Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 69:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 অগাধ পঙ্ক আমি নিমজ্জিত, সেখানে শক্ত মাটি নেই যার উপর আমি পা রাখি, অথৈ জলে পড়েছি আমি, বন্যার স্রোত বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমি অগাধ পাঁকে ডুবেছি, দাঁড়াবার স্থান নেই; গভীর পানিতে এসেছি, বন্যা আমার উপর দিয়ে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আমি গভীর পাঁকে ডুবেছি, যেখানে দাঁড়াবার স্থান নেই। আমি গভীর জলে আছি; আর বন্যা আমাকে ঢেকে ফেলেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমি অগাধ পঙ্কে ডুবিয়াছি, দাঁড়াইবার স্থান নাই; গভীর জলে আসিয়াছি, বন্যা আমার উপর দিয়া যাইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 এখানে এমন কিছু নেই, যার ওপর আমি দাঁড়াতে পারি। আমি কাদায় ডুবে যেতে বসেছি, আমি গভীর জলে ডুবে রয়েছি, আমার চারদিকে ঢেউ উত্তাল হয়ে উঠেছে। আমি প্রায় ডুবে মরতে বসেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমি গভীর পাঁকে ডুবে যাচ্ছি, দাঁড়াবার স্থান নেই; গভীর জলে এসেছি, বন্যা আমার উপর দিয়ে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি




গীত 69:2
11 ক্রস রেফারেন্স  

আমাকে টেনে তুললেন তিনি ধ্বংসের গহ্বন থেকে, পঙ্কিল জলাভূমি থেকে শৈলের উপর স্থাপন করলেন আমার চরণ, দৃঢ় হল আমার পদক্ষেপ।


বৃষ্টি নামল, বন্যা এলো, প্রচন্ড ঝড় বাড়ির গায়ে সজোরে ধাক্কা দিল, কিন্তু সেটা পড়ে গেল না, কারণ পাথরের উপরেই গাঁথা ছিল বাড়ির ভিত্তি।


তখন তারা আমাকে নিয়ে গিয়ে যুবরাজ মল্কিয়ের কূপে দড়ি দিয়ে নামিয়ে দিল। ঐ কূপটি ছিল রাজপ্রাসাদের প্রাঙ্গণে। পাঁকে ভরা জলহীন সেই কূপ এবং তাতে আমি প্রায় ডুবেই গিয়েছিলাম।


তাই ঘোর দুর্দিনে ভক্ত তোমার বিনতি জানাবে তোমার কাছে, সঙ্কটের মহাপ্লাবন কখনও স্পর্শ করবে না তাকে।


আমি দিব্যদর্শনে দেখেছি যে, যিহুদীয়ার রাজপ্রাসাদে যত রমণী অবশিষ্ট আছেন, তাদের সকলকে ব্যাবিলনীয় রাজকর্মচারীদের কাছে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যাবার সময় তারা কি বলে গেছে, শুনুনঃরাজার একান্ত বন্ধুজনেরা প্রতারণা করেছে তাঁকে,করেছে তাঁকে পরাজিত, বিপথগামী। তাঁর পা দুটি এখন ডুবে গেছে পাঁকে,পলাতক আজ তাঁর সে সব বন্ধুরা।


তোমার আলো নিভে গেছে তাই কিছু দেখতে পাচ্ছ না, দুর্বিপাকের বন্যায় তুমি তলিয়ে গেছ।


আমি নেমে যাচ্ছিলাম মৃতলোকে, যেখান থেকে বেরিয়ে আসার সকল দুয়ার রুদ্ধ। কিন্তু তবুও হে প্রভু, আমার ঈশ্বর তুমিই আমাকে উদ্ধার করলে অন্ধকূপ থেকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন