Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 64:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কিন্তু ঈশ্বর নিক্ষেপ করবেন তাঁর বাণ ওদের উপর, অকস্মাৎ ওরা হবে আহত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কিন্তু আল্লাহ্‌ তাদেরকে বাণবিদ্ধ করবেন, অকস্মাৎ তারা বাণে আহত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 কিন্তু ঈশ্বর তাঁর তির তাদের দিকে নিক্ষেপ করবেন, হঠাৎ আঘাতে তারা ভূপতিত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কিন্তু ঈশ্বর তাহাদিগকে বাণ মারিবেন, অকস্মাৎ তাহারা বাণে আহত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 কিন্তু ঈশ্বরও ওদের দিকে “তীর” নিক্ষেপ করতে পারেন! এটা জানতে পারার আগেই দুষ্ট লোকরা জখম হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কিন্তু ঈশ্বর তাদেরকে শিকার করবেন, তারা হঠাৎ তীরের দ্বারা আহত হবে।

অধ্যায় দেখুন কপি




গীত 64:7
18 ক্রস রেফারেন্স  

এই জন্য অকস্মাৎ তার বিপদ ঘনাবে, হঠাৎ নেমে আসবে চরম আঘাত, সে আঘাত নিরাময় হবে না কখনও।


শর নিক্ষেপ করে তিনি তাদের করলেন ছিন্নভিন্ন, অসংখ্য বিদ্যুৎচমকে তারা হল ছত্রভঙ্গ।


তোমরা অপরাধী। তোমাদের পাপ এমন একটি উঁচু দেওয়ালের মত, যাতে ফাটল ধরে পড়ে যাবার উপক্রম হয়েছে, হঠাৎ মুহূর্তের মধ্যে সব তোমাদের উপরে ধসে পড়বে।


সংশোধনের জন্য তিরস্কার করলেও যে নিজের জিদ ছাড়ে না, অকস্মাৎ একদিন তার পতন হবে আর কখনও সে উঠবে না।


পলকে ওদের হয় পদস্খলন, ওরা নিঃশেষ হয়ে যায় মহাত্রাসে।


সর্বশক্তিমান ঈশ্বর তাঁর শরজালে বিদ্ধ করেছেন আমাকে, সেগুলির বিষে দেহ আমার জর্জরিত, ঈশ্বর পরিচালনা করেছেন এক ভয়াবহ আক্রমণ আমার বিরুদ্ধে।


আমার শরসমূহকে কবর প্রমত্ত নিহত ও বন্দীদের শোণিত পানে, তাদের মাংস ভক্ষণ করবে আমার তরবারি, শত্রু সেনানীর মস্তক করবে লেহন।


তাদের উপর আমি চাপিয়ে দেব অন্তহীন অমঙ্গলের বোঝা, নিক্ষেপ করব আমার শরজাল তাদের দিকে।


তখন মাঠে দুজন লোক থাকলে, একজনকে তুলে নেওয়া হবে, অন্যজন পরিত্যক্ত হবে।


কিন্তু একজন সিরীয় সৈন্য আন্দাজে তীর ছুড়লে হঠাৎই সেটা রাজা আহাবের বর্মের জোড়ের মধ্যে দিয়ে শরীরে বিদ্ধ হয়ে গেল। তিনি আহত হয়ে সারথিকে বললেন, রথ ঘোরাও, আমাকে যুদ্ধ ক্ষেত্রের বাইরে নিয়ে চল। আমি আহত।


অন্তরাল থেকে ওরা অতর্কিতে নিক্ষেপ করে সেই বাণ নির্দোষ মানুষের প্রতি, নির্লজ্জ মিথ্যায় জর্জরিত করে তাকে কোন লজ্জাভয় নেই ওদের।


জগতে এও এক অদ্ভুত ব্যাপার, ভাল মন্দ সকলেরই একই পরিণতি! মানুষ কুচিন্তায় কুকাজে মত্ত হয়ে জীবন কাটায়, তারপর একদিন চলে যায় মৃতলোকে।


কে বুঝতে পারে মানুষের মন? এর মত প্রতারক আর কিছুই নেই, এর আরোগ্য সম্পূর্ণ অসম্ভব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন