Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 69:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 লুপ্ত হোক ওদের নাম তোমার জীবন পুস্তক থেকে, না থাকুক ওদের নাম তোমার ভক্তবৃন্দের তালিকায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 জীবন-কিতাব থেকে তাদের নাম মুছে যাক, ধার্মিকদের সঙ্গে তারা তালিকাভুক্ত না হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 তাদের নাম যেন জীবনপুস্তক থেকে মুছে দেওয়া হয় আর ধার্মিকদের সাথে যেন তাদের গণ্য করা না হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 জীবন-পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হউক, ধার্ম্মিকগণের সহিত তাহাদের অঙ্কপাত না হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 জীবনের গ্রন্থ থেকে ওদের নাম মুছে দিন। জীবনের পুস্তকে ধার্ম্মিক লোকদের নামের সঙ্গে ওদের নাম লিখবেন না!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 জীবন পুস্তক থেকে তাদের নাম বাদ দেওয়া হোক এবং ধার্ম্মিকদের সাথে তাদের লেখা না হোক।

অধ্যায় দেখুন কপি




গীত 69:28
12 ক্রস রেফারেন্স  

তুমি আমার অনুগত সহকর্মী। তোমাকেও অনুরোধ করছি, তুমি তাঁদের সাহায্য কর, কারণ ক্লেমেন্তু এবং অন্যান্য সহকর্মীদের সঙ্গে তাঁরাও আমার পাশে থেকে সুসমাচার প্রচারের কাজে পরিশ্রম করেছিলেন। তাঁদের নাম অমৃত জীবনের তালিকায় আছে।


তবে অপদেবতারা তোমাদের বশীভূত হচ্ছে বলে খুশী হয়ো না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হল বলে আনন্দিত হও।


স্বর্গীয় তালিকাভুক্ত অগ্রজদের মণ্ডলী, সকলের বিচারক ঈশ্বর ও ধার্মিক ব্যক্তিদের সিদ্ধিপ্রাপ্ত আত্মাসমূহের সম্মুখীন হয়েছ।


কল্পনায় দেখা মিথ্যা দর্শনকে যারা সত্যি বলে দাবী করে, আর মনরাখা ভাবোক্তি করে, সেই নবীদের আমি কঠোর শাস্তি দেব। আমার প্রজামণ্ডলীর সভায় তাদের স্থান হবে না। ইসরায়েলী প্রজাবৃন্দের তালিকায় তাদের নাম থাকবে না এবং ইসরায়েল ভূমিতে তারা প্রবেশাধিকার হারাবে। এ থেকে তারা বুঝবে যে, আমিই সর্বাধিপতি প্রভু।


জগৎ সৃষ্টির পূর্বেই পৃথিবীর অধিবাসীদের মধ্যে যাদের নাম একদা নিহত মেষশাবকের জীবন-পুস্তকে লেখা হয়েছিল, তারা ছাড়া সকলেই তাঁকে পূজা করবে।


যদি কেউ এই ভাবোক্তি গ্রন্থ থেকে কিছু হরণ করে তাহলে ঈশ্বর এই গ্রন্থে বর্ণিত জীবন তরু ও পবিত্র নগরীর অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন।


যে বিজয়ী হবে তাকে শুভ্রবাস পরানো হবে। আমি তার নাম জীবনপুস্তক থেকে মুছে ফেলব না। আমার পিতা এবং তাঁর দূতবৃন্দের সমক্ষে আমি তাকে স্বীকৃতি দেব।


কেউ যদি প্রকৃতই আশীর্বাদ পেতে চায়, সে আশীর্বাদ চাইবে সত্যময় ঈশ্বরের নামে এবং কেউ যদি শপথ নিতে চায়, সে শপথ নেবে সেই সত্যময় ঈশ্বরের নামে। অতীতের সমস্ত সঙ্কট ও বিপর্যয়ের পরিসমাপ্তি ঘটবে, সকলে ভুলে যাবে সেইসব কথা।


প্রভু তখন হোশেয়কে বললেন, তুমি এর নাম রাখ লো-আম্মি (আর আমার প্রজা নয়)—কেননা তোমরা আমার প্রজা নও, আর আমিও তোমাদের ঈশ্বর নই।


যারা জেরুশালেমে রয়ে গেছে, যাদের ঈশ্বর বেঁচে থাকার জন্য মনোনীত করেছেন, তাদের প্রত্যেককে পবিত্ররূপে গণ্য করা হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন