Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 7:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তার যত অন্যায় অত্যাচার চরম আঘাত হয়ে শেষে নেমে আসে তারই উপরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 তার জুলুম তারই মাথায় ফিরবে, তার দৌরাত্ম্য তারই মাথার উপর নেমে আসবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তারা যে সমস্যা সৃষ্টি করে তা তাদের উপর ফিরে আসে; তাদের অত্যাচার তাদের মাথার উপরেই ফিরে আসে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম্য তাহারই মুণ্ডে পড়িবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 যা শাস্তি ওদের প্রাপ্য ওরা সেই শাস্তিই পাবে। অপরের প্রতি ওরা নির্দয় ছিল। ওদের যা প্রাপ্য ওরা তাই পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 তাদের ধ্বংসাত্মক পরিকল্পনা নিজেদের মাথাতে ফিরে আসে, তাদের হিংসা নিজেদের মাথায় ফিরে আসে।

অধ্যায় দেখুন কপি




গীত 7:16
21 ক্রস রেফারেন্স  

কিন্তু রাণী ইষ্টের রাজাকে এই কথা জানালে রাজা এই আদেশ জারী করেছিলেন যার ফলে যে পরিণতি হামান ইহুদীদের জন্য নির্দিষ্ট করেছিলেন সেই পরিণতি হামানেরই ভাগ্যে ঘটেছিল। তাঁর এবং তাঁর পুত্রদের ফাঁসি দেওয়া হয়েছিল।


তার হত্যার দায় প্রভু পরমেশ্বর তারই মাথায় বর্তাবেন, কারণ আমার পিতা দাউদের অজ্ঞাতসারে সে দুজন সৎ এবং তার চেয়েও ভাল মানুষ—ইসরায়েলী বাহিনীর সেনাপতি (নেরের পুত্র) অবনেরকে এবং যিহুদা বাহিনীর সেনাপতি (যেথরের পুত্র) অমাসাকে হত্যা করেছিল।


ঐ দেখ, অধর্মাচারীদের দল হয়েছে ভূপাতিত। নিপাতত ওরা, আর কোনদিন ওঠার ক্ষমতা হবে না ওদের।


তাই আজ প্রভু পরমেশ্বর তোমার এই দুর্দশা করেছেন। তা ছাড়া প্রভু তোমার সঙ্গে ইসরায়েল জাতিকেও ফিলিস্তিনীদের হাতে পরাজিত করবেন। আগামী কাল তোমার পুত্রদের সঙ্গে তুমিও আমার কাছে আসবে। প্রভু পরমেশ্বর ইসরায়েল সৈন্যবাহিনীকে ফিলিস্তিনীদের হাতে পরাজিত করবেন।


তিনি আরও বললেন, জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, প্রভুই ওঁকে দণ্ড দেবেন, কিম্বা ওঁর দিন ঘনিয়ে এলে উনি মরবেন অথবা, যুদ্ধে গিয়ে নিহত হবেন।


দাউদ জানতে পারলেন যে শৌল তাঁর অনিষ্ট করার ষড়যন্ত্র করছেন। তিনি পুরোহিত অবিয়াথরকে বললেন, এখানে এফোদ নিয়ে এস।


শয়নকালেও সে দুষ্কর্মের পরিকল্পনা করে, অসৎ পথেই সে নিজেকে করেছে প্রতিষ্ঠিত, মন্দকে সে কিছুতেই করে না বর্জন।


তাকে বল যে আমি স্বয়ং পরমেশ্বর বলছি যে লোকটিকে খুন করেছ, আবার এসেছ তার জমি দখল করতে? আর বল যে প্রভু বলেছেন, যে জায়গায় কুকুরেরা নাবোতের রক্ত চেটে খেয়েছে, ঠিক সেই জায়গায় তোমারও রক্ত কুকুরেরা ঐভাবেই চেটে খাবে।


মর্দখয়ের জন্য যে ফাঁসিকাঠ হামান তৈরী করিয়েছিলেন তাতেই তাঁকে ফাঁসি দেওয়া হল। তারপর রাজার ক্রোধ প্রশমিত হল।


আমি দেখেছি যারা অধর্মের ক্ষেত্র কষর্ণ করে, বপন করে দুষ্কর্মের বীজ, তারা দুষ্টতা ও মন্দতারই ফসল ভোগ করে।


ন্যায়বিচার সম্পন্ন করে প্রভু পরমেশ্বর দিয়েছেন আপন পরিচয়, আপন কর্মের ফাঁদে দুর্জন পড়েছে ধরা। হিগ্‌গায়োন সেলা


ওদের অজ্ঞাতসারে নেমে আসুক সর্বনাশ নিজেদের পাতা গোপন ফাঁদে নিজেরাই পড়ুক ধরা, অতর্কিতে পড়ুক ওরা ধ্বংসের কবলে।


অটল আস্থায় চিত্ত আমার অবিচল, হে ঈশ্বর, আমি মহানন্দে গাইব তোমার প্রশংসাগান।


দুষ্টেরা নিজেদেরই পাতা ফাঁদে পড়ুক, আমি যেন উত্তীর্ণ হয়ে যাই সেই অবসরে।


লুন্ঠিত সম্পদ লুন্ঠকারীর বিনাশ ডেকে আনে।


যে অন্যের ক্ষতি করার জন্য ফাঁদ পাতে সে নিজেই সেই ফাঁদে পড়বে। যে পাথর গড়িয়ে দেয় সেই পাথর তার নিজের উপরই এসে পড়বে।


যে গর্ত খোঁড়ে, সে নিজেই তাতে পড়তে পারে, আর যে দেওয়াল ভাঙ্গে, তাকে কামড়াতে পারে সাপে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন