Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 64:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 দুষ্টের গোপন চক্রান্ত দুবৃত্ত জনতার সন্ত্রাস থেকে আমাকে আড়াল করে রাখ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 দুর্বৃত্তদের গূঢ় মন্ত্রণা থেকে, অধর্মচারীদের জনতা থেকে, আমাকে লুকিয়ে রাখ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 দুষ্টদের ষড়যন্ত্র থেকে আর অনিষ্টকারীদের চক্রান্ত থেকে, আমার জীবনকে লুকিয়ে রাখো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 দুরাচারদের গূঢ় মন্ত্রণা হইতে, অধর্ম্মাচারীদের জনতা হইতে, আমাকে সঙ্গোপন কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 শত্রুর গোপন চক্রান্ত থেকে আমায় রক্ষা করুন। ঐ মন্দ লোকেদের কাছ থেকে আমায় লুকিয়ে রাখুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 অন্যায়কারীদের গোপন পরিকল্পনা ও অন্যায়কারীদের অপরাধের থেকে আমাকে লুকিয়ে রাখো।

অধ্যায় দেখুন কপি




গীত 64:2
20 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, শত্রুদের হাত থেকে উদ্ধার কর আমায়, তোমার কাছেই আমি নিয়েছি আশ্রয়।


অত্যাচারীর কবল থেকে মুক্ত কর আমায়, রক্তলোলুপ মানুষের হাত থেকে আমায় বাঁচাও।


একটি গৃহপালিত মেষশাবকের মত আমি সকলকেই বিশ্বাস করতাম। আমি ভাবতেই পারিনি যে তারা আমারই বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করছে। তারা বলছে, এস আমরা এই ফলন্ত গাছটিকে কেটে ফেলি। এস, আমরা তাকে হত্যা করি যেন সে চিরতরে মুছে যায় মানুষের স্মৃতি থেকে।


মানুষের চক্রান্ত থেকে তুমি স্বয়ং আড়াল করে রাখ তাদের, রক্ষা কর বাদ-বিসম্বাদ থেকে, অন্তরালে রাখ তাদের আপন আশ্রয়ে।


সঙ্কটের দিনে আপন আশ্রয়ে তিনি রাখবেন আমায় আড়াল করে, সংগোপনে রাখবেন আমায় আপন শিবিরের অভ্যন্তরে, শৈল শিখরে রাখবেন আমায়, করবেন নিরাপদ।


কিন্তু হে প্রভু পরমেশ্বর, আমাকে হত্যা করার জন্য তুমি তাদের সব ষড়যন্ত্রের কথা জান। তাদের এই মন্দতা তুমি ক্ষমা করো না, মার্জনা করো না তাদের পাপ। পরাজয়ের মাঝে তাদের তুমি ছুঁড়ে ফেল, তোমার ক্রোধ প্রশমিত হওয়ার আগে ওদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা গ্রহণ কর।


ওরা দলবদ্ধ হয়ে চক্রান্ত করে আমার বিরুদ্ধে, লক্ষ্য রাখে আমার গতিবিধির প্রতি, আমার প্রাণনাশের সুযোগের অপেক্ষায় থাকে।


হে প্রভু, আমার শত্রুরা সংখ্যায় অনেক, বহুজন বিদ্রোহ করছে আমার বিরুদ্ধে।


যেন পৌলকে জেরুশালেমে আনানো হয় কারণ তাঁরা পৌলকে পথেই হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন।


তাঁরা প্রত্যেকেই হবেন ঝড়ের দিনের আশ্রয় এবং ঘূর্ণিঝড়ের সময়ে আত্নরক্ষার স্থান স্বরূপ। তাঁরা হবেন মরুভূমিতে জলধারার মত, ঊষর প্রান্তরে বিশাল শৈলের ছায়ার মত।


প্রভু পরমেশ্বর ও তাঁর অভিষিক্ত রাজার বিরুদ্ধে পৃথিবীর রাজারা হয়েছে সংঘবদ্ধ, শাসককুল মন্ত্রণা করছে একযোগে।


প্রভু পরমেশ্বর কয়িনকে বললেন, তুমি কেন ক্রুদ্ধ হয়েছ?


তাই আমি প্রার্থনা করলাম, হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন। আমার বিপক্ষেরা আমার সম্বন্ধে কি বলছে শোন।


এতে অন্য ইহুদীরাও তাদের সঙ্গে যোগ দিয়ে সেই অভিযোগ সমর্থন করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন