Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 72:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তার্শিশ ও দ্বীপপুঞ্জের নৃপতিরা তাঁকে প্রদান করুক উপহার সামগ্রী, শিবা ও সােবার রাজারা আনুক রাজস্ব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তর্শীশ ও দ্বীপগুলোর বাদশাহ্‌রা নৈবেদ্য আনবেন; সবা ও সবা দেশের বাদশাহ্‌রা উপহার দেবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তর্শীশ আর সুদূর উপকূলবর্তী দেশের রাজারা তাঁর উদ্দেশে নৈবেদ্য নিয়ে আসুক। শিবা ও সবার রাজারা তাঁর জন্য উপহার নিয়ে আসুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তর্শীশ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবেন; শিবা ও সবার রাজগণ উপহার দিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তর্শীশের রাজা এবং অন্যান্য দূরবর্তী রাজ্য যেন তাঁর জন্য উপহার বয়ে আনে। শিবা ও সবার রাজারা যেন তার জন্য নৈবেদ্য বয়ে আনে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তর্শীশ ও দ্বীপপুঞ্জ রাজারা নৈবেদ্য আনবেন; শিবা ও সবার রাজারা উপহার দেবেন।

অধ্যায় দেখুন কপি




গীত 72:10
19 ক্রস রেফারেন্স  

মিদিয়ন ও ঐফা থেকে আসবে অসংখ্য উটের বিরাট কাফেলা। তারা আসবে শেবা দেশ থেকে বহন করে আনবে স্বর্ণ ও সুগন্ধি নির্যাস, প্রচার করবে তারা প্রভু পরমেশ্বরের গৌরব গাথা!


জাতিবৃন্দের ঘৃণার পাত্র, শাসকবর্গের ভৃত্য ও মানুষের অবজ্ঞার পাত্র সেই ব্যক্তিকে ইসরায়েলের মুক্তিদাতা পবিত্রতম ঈশ্বর বলেন, নৃপতিবৃন্দ তোমাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়াবে, রাজপুরুষেরা প্রণিপাত করবে তোমায় সসম্মানে। পবিত্রতম প্রভু পরমেশ্বর মনোনীত করেছেন তাঁর দাসকে তিনি রক্ষা করেন তাঁর প্রতিশ্রুতি।


জেরুশালেমে অবস্থিত তোমার মন্দির, নৃপতিরা যেখানে আনে উপহার তোমার উদ্দেশে।


শলোমনের সুখ্যাতির কথা শেবা দেশের রাণীর কাছেও পৌঁছাল। তিনি কূট প্রশ্ন করে তাঁকে যাচাই করতে এলেন জেরুশালেমে।


সাগরের ওপার থেকে ঐ জাহাজগুলি বহন করে আনছে ঈশ্বরের অনুগত ভক্তবৃন্দকে। তারা সঙ্গে নিয়ে আসছে তাদের রৌপ্য ও সুবর্ণ রাশি সেই প্রভু পরমেশ্বরের গৌরব ও মহিমার জন্য, যিনি তোমায় করেছেন গরিমায় বিভূষিত।


সোর নগরের অধিবাসীরা তোমার কাছে আনবে উপহার, বিবিধ রত্নসম্ভারে বিত্তবানেরা করবে তোমার মনোরঞ্জন।


শলোমনের কিছু বাণিজ্যপোত ছিল। হীরামের বাণিজ্য বহরের সঙ্গে এগুলিও সমুদ্র পথে বাণিজ্যে যেত এবং তিন বছর অন্তর সোনা, রূপো, হাতির দাঁত, বানর ও গরিলা নিয়ে আসত।


কুশের সন্তান - শেবা, হবীলা, সাবতা, রয়মা ও সাবতকা।


ঘরের মধ্যে গিয়ে তাঁরা শিশুটিকে তাঁর মা মরিয়মের কোলে দেখতে পেলেন। ভূমিষ্ঠ হয়ে তাঁরা তাঁকে প্রণাম করলেন এবং নিজেদের রত্নপেটিকা্ খুলে তাঁকে উপহার দিলেন মহার্ঘ স্বর্ণ, গুলগুল ও সুগন্ধি নির্যাস।


তোমার দীপ্তিতে আকৃষ্ট হবে জাতিবৃন্দ, রাজন্যকুল আসবে তোমার কাছে নতুন দিনের নবীন সূর্যোদয়ে।


আমি উত্তর দিককে বলব তোমাদের ছেড়ে দিতে, দক্ষিণ দিককে বলব, যেন না রাখে তোমাদের রুদ্ধ করে। সুদূর দ্বীপমালা থেকে, পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে ফিরে আসতে দাও আমার প্রজাদের।


কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, যিনি রক্ষা করেন তোমায়। মিশর, সুদান ও সেবা দেশ আমি দিয়েছি তোমার মুক্তিপণরূপে।


নূতন সঙ্গীত গাও প্রভু পরমেশ্বরের উদ্দেশে, এ বিশ্বচরাচর গাও তাঁর স্তবগান! সমুদ্র পথে যাতায়াত কর যারা স্তবগান গাও তাঁর, সাগরের বুকে বসতি যাদের, তোমরা স্তুতিগান গাও তাঁর! হে সুদূরের দেশবাসীগণ, তোমরা সকলে গাও তাঁর স্তবগান!


সাহস হারাবেন না তিনি, হবেন না নিরাশ, ন্যায়ের প্রতিষ্ঠা করবেন পৃথিবীর বুকে। তাঁর উপদেশ শোনার জন্য সাগ্রহে প্রতীক্ষা করবে সুদূরের দেশবাসী।


তাঁরা প্রত্যেকেই সোনা, রূপোর জিনিস, মহার্ঘ পোশাক, অস্ত্র-শস্ত্র, সুগন্ধি দ্রব্য, মশলা, ঘোড়া ও খচ্চর ইত্যাদি উপহার নিয়ে আসত। বছরের পর বছর এমনটিই চলত।


রাণী যা কিছু এনেছিলেন, সব রাজা শলোমনকে উপহার দিলেন। তিনি এনেছিলেন একশো কুড়ি তালন্ত সোনা, প্রচুর সুগন্ধি মশলা ও মণিমাণিক্য। শেবার রাণী যত সুগন্ধি মশলা রাজা শলোমনকে উপহার দিয়েছিলেন, তত সুগন্ধি মশলা আর কোনদিন তিনি পান নি।


সঙ্গে নিয়ে এলেন বিরাট একদল দাস-দাসী লোক-লস্কর। উটের পিঠে বোঝাই করে আনলেন সুগন্ধি মশলা, প্রচুর সোনাদানা ও বহুমূল্য মণিমাণিক্য। শলোমনের কাছে গিয়ে তাঁর মনে যত কিছু প্রশ্ন ছিল—সব জিজ্ঞাসা করলেন।


রাজা অহশ্বেরশ তাঁর সাম্রাজ্যের উপকুলবর্তী অঞ্চলসমূহে ও সাম্রাজ্যের মধ্যভাগের অঞ্চলসমূহে করদানের প্রথা প্রচলন করেছিলেন।


নলবনের বন্যপশুরূপ মিশরকে তুমি কর ভর্ৎসনা, তিরস্কার কর বৃষপালরূপ জাতিবৃন্দকে, তিরস্কার কর যুব বৃষস্বরূপ মত্তযোদ্ধাদের, যুদ্ধপ্রিয় জাতিসমূহকে তুমি কর ছিন্নভিন্ন, যতদিন না তারা স্বর্ণ-রৌপ্যের অর্ঘ্য নিয়ে আনত হয় তোমার চরণে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন