Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 69:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 গানে গানে আমি করব ঈশ্বরের গুণকীর্তন, কৃতজ্ঞতার উপচারে আমি ঘোষণা করব তাঁর মহিমা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 আমি গজল দ্বারা আল্লাহ্‌র নামের প্রশংসা করবো, প্রশংসা-গজল দ্বারা তাঁর মহিমা স্বীকার করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 গানের মাধ্যমে আমি ঈশ্বরের নামের প্রশংসা করব ধন্যবাদ সহকারে আমি তাঁকে গৌরবান্বিত করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 আমি গীত দ্বারা ঈশ্বরের নাম প্রশংসা করিব, স্তব দ্বারা তাঁহার মহিমা স্বীকার করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 গানের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের প্রশংসা করবো। ধন্যবাদ গীতের মধ্য দিয়ে আমি তাঁর প্রশংসা করবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 আমি গানের দ্বারা তোমার নাম প্রশংসা করব এবং ধন্যবাদ দ্বারা তাঁর মহিমা করব।

অধ্যায় দেখুন কপি




গীত 69:30
6 ক্রস রেফারেন্স  

স্বয়ং প্রভুই আমার শক্তি, আমার রক্ষাকবচ, আমার পরম সহায় তিনি। তাঁর সহায়তা আমি সতত পাই, আনন্দে মগ্ন আমার হৃদয়, তাই গানে গানে আমি তাঁকে করি নিবেদন তাঁরই বন্দনা গান।


প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর আমার সঙ্গে, সবে মিলে এস করি তাঁর নাম গান।


আমি করব তোমার স্তুতিগান, তুমি সাড়া দিয়েছ আমার ডাকে, তুমিই হয়েছ আমার পরিত্রাতা।


আমার উদ্দেশে তোমাদের উৎসর্গীত কৃতজ্ঞতার পরাৎপরের কাছে পূর্ণ কর তোমাদের অঙ্গীকার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন