Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 মিশর থেকে আসবে রাজদূতেরা, ইথিওপিয়াবাসী শীঘ্রই ঈশ্বরের উদ্দেশে কৃতাঞ্জলিপুটে করবে শ্রদ্ধানিবেদন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 মিসর থেকে প্রধান প্রধান লোক আসবে; ইথিওপিয়া শীঘ্র আল্লাহ্‌র কাছে হাত বাড়াবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 মিশর থেকে রাজদূতের দল আসবে; কূশ নিজেদেরকে ঈশ্বরের সামনে সমর্পণ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 মিসর হইতে প্রধান প্রধান লোক আসিবে; কূশ শীঘ্র ঈশ্বরের কাছে কৃতাঞ্জলি হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 ওদের দিয়ে মিশর থেকে ধন-সম্পদ আনয়ন করুন। ঈশ্বর, কূশীয়রা যেন ওদের সম্পদ আপনার কাছে নিয়ে আসে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 মিশর থেকে প্রধান প্রধান লোক আসবে; কুশ শীঘ্র ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হবে।

অধ্যায় দেখুন কপি




গীত 68:31
11 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর ইসরায়েলকে বলেছেন, মিশর ও সুদানের ঐশ্বর্যসম্ভার হবে তোমার, শেবা দেশের দীর্ঘকায় মানুষ হবে তোমার ক্রীতদাস অনুসরণ করবে তোমার শৃঙ্খলে আবদ্ধ হয়ে। তোমার কাছে প্রণত হয়ে স্বীকার করবে তারা, ঈশ্বর সঙ্গে আছেন তোমার একমাত্র তিনিই ঈশ্বর।


নীল নদীর ওপারে, দূর-দূরান্ত থেকে আমার প্রবাসী ভক্তেরা ও তাদের কন্যারা আমার কাছে আনবে নৈবেদ্য।


যদি আমরা ভুলে যেতাম আমাদের আরাধ্য ঈশ্বরকে, যদি অঞ্জলি দিতাম অন্য দেবতার চরণে,


আমি প্রসারণ করি অঞ্জলি আমার তোমার উদ্দেশে। ঊষর মরুর মত তৃষিত আমার প্রাণ তোমারই তরে। সেলা


এবং জানবে, একমাত্র আমিই তাদের দণ্ডদানে সক্ষম। কিন্তু তাদের মধ্যে কিছু লোককে আমি নিষ্কৃতি দেব এবং প্রেরণ করব তাদের নানা জাতি ও দূরতম দেশের মানুষের কাছে, যারা কোনদিন শোনে নি আমার যশের কথা, প্রত্যক্ষ করে নি আমার প্রতাপ ও মহিমা। আমি তাদের পাঠাব স্পেন, লিবিয়া ও ইথিওপিয়াতে তাদের নিপুণ ধনুর্ধরদের কাছে পাঠাব তাদের তুবল ও গ্রীস দেশে। এই সমস্ত দেশের জাতিবর্গের কাছে তারা ঘোষণা করবে আমার মহিমার কথা।


দুঃখে আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, প্রতিদিন আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, তোমারই দিকে প্রসারিত করি হাত নিয়ত প্রার্থনায়।


তারপর শলোমন ইসরায়েলী জনমণ্ডলীর সামনে প্রভু পরমেশ্বরের বেদীর সামনে গিয়ে দাঁড়ালেন এবং স্বর্গের দিকে দুহাত তুলে বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন