Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ধোঁয়া যেমন মিলিয়ে যায় দূরে তেমনি বিদূরিত কর তুমি ওদের। আগুনের মুখে যেমন গলে যায় মোম, ঈশ্বরের সম্মুখে তেমনি বিনষ্ট হোক দুষ্টেরা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 বাতাসে যেমন ধোঁয়া উড়ে যায়, তেমনি তুমি তাদেরকে উড়িয়ে নিয়ে যাও; যেমন আগুনের সম্মুখে মোম গলে যায়, তেমনি আল্লাহ্‌র সম্মুখে দুষ্টরা বিনষ্ট হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তুমি তাদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছ— যেমন আগুনে মোম গলে যায়, ঈশ্বরের সামনে দুষ্টরা সেভাবে বিনষ্ট হোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 যেমন ধূম চালিত হয়, তেমনি তুমি তাহাদিগকে চালিত কর; যেমন অগ্নির সম্মুখে মোম গলিয়া যায়, তেমনি ঈশ্বরের সম্মুখে দুষ্টগণ বিনষ্ট হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ধোঁয়া যেমন বাতাসে উড়ে যায়, তেমনি আপনার শত্রুরা যেন ছত্রভঙ্গ হয়। মোম যেমনভাবে আগুনে গলে যায়, তেমনই করে যেন আপনার শত্রুরাও ধ্বংস হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 যেমন দূরে ধোঁয়া চালিত হয়; যেমন আগুনের সামনে মোম গলে যায়, তেমনি ঈশ্বরের সামনে দুষ্টরা বিনষ্ট হোক।

অধ্যায় দেখুন কপি




গীত 68:2
17 ক্রস রেফারেন্স  

আগুনের তাপে মোম যেমন সহজেই গলে যায়, তাঁর পদতলে পর্বতগুলি তেমনি বিগলিত হবে, পাহাড়ের ঢাল বেয়ে সবেগে ধাবিত হবে জলধারার মত।


কিন্তু দুর্জনেরা হবে বিনষ্ট, প্রভুর বিরোধী যারা তাদের গৌরব ক্ষণস্থায়ী, যেন প্রান্তরের তৃণদলের শোভা, যা অচিরে লুপ্ত হয়, মিলিয়ে যায় ধোঁয়ার মত।


তাই তারা হবে প্রভাতের কুয়াশা কিম্বা শিশিরের মত, যা অচিরেই হয় অবলুপ্ত, খামার থেকে উড়ে যাওয়া তূষের মতচিম্‌নি থেকে নির্গত ধোঁয়ার মত।


মানুষের পাপাচার আগুনের মত জ্বলে উঠেছে, সে আগুন শ্যাকুল ও কাঁটাবন জ্বালিয়ে দেয়, সে আগুন অরণ্যকে জ্বালিয়ে দেয়, ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে সেখান থেকে।


প্রভুর সম্মুখে, সমগ্র পৃথিবীর অধিপতির সম্মুখে মোমের মত বিগলিত হয় পর্বতরাজি।


শত্রুরা আগুন লাগিয়েছে সেই দ্রাক্ষাকুঞ্জে, ধ্বংস করেছে তাকে নির্মমভাবে। তোমার রোষাগ্নি নেমে আসুক ওদের উপর ধ্বংস হয়ে যাক ওরা।


আগুনের উত্তাপে ফুটন্ত জল যেমন প্রকম্পিত হয়, তেমনি মহাত্রাসে কম্পিত হবে তারা। নেমে এস তুমি, হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুকুলের সামনে প্রকাশ কর তোমার দৃপ্ত তেজ। জাতিবৃন্দ আতঙ্কে কম্পিত হোক তোমার সাক্ষাতে!


কী ভয়ঙ্কর! হে ঈশ্বর, মহাভয়ঙ্কর তুমি! তোমার ক্রোধের উদ্রেক হলে কে দাঁড়াতে পারে তোমার সম্মুখে?


নিঃশেষিত আমার সমস্ত শক্তি মাটিতে ঢেলে ফেলা জলের মত, বক্ষপঞ্জরে হৃদয় আমার মোমের মতই বিগলিত।


আর সিন্দুকটি যখন যাত্রা শুরু করত তখন মোশি বলতেনঃ উত্থিত হও হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুরা হোক ছত্রভঙ্গ, বিদ্বেষীরা করুক পলায়ন তোমার সম্মুখ হতে।


যোযাব সসৈন্যে সিরিয় সেনাদের আক্রমণ করতে এগিয়ে চললেন। তারা ভয়ে পালিয়ে গেল।


সিরিয় সৈন্যদল ইসরায়লী সৈন্যদলের কাছে পরাজিত হয়ে পালাল। দাউদ সিরিয় সৈন্যদলের সাতশো রথী এবং চল্লিশ হাজার অশ্বারোহী সৈন্যকে বধ করলেন। সেনাপতি শোবকও আহত হলেন এবং যুদ্ধক্ষেত্রেই মারা গেলেন।


তুমি যখন আমাদের পক্ষে যুদ্ধ কর তখন জাতিবৃন্দ রণকোলাহল শুনে পলায়ন করে।


কেন তোমাদের শক্তিধর দেবতা আপিস-এর হল পতন? প্রভু পরমেশ্বর আঘাত করেছেন তাকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন