Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 হে ঈশ্বর, তোমার অধিকারভুক্ত দেশ রুক্ষ শুষ্ক হলে তাকে তুমি করেছিলে উজ্জীবিত পর্যাপ্ত বারিবর্ষণে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 হে আল্লাহ্‌, তুমি পানির ধারা বর্ষালে, তোমার অধিকার ক্লান্ত হলে তুমিই তা সুস্থির করলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তুমি প্রচুর বৃষ্টিধারা দিলে, হে ঈশ্বর; তোমার পরিশ্রান্ত অধিকারকে তুমি সতেজ করে তুললে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 হে ঈশ্বর, তুমি জলধারা বর্ষাইলে, তোমার অধিকার ক্লান্ত হইলে তুমিই তাহা সুস্থির করিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 একটা পরিশ্রান্ত ও প্রাচীন ভূখণ্ডকে পুনরায় সতেজ করার জন্য আপনি বৃষ্টি পাঠিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তুমি, ঈশ্বর, প্রচুর বৃষ্টি পাঠালে; তোমার অধিকার ক্লান্ত হলে তুমি তা সুস্থির করলে।

অধ্যায় দেখুন কপি




গীত 68:9
10 ক্রস রেফারেন্স  

তাহলে তিনি যথাসময়ে তোমাদের দেশে শরৎ ও বসন্ত ঋতুতে বৃষ্টি বর্ষণ করবেন আর তার ফলে তোমরা তোমাদের শস্য, দ্রাক্ষারস ও তেল সংগ্রহ করতে পারবে।


আমার পবিত্র পর্বতের চারিদিকে আমি তাদের বসতি করাব। প্রয়োজনের দিনে সেখানে তাদের আমি বৃষ্টিধারা দিয়ে আশীর্বাদ করব।


প্রভু পরমেশ্বর অগ্নি পরিবেষ্টিত হয়ে সিনাই পর্বতের উপরে নেমে এলেন। সমগ্র পর্বত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। চুল্লীর ধোঁয়ার মত সেই ধোঁয়া আকাশে উঠতে লাগল। ভয়ে কাঁপতে লাগল সমস্ত লোক।


সেয়ীর থেকে যেদিন তুমি নেমে এলে হে প্রভু ইদোমের দেশ থেকে করলে অভিযান, পৃথিবী সেদিন হল কম্পমান, আকাশ হল বর্ষণমুখর মেঘপুঞ্জ করল বারি বর্ষণ।


তুমিই ইসরায়েলের সেই আরাধ্য ঈশ্বর যাঁর উপস্থিতিতে সিনাই হয়েছিল শিহরিত, তোমারই সাক্ষাতে গিরিরাজী হল কম্পিত।


প্রভু তাঁকে বললেন, বাইরে বেরিয়ে এসে এই পাহাড়ের চূড়ায় আমার সামনে দাঁড়াও। এই বলে প্রভু তার সামনে দিয়ে চলে গেলেন এবং পাঠিয়ে দিলেন প্রচণ্ড ঝড়। সেই ঝড় পাহাড় ফাটিয়ে দিল, ভেঙ্গে ফেলল পাহাড়ের সমস্ত পাথর। প্রভু কিন্তু সেই ঝড়ের মধ্যে ছিলেন না। ঝড় থেমে গেলে শুরু হল ভূমিকম্প।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন