Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 7:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 দুর্জনের দুষ্কৃতির হোক অবসান, হে ধর্মময় ঈশ্বর, অন্তর্যামী ঈশ্বর আমার, সজ্জনকে তুমি কর প্রতিষ্ঠিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আরজ করি, দুষ্টদের নাফরমানী শেষ হোক, কিন্তু ধার্মিককে সুস্থির কর; ধর্মময় আল্লাহ্‌ তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো এবং ধার্মিকদের সুরক্ষিত করো তুমি, হে ন্যায়পরায়ণ ঈশ্বর, সকলের হৃদয় ও মন অনুসন্ধান করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হউক, কিন্তু তুমি ধার্ম্মিককে সুস্থির কর; ধর্ম্মময় ঈশ্বর ত অন্তঃকরণ ও মর্ম্মের পরীক্ষক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 মন্দ লোকদের শাস্তি দিন, সৎ‌ লোকদের সাহায্য করুন। হে ঈশ্বর, আপনিই মঙ্গলময়। আপনি লোকের হৃদয়ের ভেতরে কি আছে তা দেখতে পান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 দুষ্টদের মন্দ কাজ শেষ হোক, কিন্তু ধার্মিক লোকদের প্রতিষ্ঠিত করো, ধার্মিক ঈশ্বর। যিনি হৃদয় ও মনের পরীক্ষা করেন।

অধ্যায় দেখুন কপি




গীত 7:9
36 ক্রস রেফারেন্স  

তখন আমি প্রার্থনা করলাম, ‘হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তুমি ন্যায়পরায়ণ বিচারক। মানুষের হৃদয়-মনের ভাবনা ও অনুভূতির কথা তোমার অজানা নয়। আমার সমস্ত ভার আমি তোমারই উপর অর্পণ করেছি। আমি দেখতে চাই এদের উপরে তোমার প্রতিশোধের কর্মধারা।


আমি, প্রভু পরমেশ্বর, অনুসন্ধান করি মানুষের মন, যাচাই করি প্রতিটি হৃদয়, তার জীবন যাপনের ধারা অনুযায়ী, তার কর্ম অনুযায়ী ফল দিই তাকে।


কিন্তু হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তুমি ধর্মনিষ্ঠদের যাচাই কর, তুমিই জান, কি আছে তাদের হৃদয়ে মনে, আমার শত্রুদের উপর তোমার প্রতিশোধ আমাকে দেখতে দাও, আমি যে তোমারই উপর অর্পণ করেছি আমার সমস্ত ভার।


শলোমনকে তিনি বললেন, পুত্র তোমার প্রতি আমার আদেশ, তুমি তোমার পিতার ঈশ্বরকে স্বীকার কর এবং একনিষ্ঠ হৃদয়ে ও অকুন্ঠ চিত্তে তাঁর সেবা কর। তিনি জানেন আমাদের সমস্ত চিন্তা ও মনোবাসনার কথা। তুমি যদি তাঁর কাছে যাও, তিনি তোমাকে গ্রহণ করবেন, কিন্তু তুমি যদি তাঁর কাছে থেকে দূরে সরে যাও, তাহলে তিনি তোমাকে চিরকালের জন্য পরিত্যাগ করবেন।


কিন্তু প্রভু পরমেশ্বর শৌলকে বললেন, তুমি এর রূপ বা দৈহিক উচ্চতার দিকে তাকিও না। এ ব্যক্তি আমার মনোনীত নয়। মানুষ যে ভাবে বিচার করে, প্রভু পরমেশ্বর সেভাবে করেন না। মানুষের দৃষ্টি বাহ্য রূপের দিকে, কিন্তু প্রভু পরমেশ্বর দেখেন অন্তর।


আমি তার সন্তানদেরর সংহারক করব। ফলে সকল মণ্ডলী জানবে যে আমিই হৃদয় ও মর্মমূল অড়ুসন্ধান করি এবং আমি তোমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেব।


হে প্রভু পরমেশ্বর, তুমি আমায় পরীক্ষা করেছ, জেনেছ আমায়।


তাহলে কি ঈশ্বর জানতে পারতেন না সে কথা? তিনি যে অন্তর্যামী, জানেন অন্তরের গোপন কথা।


প্রভু পরমেশ্বর সজ্জনকে সঠিক পথে পরিচালনা করেন, প্রতিষ্ঠিত করেন তাকে সৎপথে, তিনি প্রীতি লাভ করেন তার আচরণে।


হে প্রভু, পরীক্ষা করে দেখ আমায়, যাচাই করে দেখ আমার হৃদয় দেখ আমার হৃদয়ের সকল ভাবনা।


সজ্জন ও দুর্জন উভয়কেই পরীক্ষা করেন প্রভু পরমেশ্বর, অত্যাচারী উৎপীড়ক তাঁর ঘৃণাস্পদ।


চূর্ণ কর তুমি দুর্জন ও দুষ্কৃতীর ক্ষমতা, দণ্ড দাও তাদের অপকর্মের যতক্ষণ না সে নিবৃত্ত হয় অপকর্ম থেকে।


ঈশ্বরের মহিমা প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে চিরায়ত হোক। তিনিই পরম প্রাজ্ঞ। যীশু খ্রীষ্টের যে সুসমাচার আমি ঘোষণা করেছি, সেই অনুযায়ী তিনিই তোমাদের দৃঢ়রূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম। এই সুসমাচারের নিগূঢ়তত্ত্ব, যা বহুযুগ ধরে অব্যক্ত ছিল, তা এখন অভিব্যক্ত হয়েছে। সনাতন ঈশ্বরের নির্দেশেই তা সর্বজাতির কাছে প্রকাশিত হয়েছে যেন তারাও তা বিশ্বাস করে ঈশ্বরের অনুগত হয়। প্রবক্তা নবীরা শাস্ত্রে এ সম্পর্কেই ভবিষ্যদ্বাণী করেছেন। সেই ঈশ্বরের মহিমা যুগে যুগে উদ্ভাসিত হোক। আমেন।


তুমি আমার অন্তর, নিশীথে করেছ নিরীক্ষণ, বিশ্লেষণ করেছ আমায়, মন্দতা পাওনি কিছুই, অনুচিত কথা বলেনি আমার মুখ।


আর সেই মুহূর্তে প্রভুর এক দূত হেরোদের উপর আঘাত হানলেন কারণ হেরোদ ঈশ্বরের প্রাপ্য গৌরব আত্মসাৎ করেছিলেন। এর ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। কীটদষ্ট হয়ে তিনি মারা গেলেন।


হে ঈশ্বর, ওদের দাঁত তুমি ভেঙ্গে দাও, হে প্রভু, তুমি উপড়ে ফেল এই সিংহদের দন্তমূল।


শুনবে তুমি অনাথ, পিতৃহীন ও উৎপীড়িতের ব্যাকুল ক্রন্দন, করবে সুবিচার, যেন মর্ত্যমানব আর না পারে চালাতে দমন পীড়ন তাদের উপর।


সমুদ্র ও যে পাহাড়ের উপর পবিত্র মন্দির আছে তার মধ্যবর্তী স্থানে সে তার বিশাল রাজকীয় শিবির স্থাপন করবে। কিন্তু সেখানে অসহায়ভাবে তার মৃত্যু হবে, তাকে সাহায্য করার জন্য কেউই সেখানে থাকবে না।


আমাকে টেনে তুললেন তিনি ধ্বংসের গহ্বন থেকে, পঙ্কিল জলাভূমি থেকে শৈলের উপর স্থাপন করলেন আমার চরণ, দৃঢ় হল আমার পদক্ষেপ।


তিনি পদস্খলন থেকে রক্ষা করেন তাঁর ভক্তদের কিন্তু দুর্জনেরা বিলুপ্ত হবে ঘোর অন্ধকারে, কারণ নিজ বলে সিদ্ধিলাভ হয় না কারও।


যারা ঈশ্বরের আহূত, তাঁর প্রীতিভাজন এবং যীশু খ্রীষ্টেরর জন্য সংরক্ষিত, তাদের সমীপে আমি যীশু খ্রীষ্টের সেবক যাকোবের ভ্রাতা যিহুদা তোমাদের এই পত্র লিখছি।


যীশু খ্রীষ্টের মাধ্যমে সর্ব অনুগ্রহের আধার ঈশ্বর তাঁর শাশ্বত মহিমা তোমাদের দান করার জন্য আহ্বান করেছেন। তিনিই এই ক্ষণস্থায়ী নির্যাতন ভোগের পর তোমাদের সক্ষম, সবল, সুস্থ এবং সুপ্রতিষ্ঠিত করবেন।


প্রভু যীশু যখন তাঁর ভক্ত প্রজাবৃন্দ সহ আবির্ভূত হবেন তখন যেন ঈশ্বর যিনি আমাদের পিতা, তাঁর সম্মুখে তোমাদের হৃদয় পবিত্র নিষ্কলঙ্ক অবস্থায় স্থিরপ্রতিষ্ঠ থাকে।


ঐ ব্যক্তি নিজেই আমাকে বলেছে, এ আমার বোন, আর সেই নারীও বলেছে, ইনি আমার ভাই। আমি সরল মনে নিষ্কলঙ্কভাবেই এ কাজ করেছি।


তাহলে হে প্রভু পরমেশ্বর স্বর্গপুরে বসে তুমি শুনো এবং তোমার দাসদের বিচার করো। দোষীর উপযুক্ত শাস্তি দিও এবং নির্দোষকে অব্যাহতি দিও।


দলিত জনের আশ্রয়দুর্গ প্রভু পরমেশ্বর, সঙ্কটে তিনি তার নিরাপদ আশ্রয়।


কারণ আমি তাঁরই নির্দেশিত পথে চলেছি, মন্দের বশে আমার ঈশ্বরকে করিনি পরিত্যাগ।


জাগ্রত হও, ওঠ হে ঈশ্বর আমার, দাঁড়াও আমার পক্ষে, সমর্থন কর আমায়।


হে ঈশ্বর, আমার বিচার কর। অসাধু লোকের সঙ্গে বিবাদে প্রমাণ কর আমার সততা। উদ্ধার কর আমায় দুর্নীতিপরায়ণ ও প্রতারকের হাত থেকে।


জাতিবৃন্দের কাছে ঘোষণা কর: প্রভু পরমেশ্বরই রাজরাজেশ্বর! অটল ভিত্তির উপর তিনি প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীকে, জাতিবৃন্দের বিচার করবেন তিনি নিরপেক্ষভাবে।


প্রভুর সাক্ষাতে। প্রভু পরমেশ্বরের আগমন সমাসন্ন, পৃথিবীর বিচার করতে তিনি আসছেন। ন্যায় ও সত্যে তিনি জগতের ও সকল জাতির উপর রাজত্ব করবেন।


পৃথিবীর বিচার করতে তিনি আসছেন, ন্যায় ও সত্যে তিনি এ জগতের সকল জাতির উপরে রাজত্ব করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন