গীত 66:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)8 হে জাতিবৃন্দ, আমাদের ঈশ্বরের স্তব কর, ধ্বনিত হোক তাঁর গৌরবগাথা তাঁরই উদ্দেশে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 হে জাতিরা, আমাদের আল্লাহ্র শুকরিয়া কর, তাঁর প্রশংসা-ধ্বনি যেন শোনা যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সমস্ত লোক, তোমরা আমাদের ঈশ্বরের প্রশংসা করো, তাঁর প্রশংসার ধ্বনি শোনা যাক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 হে জাতিগণ, আমাদের ঈশ্বরের ধন্যবাদ কর, তাঁহার প্রশংসাধ্বনি শ্রবণ করাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 হে জনগণ, আমাদের ঈশ্বরের প্রশংসা কর। তাঁর কাছে উচ্চস্বরে প্রশংসা গান গাও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 হে, জাতিরা, আমাদের ঈশ্বরের প্রশংসা কর এবং তাঁর প্রশংসাধ্বনি শোনা উচিত। অধ্যায় দেখুন |
কিন্তু এবার তুমি এই সমস্ত স্থানে আবার শুনবে বিবাহ-উৎসবের আনন্দ ও উল্লাসধ্বনি। আমার মন্দিরে তারা আবার আমার কাছে আনবে কৃতজ্ঞতার উপহার। তুমি শুনতে পাবে তাদের সঙ্গীতধ্বনি। তারা বলবে: সর্বাধিপতি প্রভুর চরণে নিবেদন কর কৃতজ্ঞতা, তিনি মঙ্গলময়, তাঁর প্রেম অনন্তকাল স্থায়ী। এ দেশকে আমি আগের মতই সুসমৃদ্ধ ও ঐশ্বর্যশালী করে তুলব। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।