Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 পরিবার পরিজনের মাঝে, নিঃসঙ্গকে প্রতিষ্ঠিত করেন ঈশ্বর, বন্দীদের তিনি করেন মুক্তিদান, রাখেন কুশলে, কিন্তু তাঁর অবাধ্য যারা তাদের বাসভূমি হবে ঊষর মরু।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আল্লাহ্‌ সঙ্গীহীনদেরকে পরিবারে মধ্যে বাস করান, তিনি বন্দীদেরকে মুক্ত করে সহিসালামতে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 যারা একা থাকে ঈশ্বর তাদের পরিবার দেন, তিনি বন্দিদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বসবাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 ঈশ্বর সঙ্গিহীনদিগকে পরিবার মধ্যে বাস করান, তিনি বন্দিগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 সঙ্গীহীন লোককে ঈশ্বর গৃহ দেন; ঈশ্বর তাঁর লোকদের কারাগার থেকে মুক্ত করেন, তারা ভীষণ সুখী। কিন্তু যে লোকরা ঈশ্বরের বিরোধিতা করবে তারা রৌদ্র দগ্ধ মরুভূমিতে বাস করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 ঈশ্বরের পরিবারের মধ্যে একাকীদেরকে পরিবারে বাস করান; তিনি বন্দিদেরকে মুক্ত করে, কুশলে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ জমিতে বাস করে।

অধ্যায় দেখুন কপি




গীত 68:6
18 ক্রস রেফারেন্স  

তিনি বন্ধ্যাকে করেন সমাদৃতা, করেন তাকে সন্তানের আনন্দময়ী মাতা। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।


দীন অভাজনের আবেদনে সাড়া দেন প্রভু, অবহেলা করেন না কখনও বন্দীদশায় পতিত আপন ভক্তকে।


নিবিড় তমসার আঁধার থেকে তিনি ওদের মুক্ত করলেন, ওদের সকল বন্ধন করলেন ছিন্ন।


ওরা বসেছিল অন্ধকারে, নিবিড় তিমিরে, দুর্দশার লৌহশৃঙ্খলে আবদ্ধ ছিল ওরা।


প্রভু পরমেশ্বরের আত্মা অধিষ্ঠিত আমার উপরে, তিনি অভিষিক্ত করেছেন আমায়, প্রেরণ করেছেন, দীনদরিদ্রের কাছে শুভসংবাদ পৌঁছে দিতে, আরোগ্য করে দিতে ভগ্ন হৃদয়ের দুঃখ বেদনা, বন্দীকে শোনাতে মুক্তির বাণী, কারারুদ্ধ মানুষকে শোনাতে কারামুক্তির সুসংবাদ।


তিনি নিপীড়িতদের পক্ষে করেন ন্যায়বিচার, আহার তুলে দেন বুভুক্ষুদের মুখে, বন্দীদের দেন মুক্তি।


শাস্ত্রে আছেঃ আনন্দ কর, হে সন্তানহীনা বন্ধ্যা নারী, উল্লাসে করর জয়ধ্বনি, যদিও তুমি সন্তান করনি ধারণ! কারণ স্বামী সোহাগিনীর চেয়ে পরিত্যক্তা হবে সেই স্ত্রী যে অধিক সন্তানের জননী।


ভোগসপুখে পরিতৃপ্তের দল অন্নের জন্য হল মজুর আর যারা ছিল বুভুক্ষু তারা পেল ক্ষুধার শান্তি বন্ধ্যা হল সপ্তপুত্রের জননী বহুপুত্রবতী হল রিক্তা।


এমন সময় হঠাৎ প্রচণ্ড ভূমিকম্পে কারাগারের ভিত্তি নড়ে উঠল এবং সঙ্গে সঙ্গে কারাগারের সমস্ত দরজা খুলে গেল। খুলে পড়ল বন্দীদের হাত-পায়ের শৃঙ্খল।


দেশবাসীর অনাচারের জন্য সুফলা দেশকে তিনি পরিণত করেন ঊষর প্রান্তরে।


কিন্তু আমি যাকোবকেই ভালবেসেছি, এষৌকে করেছি ঘৃণা। আমি তার বসতি এলাকা বিধ্বস্ত করেছি, উত্তরাধিকারসূত্রে পাওয়া তার বাসভূমিকে পরিণত করেছি শিয়ালের আস্তানায়।


তা না হলে আমি তাকে বিবসনা করে জন্মের সময় তার যে অবস্থা ছিল, সেই অবস্থা করব। আমি তার দশা রিক্ত প্রান্তর ও ঊষর মরুভূমির মত করব। তৃষ্ণায় করব তার প্রাণহরণ।


অনাথ ও বিধবাদের পক্ষ হয়ে তিনি বিচার নিষ্পত্তি করেন এবং প্রবাসীকে ভালবেসে অন্নবস্ত্র দেন।


কিন্তু তুমি তো সবই দেখ, উৎপীড়ন আর হিংসা তোমার দৃষ্টি এড়ায় না। স্বহস্তে তুমি তার কর প্রতিকার। হতভাগ্য অনাথ-আতুর তোমারই শরণাগত চিরকাল তুমিই তাদের সহায়।


কারণ তাদের রক্ষাকর্তা প্রভু শক্তিমান, তিনিই তোমার বিরুদ্ধে তাদের পক্ষ সমর্থন করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন