Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 66:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সমগ্র পৃথিবী প্রণিপাত করবে তেমার সম্মুখে, করবে তোমায় জয়গান, কীর্তন করবে তোমার মহানাম। সেলা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 সমস্ত দুনিয়া তোমার কাছে সেজ্‌দা করবে, ও তোমার উদ্দেশে কাওয়ালী করবে; তারা তোমার নাম ঘোষণা করবে। [সেলা।]

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সমস্ত পৃথিবী তোমার সামনে অবনত হয়; তারা তোমার প্রশংসাগান গায়, তারা তোমার নামের প্রশংসাগান গায়।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সমস্ত পৃথিবী তোমার কাছে প্রণিপাত করিবে, ও তোমার উদ্দেশে সঙ্গীত করিবে; তাহারা তোমার নাম কীর্ত্তন করিবে। সেলা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 সারা পৃথিবী যেন আপনার উপাসনা করে। প্রত্যেকে যেন আপনার নামের প্রশংসা করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 সমস্ত পৃথিবী তোমার আরাধনা করবে এবং তোমার উদ্দেশ্যে সঙ্গীত করবে; তারা তোমার নামে মহিমা করবে। সেলা

অধ্যায় দেখুন কপি




গীত 66:4
12 ক্রস রেফারেন্স  

পৃথিবীর সকল প্রান্তের মানুষ স্মরণ করবে তাঁকে, ফিরে আসবে তারা প্রভুর কাছে। সকল জাতির সকল গোষ্ঠীই হবে তোমার সম্মুখে আভূমি আনত।


সর্বজাতি প্রশস্তি কর প্রভু পরমেশ্বরের, সর্বমানবকুল, কীর্তন কর তাঁর মহিমা।


হে প্রভু, তোমাকে কে না ভয় করে? কে না গায় তোমার নামের মহিমা? কারণ একমাত্র তুমিই পবিত্র, সর্বজাতি তোমারই আরাধনা করবে কারণ প্রকাশিত হয়েছে তোমার ন্যায়বিচার।”


উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।


তাঁকে অর্পণ করা হল কর্তৃত্ব, মাহাত্ম্য ও শাসনক্ষমতা, যেন সমস্ত ভাষাভাষী মানুষ সব জাতি ও গোষ্ঠীর লোকেরা তাঁর পদানত হয়। চিরস্থায়ী হবে তাঁর কর্তৃত্ব। পতন হবে না তাঁর রাজদণ্ডের।


ঈশ্বরের পবিত্র পর্বত সিয়োনে হিংসা বা বিনাশের লেশমাত্র থাকবে না। সমুদ্র যেমন অগাধ জলে পরিপূর্ণ, এই ধরণীও তেমনি পূর্ণ হবে ঈশ্বরের সম্যক জ্ঞানে।


হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, মহাশ্চর্য কর্ম সাধনে তুমি করে থাক আমাদের পরিত্রাণ, সাড়া দিয়ে থাক আমাদের ডাকে। একমাত্র তুমিই সসাগরা এই ধরিত্রীর আশা ও ভরসা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন