Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 63:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 চেয়ে আছি আমি তৃষিত নয়নে তোমার মহিমা দেখাও আমায়, দেখাও তোমার অমিত পরাক্রম তোমারই পুণ্যভূমিতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 এভাবে আমি পবিত্র স্থানে তোমার মুখ চেয়ে থাকতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখবার জন্য।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তোমার পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি এবং তোমার পরাক্রম ও মহিমা আমি দেখেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 এইরূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হ্যাঁ, আপনার মন্দিরে আমি আপনাকে দেখেছি। আপনার শক্তি এবং মহিমাও আমি দেখেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তাই আমি পবিত্রস্থানে তোমার দিকে তাকিয়ে আছি তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখার জন্য।

অধ্যায় দেখুন কপি




গীত 63:2
19 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের কাছে আমি জানিয়েছি শুধু একটি আবেদন, তারই সন্ধানে আমি থাকব নিয়ত, যেন প্রভুরই ভবনে আমি বাস করি আজীবন। যেন দু চোখ ভরে দেখি তাঁর মোহন রূপ, যেন তাঁর মন্দিরে তাঁরই করি ধ্যান।


শক্তি ও সামর্থ্যের জন্য প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা কর, নিয়ত আরাধনা কর তাঁর।


প্রতাপ ও গৌরব তাঁর অগ্রবর্তী, তাঁর পবিত্রস্থানে বিরাজ করে শক্তি ও সৌন্দর্য।


পরমেশ্বরের অন্বেষণ কর শক্তি ভিক্ষা কর তাঁর কাছে, নিয়ত কর তাঁর আরাধনা।


তারা বর্ণনা করে তোমার রাজ্যের গৌরব, বলে তোমার পরাক্রমের কথা।


পবিত্রস্থানের দিকে দুহাত তুলে প্রভু পরমেশ্বরের গুণগান কর।


শত্রুর কবলে তিনি সমর্পণ করলেন আপন গৌরবের প্রতীক ও পরাক্রমের আধার স্বরূপ চুক্তিসিন্দুক।


হে ঈশ্বর, তোমার জয়যাত্রা দেখেছে সর্বজনে, আমার ঈশ্বর, আমার রাজাকে, আমার রাজরাজেশ্বর ঈশ্বরকে ওরা প্রবেশ করতে দেখেছে পবিত্র মন্দিরে।


তোমাকে পুনর্নির্মাণ করতে হে জেরুশালেম, সুশোভিত করতে আমার মন্দির, বিভূষিত করতে আমার নগরী আনা হবে দেবদারু, ওক আর পাইন কাষ্ঠ সর্বোৎকৃষ্ট বৃক্ষের অরণ্য লেবানন থেকে।


হে ঈশ্বর, কপটতায় তুমি প্রীত নও, মন্দকে তুমি দাও না প্রশ্রয়।


চোখের জলে আমার দিন কাটে, সারাদিন লোকে আমায় প্রশ্ন করে, কোথায় তোমার ঈশ্বর?


আমি তখন তোমার বেদীর কাছে যাব হে ঈশ্বর, আমার পরমানন্দের আধার তুমি, তোমারই কাছে যাব আমি। হে ঈশ্বর, আমার আরাধ্য ঈশ্বর, বীণাযন্ত্রে আমি গাইব তোমার বন্দনাগান।


প্রাচুর্য আর উৎকৃষ্ট খাদ্য সম্ভারে, আমি ভরিয়ে দেব পুরোহিতদের, পূর্ণ করব প্রজাবৃন্দের সকল প্রয়োজন। আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন