Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 71:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 হে আমার ঈশ্বর, উদ্ধার কর আমায় দুর্জনের কবল থেকে, মুক্ত কর অধর্মাচারী নির্দয় লোকদের হাত থেকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 হে আমার আল্লাহ্‌, আমাকে উদ্ধার কর, দুর্জনের হাত থেকে, অন্যায়কারী ও উপদ্রবীর হাত থেকে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে, মন্দ ও নিষ্ঠুরদের কবল থেকে আমাকে উদ্ধার করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুর্জ্জনের হস্ত হইতে, অন্যায়কারী ও উপদ্রবীর করতল হইতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন। নৃশংস ও মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুষ্টদের হাত থেকে এবং অন্যায়কারী নিষ্ঠুরতার হাত থেকে।

অধ্যায় দেখুন কপি




গীত 71:4
9 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর! জাগো প্রতিরোধ কর, উচ্ছেদ কর ওদের। তোমার উদ্যত তরবারি রক্ষা করুক আমার প্রাণ দুর্বৃত্তের কবল থেকে!


তারা চলে গেলে অহিমাশ ও যোনাথন ইঁদারা থেকে উঠে রাজা দাউদের কাছে চলে গেল এবং অহীথোফলের সমস্ত পরামর্শের কথা তাঁকে জানিয়ে বলল, শিগগির আপনি নদীর ওপারে চলে যান।


হে ঈশ্বর, আমার বিচার কর। অসাধু লোকের সঙ্গে বিবাদে প্রমাণ কর আমার সততা। উদ্ধার কর আমায় দুর্নীতিপরায়ণ ও প্রতারকের হাত থেকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন