Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 যেন শত্রুরক্তে সিঞ্চিত হয় তোমার চরণ, তোমাদের সারমেয়কুল যেন লেহন করতে পারে শত্রুশোণিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 যেন তোমার চরণ রক্তে ডুবাতে পার, যেন তোমার কুকুরদের জিহ্বা তোমার দুশমনদের থেকে অংশ পায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 যেন তোমার পা তোমার বিপক্ষদের রক্তের মধ্যে দিয়ে হাঁটতে পারে, এবং তোমার কুকুরদের জিভ যেন তাদের ভাগ পায়।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 যেন তোমার চরণ রক্তে ডুবাইতে পার, যেন তোমার কুকুরদের জিহ্বা [তোমার] শত্রুগণ হইতে অংশ পায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 তোমরা তাদের রক্তের ওপর দিয়ে হাঁটতে পারবে। তোমাদের কুকুর ওদের রক্ত চেটে খাবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 যাতে তুমি তোমার শত্রুকে পিষে ফেলতে পার, যেন তোমার পা রক্তে ডুবিয়ে দাও এবং যেন তোমরা কুকুরদের জিভ তোমার শত্রুদের থেকে অংশ করে নিতে পারে।”

অধ্যায় দেখুন কপি




গীত 68:23
7 ক্রস রেফারেন্স  

দুর্জনের এই শাস্তি দেখে আনন্দিত হবে ধার্মিকেরা, তার রক্তে তারা করবে পাদপ্রক্ষালন।


তাকে বল যে আমি স্বয়ং পরমেশ্বর বলছি যে লোকটিকে খুন করেছ, আবার এসেছ তার জমি দখল করতে? আর বল যে প্রভু বলেছেন, যে জায়গায় কুকুরেরা নাবোতের রক্ত চেটে খেয়েছে, ঠিক সেই জায়গায় তোমারও রক্ত কুকুরেরা ঐভাবেই চেটে খাবে।


শমরিয়ার সরোবরের তীরে তাঁর রথটি ধুয়ে পরিস্কার করার সময় কুকুররা তাঁর রক্ত চেটে খেল। এই সরোবরে গণিকারা স্নান করত। এই ভাবে পরমেশ্বরের কথা সফল হল।


কার্‌মেল পাহাড়ের চূড়ায় গিয়ে যদি তারা লুকায় আমি সেখানেও সন্ধান করে তাদের ধরে আনব। আমার সম্মুখ থেকে পালিয়ে গিয়ে তারা যদি সমুদ্রের তলদেশেও আশ্রয় নেয়, আমার নির্দেশে মহানাগ সেখানে তাদের দংশন করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন