Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 নলবনের বন্যপশুরূপ মিশরকে তুমি কর ভর্ৎসনা, তিরস্কার কর বৃষপালরূপ জাতিবৃন্দকে, তিরস্কার কর যুব বৃষস্বরূপ মত্তযোদ্ধাদের, যুদ্ধপ্রিয় জাতিসমূহকে তুমি কর ছিন্নভিন্ন, যতদিন না তারা স্বর্ণ-রৌপ্যের অর্ঘ্য নিয়ে আনত হয় তোমার চরণে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তুমি নল-বনের বন্যপশুকে ভর্ৎসনা কর, জাতিদের বাছুরগুলোকে ও ষাঁড়গুলোকে ভর্ৎসনা কর; তারা প্রত্যেকে বিনীত হয়ে রূপার থান পায়ের তলায় রাখুক; যেসব জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাদেরকে ছিন্নভিন্ন করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 নলবনের মধ্যে বন্যপশুকে তিরস্কার করো, জাতিদের বাছুরদের মধ্যে বলদের পালকে তিরস্কার করো। নম্র হয়ে, বন্যপশুরা রুপোর দণ্ড নিয়ে আসুক। যারা যুদ্ধ ভালোবাসে তাদের ছিন্নভিন্ন করে দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 তুমি নলবনের বন্যপশুকে ভর্ৎসনা কর, বৃষদের মণ্ডলীকে ও জাতিগণের গোবৎসদিগকে ভর্ৎসনা কর; তাহারা প্রত্যেকে রৌপ্যের থান লইয়া পদতলস্থ হউক; যে যে জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 আপনি যা চান আপনার দণ্ড ব্যবহার করে, ঐসব জন্তুদের দিয়ে আপনি তাই করান। ঐসব জাতির ষাঁড় ও গোরুদের আপনার অনুগত করুন। ওই সব জাতিকে আপনি যুদ্ধে পরাজিত করেছেন। ওদের দিয়ে আপনার কাছে রূপো আনয়ন করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 নলবনের বন্যপশুকে তিরস্কার কর, ষাঁড়দের মণ্ডলীকে ও জাতিদের বাছুরকে তিরস্কার কর; যারা শ্রদ্ধা চায় তাদেরকে তোমার পায়ের নিচে নিক্ষিপ্ত কর; যে জাতি যুদ্ধে ভালবাসে, তিনি তাকে ছিন্নভিন্ন করলেন।

অধ্যায় দেখুন কপি




গীত 68:30
21 ক্রস রেফারেন্স  

তোমাদের মধ্যে যে বিরোধ ও কলহ-বিবাদ হয়, তার উৎস কোথায়? তোমাদের সত্তার গভীরে দৈহিক কামনা-বাসনার যে অন্তর্দ্বন্দ্ব চলেছে সেখানে নয় কি?


আমার অন্তরতম সত্তা ঈশ্বরের বিধানে আনন্দ প্রকাশ করে,


তুমি বল, সর্বাধিপতি প্রভু মিশররাজকে বলছেনঃ হে হিংস্র দানব, তুমি শুয়ে আছ নদীগর্ভে, আমি তোমার শত্রু। তুমি বলে থাক যে, নীল নদী তোমারই নদী। এ নদী তোমার হাতে গড়া।


প্রভু পরমেশ্বর বলেন, হে ব্যাবিলনবাসী,যদিও আমার সন্তানদের তোমরা করেছ লুণ্ঠন, যদিও উল্লাসে আনন্দে হয়ে উঠেছ উত্তাল, যদিও তোমরা শস্যমর্দনকারিণী গাভীর মত চলেছ, হ্রেষাধ্বনি করেছ অশ্বের মত,


দেশের পশু ও মানবকুল নির্বিশেষে নিমিষে নিহত হবে, রক্তে লাল হয়ে যাবে মাটি, মেদে পূর্ণ হবে চারিদিক।


কিন্তু আমি শান্তিপ্রিয়, তাই শান্তির কথা যখন বলি আমি তখন ওরা চায় যুদ্ধ।


তুমিই সমুদ্রদানব রাহাবকে চূর্ণবিচূর্ণ করেছ, ধ্বংস করেছ তাকে, ছিন্নভিন্ন করেছ শত্রুদেরমহাপরাক্রান্ত বাহুবলে।


আমার আদেশ শোনা মাত্রই তারা হয় আমার আজ্ঞাবহ, সমস্ত জাতি নতিস্বীকার করে আমার সম্মুখে।


অন্যথায় ক্রুদ্ধ হবেন তিনি পথেই হবে তোমাদের বিনাশ, কারণ মুহূর্তে প্রজ্বলিত হয় তাঁর ক্রোধ, ধন্য তারা, যারা তাঁর শরণাগত।


সে পদ্মবনে শয়ন করে, বিচরণ করে নলবনের আড়ালে, জলাভূমিতে।


এ ছাড়াও বণিকদের কাছে আদায় বাবদ শুল্ক ব্যবসাবাণিজ্যের লাভ, আরব দেশের রাজন্যবর্গ ও ইসরায়েলের বিভিন্ন রাজ্য থেকে রাজস্বস্বরূপ প্রচুর সোনা ও রূপো আদায় হত।


তাঁরা প্রত্যেকে সোনা, রূপোর দ্রব্যাদি, মহার্ঘ পোষাক, অস্ত্রশস্ত্র, সুগন্ধি মশলা, ঘোড়া ও খচ্চর ইতাদি উপহার নিযে আসতেন। বছরের পর বছর এমনটিই চলত।


তার্শিশ ও দ্বীপপুঞ্জের নৃপতিরা তাঁকে প্রদান করুক উপহার সামগ্রী, শিবা ও সােবার রাজারা আনুক রাজস্ব।


বহু দেশের লোক ও শক্তিশালী জাতিসমূহ তাঁর আরাধনা ও অনুগ্রহ ভিক্ষা করতে জেরুশালেমে আসবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন