ।


দীনদুঃখী প্রজাদের পক্ষে তিনি করুন ন্যায় বিচার, দরিদ্রদের করুন উদ্ধার অত্যাচারীদের চূর্ণ করুন।


তখন যীশু তাদের উত্তর দিলেন, তোমরা যা দেখলে ও যা শুনলে, তারই কথা যোহনকে গিয়ে বল, অন্ধ দৃষ্টি লাভ করেছে, খঞ্জ হেটে বেড়াচ্ছে, কুষ্ঠী শুচি হয়েছে শুচি-শুদ্ধ, বধির শুনতে পাচ্ছে, মৃত জীবন পেয়েছে এবং দীন-দরিদ্রের কাছে প্রচার করা হচ্ছে সুসমাচার।


তিনি শুনলেন বন্দীদের হাহাকার, মুক্তিদান করলেন মৃত্যুপথযাত্রীদের,


উৎপীড়িত, ঋণভারে জর্জরিত, বিক্ষুব্ধ সমস্ত লোক তাঁর কাছে এসে জড়ো হতে লাগল আর তিনি হলেন তাদের নায়ক। এইভাবে প্রায় চারশো লোক তাঁর সাথী হল।


যে আমাকে ও আমার পুত্রকে হত্যা করে ইসরায়েল জাতির মধ্যে থেকে আমাদের মুছে ফেলতে চায়, ঈশ্বরদত্ত অধিকার থেকে বঞ্চিত করতে চায়, তার হাত থেকে আপনার এই দাসীকে উদ্ধার করুন।


তিনি দুঃখকষ্ট দিয়েই দীনদুঃখীদের উদ্ধার করেন, আপদ বিপদের মাঝেই তাদের শিক্ষা দেন।


সন্ধ্যা, সকাল ও মধ্যাহ্নে আমি জানাব আমার আর্ত নিবেদন, তিনি শুনবেন আমার রব।


ন্যায়নিষ্ঠ ব্যক্তি দরিদ্রের অধিকার সম্পর্কে সচেতন, কিন্তু দুর্জনেরা এ বিষয়ে ভাবেই না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন