Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 71:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তুমিই আমার আশা, শিশুকাল থেকে একমাত্র তুমিই ভরসা আমার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 কেননা, হে সার্বভৌম মাবুদ, তুমি আমার আশা; তুমি বাল্যকাল থেকে আমার বিশ্বাস-ভূমি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 কারণ, হে সার্বভৌম ঈশ্বর, তুমিই আমার আশা, আমার যৌবনকাল থেকে তুমি আমার আত্মবিশ্বাস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কেননা, হে প্রভু সদাপ্রভু, তুমি আমার আশা; তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস-ভূমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 আমার জন্মের সময় থেকে আমি আপনার যত্নে ছিলাম। আমার জন্মের সময় থেকে আপনি আমার সঙ্গে ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কারণ, প্রভু, তুমিই আমার আশা; তুমি ছোটবেলা থেকেই আমার বিশ্বাসভূমি।

অধ্যায় দেখুন কপি




গীত 71:5
21 ক্রস রেফারেন্স  

কিন্তু আমার উপর যে আস্থা রাখে, তাকে আমি আশীর্বাদ করব।


হে প্রভু, আমি তাহলে কিসের আশায় থাকব? তুমিই আমার আশা ও ভরসা।


হে ঈশ্বর বাল্যকাল থেকেই তুমি শিক্ষাদান করেছ আমায়, আজ পর্যন্ত আমি প্রচার করে চলেছি তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।


তোমার পরিত্রাণের প্রতীক্ষায় অবসন্ন আমার প্রাণ, তবুও তোমার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।


আমার কাছে তুমি আতঙ্কজনক হয়ে উঠো না। বিপদের দিনে তুমি আমার নিরাপদ আশ্রয়।


হে প্রভু পরমেশ্বর, তোমার সাধিত পরিত্রাণের আশায় রয়েছি আমি, পালন করে চলেছি তোমার নির্দেশ।


প্রত্যাশার মূল আধারে ঈশ্বর তাঁর প্রতি তোমাদের বিশ্বাসের জন্য তোমাদের পূর্ণ আনন্দ ও শান্তি দান করুন। পবিত্র আত্মার প্রভাবে তোমাদের অন্তর প্রত্যাশায় আপ্লুত হোক।


হে প্রভু পরমেশ্বর, তুমি ইসরায়েলের আশা, যারা তোমাকে পরিত্যাগ করে, লজ্জিত হবে তারা, ধূলির উপরে লেখা নামের মত মুছে যাবে তারা চিরতরে কারণ তারা পরিত্যাগ করেছে তোমায়, হে প্রভু পরমেশ্বর, জীবন-জলের উৎস যিনি।


তুমিই ইসরায়েলের একমাত্র আশা, একমাত্র তুমিই রক্ষা কর আমাদের দুর্যোগের হাত থেকে। আমাদের দেশে কেন তুমি এক আগন্তুকের মত, পথিকের মত কেন তুমি, যিনি যাপন করেন শুধু একটি রাত্রি?


এবং কিভাবে ছোটবেলা থেকেই পবিত্র শাস্ত্র জেনেছ। এই শাস্ত্রজ্ঞান যীশু খ্রীষ্টে বিশ্বাসের মধ্য দিয়েই তোমাকে পরিত্রাণ লাভের পথ নির্দেশ করতে পারে।


শিশু যীশু সেখানে বয়সে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সবল হতে লাগলেন এবং জ্ঞানেও পূর্ণ হয়ে উঠলেন। ঈশ্বরের অনুগ্রহ তাঁকে ঘিরে রইল।


আমার অটল আস্থা তোমার অবিচল প্রেমে। হৃদয় আমার উচ্ছলিত হবে পরম উল্লাসে, তোমারই সাধিত পরিত্রাণ দর্শনে।


শমুয়েল তার ভাইদের সামনে তেলের শিঙাটি নিয়ে তাকে অভিষেক করলেন। সেই দিন থেকে প্রভু পরমেশ্বরের আত্মা দাউদকে মহতী প্রেরণায় অনুপ্রাণিত করতে লাগলেন। এরপর শমুয়েল রামায় চলে গেলেন।


যারা ওদের সন্ধানে ছিল, তারাই আক্রমণ করেছে তাদের। তাদের শত্রুরা বলে, ‘ওরা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। কাজেই তাদের প্রতি আমরা যা করেছি, ঠিক করেছি, আন্যায় করিনি কিছুই। প্রভু পরমেশ্বরের উপরে ওদের পূর্বপুরুষদের আস্থা ও নির্ভরতা ছিল। এদেরও তাঁর উপরে বিশ্বাসে অবিচল থাকা উচিত।’


ভুলে থেক না স্রষ্টাকে তোমার, পরিণত বয়সে দুঃসময় ঘনালে যেন তোমাকে বলতে না হয়, ‘সব শূন্য, অসার, সব অর্থহীন’।


হে আমার প্রাণ কেন অবসন্ন হও? হে আমার অন্তর কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।


আর আমি এখান দিয়ে চলে যাবার সঙ্গে সঙ্গে প্রভুর আত্মা যদি আপনাকে কোন অজানা জায়গায় নিয়ে যান? তাহলে, আমি যখন তাঁকে গিয়ে আপনার এখানে থাকার কথা বলব, তারপর এখানে আপনাকে পাওয়া না গেলে, তিনি আমাকে হত্যা করবেন। আপনি তো জানেন ছোটবেলা থেকেই আমি প্রভুর ভক্ত দাস।


যোশিয় রাজা হওয়ার অষ্টম বছরে যখন তিনি প্রায় নবীন যুবক, তখন থেকে তিনি তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা শুরু করেন। এর চার বছর পর তিনি ভিন্ন জাতির পূজাবেদী, দেবী আশেরার প্রতীক মূর্তি এবং অন্যান্য সমস্ত প্রতিমা ধ্বংস করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন