গীত 68:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)31 মিশর থেকে আসবে রাজদূতেরা, ইথিওপিয়াবাসী শীঘ্রই ঈশ্বরের উদ্দেশে কৃতাঞ্জলিপুটে করবে শ্রদ্ধানিবেদন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 মিসর থেকে প্রধান প্রধান লোক আসবে; ইথিওপিয়া শীঘ্র আল্লাহ্র কাছে হাত বাড়াবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 মিশর থেকে রাজদূতের দল আসবে; কূশ নিজেদেরকে ঈশ্বরের সামনে সমর্পণ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 মিসর হইতে প্রধান প্রধান লোক আসিবে; কূশ শীঘ্র ঈশ্বরের কাছে কৃতাঞ্জলি হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 ওদের দিয়ে মিশর থেকে ধন-সম্পদ আনয়ন করুন। ঈশ্বর, কূশীয়রা যেন ওদের সম্পদ আপনার কাছে নিয়ে আসে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 মিশর থেকে প্রধান প্রধান লোক আসবে; কুশ শীঘ্র ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হবে। অধ্যায় দেখুন |
এবং জানবে, একমাত্র আমিই তাদের দণ্ডদানে সক্ষম। কিন্তু তাদের মধ্যে কিছু লোককে আমি নিষ্কৃতি দেব এবং প্রেরণ করব তাদের নানা জাতি ও দূরতম দেশের মানুষের কাছে, যারা কোনদিন শোনে নি আমার যশের কথা, প্রত্যক্ষ করে নি আমার প্রতাপ ও মহিমা। আমি তাদের পাঠাব স্পেন, লিবিয়া ও ইথিওপিয়াতে তাদের নিপুণ ধনুর্ধরদের কাছে পাঠাব তাদের তুবল ও গ্রীস দেশে। এই সমস্ত দেশের জাতিবর্গের কাছে তারা ঘোষণা করবে আমার মহিমার কথা।