Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 69:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 ওদের দুচোখে নেমে আসুক আন্ধকার, ওরা যেন দেখতে না পায়, ওদের কটিদেশ তুমি কর চিরকম্পমান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 তাদের চোখ অন্ধ হোক, যেন তারা দেখতে না পায়; তুমি তাদের কোমর চির-কম্পনযুক্ত কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 তাদের চোখ অন্ধকারে পূর্ণ হোক যেন তারা দেখতে না পায়, এবং তাদের পিঠ চিরকাল বেঁকে থাকুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 তাহাদের চক্ষু অন্ধ হউক, যেন তাহারা দেখিতে না পায়; তুমি তাহাদের কটিদেশ চির-কম্পযুক্ত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 আমি কামনা করি ওরা যেন অন্ধ হয়ে যায় এবং ওদের মেরুদণ্ড যেন দুর্বল হয়ে পড়ে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 তাদের চোখ অন্ধকার হোক, যেন তারা দেখতে না পায় এবং তুমি তাদের কোমরে সবদিন কম্পন করছ।

অধ্যায় দেখুন কপি




গীত 69:23
12 ক্রস রেফারেন্স  

তাঁর বুকের ভেতরটা কেঁপে উঠল, ভয়ে তাঁর মুখ ছাইয়ের মত সাদা হয়ে গেল, হাত-পা নিয়ন্ত্রণ হারাল, পা দুটি ঠক্‌ঠক্‌ করে কাঁপতে লাগল।


ওদের দু'চোখে নেমে আসুক অন্ধকারওরা যেন দেখতে না পায়,নিরন্তর বোঝার ভারে নুয়ে পড়ুক ওরা।”


এবার স্তব্ধ হও, ভাবো! পুরুষ কি কখনও সন্তানের জন্মদান করতে পারে। কেন তবে আমি দেখতে পাচ্ছি শ্রম বেদনাতুরা নারীর মত প্রত্যেকটি পুরুষ তার কটিদেশে হাত দিয়ে আছে? কেন তাদের মুখ রক্তশূন্য,বিবর্ণ মৃতের মত?


কিন্তু তাদের বোধশক্তি লুপ্ত হয়েছিল, আজও পুরাতন সন্ধিচুক্তি পাঠের সময় তাদের মন সেই আবরণে আবৃত থাকে। একমাত্র খ্রীষ্টকে গ্রহণ করলেই সেই আবরণ আপসারিত হয়।


বন্ধুগণ, একটি নিগূঢ় সত্য সম্বন্ধে আমি তোমাদের জানাতে চাই। এই সত্য জানতে পারলে তোমরা আর নিজেদের বিজ্ঞ মনে করবে না। অন্য জাতির সমস্ত মানুষ যতদিন না ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করে, ততদিন ইসরায়েল জাতির একটি অংশ সাময়িকভাবে এ সম্বন্ধে অজ্ঞতার অন্ধকারে থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন