Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 69:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 বিদ্রূপ-তিরস্কারে হৃদয় আমার ভগ্ন, হতাশায় আমি ম্রিয়মান, আমি চেয়েছিলাম সহানুভূতি, কিন্তু পাইনি, সান্ত্বনা লাভের আশায় ছিলাম আমি, কিন্তু কে দেবে সান্ত্বনা?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তিরস্কারে আমার মনোভঙ্গ হয়েছে, আমি অবসন্ন হলাম, আমি সহানুভূতির অপেক্ষা করলাম, কিন্তু তা পেলাম না; সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, কিন্তু কাউকেও পেলাম না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 উপহাস আমার হৃদয় ভেঙেছে আর আমাকে অসহায় করেছে; আমি সহানুভূতি খুঁজলাম কিন্তু পেলাম না, সান্ত্বনাকারীদের খুঁজলাম কিন্তু কাউকে পেলাম না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম, আমি সহানুভূতির অপেক্ষা করিলাম, কিন্তু তাহা নাই; সাত্ত্বনাকারীদের অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 সেই লজ্জা আমায় বিদীর্ণ করে দিয়েছে। লজ্জায় আমি মরে যেতে বসেছি! আমি সহানুভূতি পাওয়ার আশা করেছিলাম কিন্তু কখনই আমি তা পাই নি। আমি অপেক্ষা করেছিলাম কোন লোক এসে আমায় সান্ত্বনা দিক কিন্তু কোন লোক আসে নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তিরস্কারে আমার হৃদয় ভাঙ্গা হয়েছে; আমি হতাশায় পূর্ণ ছিলাম, আমি দয়ার অপেক্ষা করলাম, কিন্তু তা নাই; সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, কিন্তু কাউকে পেলাম না।

অধ্যায় দেখুন কপি




গীত 69:20
15 ক্রস রেফারেন্স  

আমি যখন দেখলাম, আমাকে সাহায্য করার জন্য কেউ কোথাও নেই, বিস্মিত হয়েছিলাম আমি। কিন্তু আমার ক্রোধ আমাকে শক্তিমান করেছিল, আমি এককভাবেই জয়লাভ করেছিলাম।


যখন আমি চেয়ে দেখি আমার চারিধারে, দেখি কেউ নেই পাশে আমার যে সাহায্য করে আমায়। আমার নেই কােন আশ্রয় আমায় মমতা করে এমন কেউ নেই আমার।


শিষ্যেরা তখন সকলে তাঁকে ফেলে পালিয়ে গেলেন।


আমি এ রকম কথা শুনেছি তোমাদের এই সান্ত্বনা আমার পক্ষে যন্ত্রণাস্বরূপ।


কিন্তু এ সমস্ত এই জন্যই ঘটল যাতে নবীদের লেখা শাস্ত্রবচন পূর্ণ হয়। শিষ্যেরা তখন সকলে তাঁকে ত্যাগ করে পালিয়ে গেলেন।


কেউ কেউ বিদ্রূপ, কশাঘাত, এমন কি শৃঙ্খলিত হয়ে কারাবরণ করেছেন।


অন্তর আমার গভীর উদ্বেগে অস্থির। কি বলব আমি? পিতা এই বিষম লগ্ন থেকে আমাকে নিষ্কৃতি দাও? না। এই লগ্নের জন্যই তো আমার আগমন। পিতা, তোমারই নাম হোক মহিমান্বিত।


তারপর ফিরে এসে তিনি দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তখন পিতরকে তিনি বললেন, শিমোন, তুমি ঘুমাচ্ছ? এক ঘণ্টাও জেগে থাকতে পারলে না?


দীর্ঘকাল আমাদের জীবন অতিষ্ঠ বিলাসী লোকের বিদ্রূপে, অহঙ্কারীদের অবজ্ঞায়।


তীক্ষ্ণ বাক্যবাণে আমার বিপক্ষেরা জর্জরিত করে আমায়, চূর্ণ করে আমার অস্থি। নিশিদিন তারা বিদ্রূপ করে, বলে: কোথায় তোমার ঈশ্বর?


অন্তরের অন্তঃস্থলে অবসন্ন প্রাণ আমার, এই নির্বাসনে আমি স্মরণ করছি তোমায়, তুমি যে আছ তোমার আপন দেশে। হার্মোন গিরিশ্রেণী ও মিৎসার পর্বত থেকে উৎসারিত নির্ঝরের উদ্দাম তরঙ্গরাজি যেমন ভেঙ্গে পড়ে, বয়ে যায় জর্ডনের বুকে প্রচণ্ড তাণ্ডবে, তেমনি তুমি পাঠিয়েছ আমার জীবনে নিদারুণ দুঃখের অকরুণ তরঙ্গ তাণ্ডব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন