Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 69:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 ওদের বাসস্থান হোক পরিত্যক্ত, সেখানে বাস করার মত কেউ অবশিষ্ট না থাকে যেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 তাদের নিবাস শূন্য হোক, তাদের তাঁবুতে কেউ বাস না করুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 তাদের বাসস্থান শূন্য হোক; তাদের তাঁবুতে বসবাস করার জন্য যেন কেউ না থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 তাহাদের নিবাস শূন্য হউক, তাহাদের তাম্বুতে কেহ বাস না করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 ওদের ঘর শূন্য করে দিন। একটা কেউ যেন ওখানে বেঁচে না থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 তাদের জায়গা শূন্য হোক, তাদের তাঁবুতে কেউ বাস করবে না।

অধ্যায় দেখুন কপি




গীত 69:25
8 ক্রস রেফারেন্স  

গীতসংহিতায় লেখা আছেঃ গৃহ তার পরিত্যক্ত হোক, আর কেউ বাস না করুক সেখানে। এবং ‘অপর একজন গ্রহণ করুক তার কর্মভার!


তাই, তোমার মন্দির হবে ঈশ্বর পরিত্যক্ত ও জনশূন্য।


দেখ, তোমাদের গৃহ পরিত্যক্ত হল। তোমাদের আমি বলে দিলাম, যতদিন না তোমরা বলবে, ‘যিনি প্রভুর নামে আসছেন ধন্য তিনি’, ততদিন তোমরা আমাকে আর দেখতে পাবে না।


আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কতদিন এ অবস্থা চলবে? তিনি বললেন, যতদিন না নগর-জনপদ বিধ্বস্ত ও জনশূন্য হয়, যতদনি না সমস্ত বাসগৃহ বসতিশূন্য হয়, যতদিন না এদেশ পরিত্যক্ত, নির্জন হয়।


আমার প্রিয়তমের উদ্দেশে একটি প্রেমসঙ্গীত গাইতে দাও, এ গান তাঁরই দ্রাক্ষাকুঞ্জের গান! একটি দ্রাক্ষাকুঞ্জ ছিল আমার প্রিয়তমের, ছিল সে কুঞ্জ অতি উর্বর এক গিরির উপরে।


এই মন্দির পরিণত হবে ধ্বংসস্তূপে। পথচারীরা এর কাছ দিয়ে যাবার সময় বিস্ময়ে স্তম্ভিত হবে। তারা জিজ্ঞাসা করবে : প্রভু পরমেশ্বর এই দেশ ও এই মন্দিরের এমন দশা করলেন কেন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন