Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 65:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 অধর্মের ভারে যখন আমরা বিপর্যস্ত তখন শুধু তুমিই স্খালন করে থাক আমাদের অপরাধ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 অপরাধগুলো আমার থেকেও প্রবল, তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমরা যখন আমাদের পাপে ভারাক্রান্ত ছিলাম, তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 অপরাধসমূহ আমা হইতে প্রবল; তুমি আমাদের অধর্ম্ম সকল মার্জ্জনা করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায়, তখন আপনি সেই পাপ ভার লাঘব করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পাপ আমাদের বিরুদ্ধে জয়ী হয়েছে; আমাদের পাপের জন্য তুমি আমাদের ক্ষমা কর।

অধ্যায় দেখুন কপি




গীত 65:3
21 ক্রস রেফারেন্স  

অপরাধের পঙ্কে আমি ডুবে আছি, আমার পক্ষে গুরুভার সেই বোঝা।


তাহলে যিনি চিরজীবী আত্মার সাহায্যে নিজেকে নিষ্কলঙ্ক বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রীষ্টেরর রক্ত কত না অধিক প রিমাণে জাগ্রত ঈশ্বরের আরাধনার জন্য আমাদের বিবেককে শুচি করে প্রাণহীন ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত করতে পারে।


হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, তোমার নামের মহিমার জন্য সহায়তা কর আমাদের। তোমার নামের গুণে আমাদের উদ্ধার কর, মার্জনা কর আমাদের যত অপরাধ।


কারণ দেহের কামনা আত্মার অভিলাষের বিরোধী। আত্মা আর জৈব প্রকৃতি পরস্পরবিরোধী বলে এদের আকর্ষণ বিপরীতমুখী। ফলে তোমরা যা করতে চাও তা করতে পার না।


সেই জ্বলন্ত অঙ্গার দিয়ে আমার ওষ্ঠাধর স্পর্শ করে বললেন, এই অঙ্গার তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে। এবার ঘুচে গেল তোমার অপরাধ, ক্ষমা করা হল তোমার পাপ।


সীমাহীন বিপদজালে আমি বেষ্টিত, আমার পাপরাশি আমায় করেছে নিমজ্জিত, আমার দৃষ্টি করেছে আচ্ছন্ন। আমার মস্তকের কেশরাশির চেয়েও সেগুলি সংখ্যায় অধিক, বিভ্রান্ত আজ আমার চিত্ত।


এবং ‘বিশ্বস্ত সাক্ষী, ‘মৃতলোক থেকে প্রথমজাত’ ও ‘পৃথিবীর রাজাধিরাজ’ যীশুখ্রীষ্টের কাছ থেকে,অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক।যিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত সিঞ্চন করে আমাদের পাপমুক্ত করেছেন


সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে।


পরের দিন যোহন যীশুকে তাঁর কাছে আসতে দেখে বললেন, ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি হরণ করেন।


এসোব লতা দিয়ে শোধন কর আমায়, তাহলে আমি হব নির্মল। ধৌত কর আমায় আমি হব তুষারের চেয়েও শুভ্র।


প্রভু তাঁকে বললেন, তোমার নিবেদন আমি শুনেছি। তোমার নির্মিত মন্দির আমি পবিত্র করেছি। এখানে চিরকাল আমার আরাধনা হবে আমি সর্বদা এর প্রতি দৃষ্টি রাখব এবং একে রক্ষা করব।


নবী যিশাইয় তখন রাজা হিষ্কিয়ের কাছে বলে পাঠালেন, ইসরায়েলের ঈশ্বর প্রভু বলেছেন, আসিরিয়ার রাজা সেনাখেরিব সম্পর্কে তোমার প্রার্থনা আমি শুনেছি।


ফিরে যাও, আমার প্রজাদের অধ্যক্ষ হিষ্কিয়কে বল, তোমার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর প্রভু বলেছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার চোখের জল দেখেছি। আমি তোমায় সুস্থ করব। তিন দিনের দিন তুমি প্রভুর মন্দিরে যাবে।


প্রতি অমাবস্যায় এবং প্রতি সাব্বাথ দিনে সমস্ত মানুষ এই জেরুশালেমে সমবেত হয়ে আমার আরাধনা করবে, এই কথা বলেছেন প্রভু পরমেশ্বর।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার শক্তি,আমার রক্ষক, বিপদে আপদে তুমিই আমার সহায়। পৃথিবীর প্রান্ত থেকে লোকে তোমার কাছে আসবে এবং বলবে, ‘আমাদের পিতৃপুরুষদের অলীক দেবতা ছাড়া কিছুই ছিল না। এগুলি অসার প্রতিমা ছাড়া কিছু নয়।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন