Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 62:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 মর্যাদার আসন থেকে তাকে বিচ্যুত করার জন্য ওরা শুধু ফন্দী আঁটে। অলীকতায় ওদের আনন্দ, ওরা মুখে শুভেচ্ছা জানায় কিন্তু মনে মনে দেয় অভিশাপ। সেলা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 ওরা কেবল তার উচ্চপদ থেকে তাকে নিপাত করার মন্ত্রণা করছে; ওরা মিথ্যা কথায় আমোদ করে; ওরা মুখে দোয়া করে, কিন্তু অন্তরে বদদোয়া দেয়। [সেলা।]

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তারা নিশ্চয় আমাকে আমার উঁচু স্থান থেকে বিচ্যুত করতে চায়; তারা মিথ্যা কথায় আমোদ করে। তারা মুখ দিয়ে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে অভিশাপ দেয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 উহারা কেবল তাহার উচ্চপদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে; উহারা মিথ্যা কথায় আমোদ করে; উহারা মুখে আশীর্ব্বাদ করে, কিন্তু অন্তরে শাপ দেয়। সেলা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমার গুরুত্ব থাকা সত্ত্বেও ঐসব লোক আমার বিনাশের পরিকল্পনা করছে। আমার সম্পর্কে মিথ্যা বলে ওরা আনন্দ পায়। জনসমক্ষে ওরা আমার সম্পর্কে ভাল কথা বলে কিন্তু গোপনে আমায় অভিশাপ দেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তারা কেবল তাদের সম্মানিয় অবস্হান থেকে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেয়; তারা মিথ্যা কথা বলতে ভালবাসে; তারা মুখে আশীর্বাদ দেয়, কিন্তু অন্তরে অভিশাপ দেয়। সেলা

অধ্যায় দেখুন কপি




গীত 62:4
27 ক্রস রেফারেন্স  

মুখে তার মধুর ভাষণ কিন্তু অন্তরে বৈরীভাব, স্নেহসিক্ত তার আলাপন অন্তরালে তার শাণিত কৃপাণ।


দুর্জন ও অধর্মাচারীর সঙ্গে তুমি উচ্ছেদ করো না আমাকে, ওরা প্রতিবেশীকে শোনায় শান্তির সুমধুর বাণী কিন্তু অন্তরে পোষণ করে নির্মম দুরভিসন্ধি।


সত্যের লেশ নেই ওদের কথায়, হৃদয় ওদের সর্বনাশা চিন্তায় ভরা। কণ্ঠ ওদের খোলা কবরের মত, স্তাবকতায় নিপুণ ওদের জিহ্বা বিষম ছলনায়।


আমার অন্তরতম সত্তা ঈশ্বরের বিধানে আনন্দ প্রকাশ করে,


বিপথগামী, গুণীন, ব্যভিচারী, নরঘাতক, পৌত্তলিক এবং কাজে ও কথায় যারা মিথ্যা ভালবাসে তারা সকলেই থাকবে নগরীর বাইরে।


যারা এসব আচরণ করে তারা মৃত্যুদণ্ডের যোগ্য —ঈশ্বরের এই আদেশ জেনেও তারা এই সমস্ত কাজ করে, শুধু তাই নয়, অন্য যারা এ ধরণের আচরণ করে তাদেরও তারা একাজে উৎসাহ দেয়।


ভালর চেয়ে মন্দই তোমার প্রিয়, সত্যের চেয়ে মিথ্যা বলতেই তুমি ভালবাস। সেলা


শয়তানই তোমাদের জন্মদাতার অভিসন্ধি পূরণ করাই তোমাদের অভিপ্রায়। প্রথম থেকেই সে হত্যাকারী। সে সত্যে প্রতিষ্ঠিত নয়। সত্যের লেশ মাত্র নেই তাই অন্তরে। মিথ্যা বলাই তার স্বভাব। সে মিথ্যাবাদী, মিথ্যার জন্মদাতা।


তাই তাঁরা সতর্ক দৃষ্টি রাখলেন এবং চর পাঠালেন, যেন এরা অন্তরঙ্গতার ভাণ করে তাঁর কথার খুঁত ধরতে পারে। তাহলে তাঁরা তাঁকে রাজ্যপালের কাছে অভিযুক্ত করতে পারবেন।


তখন প্রভু তাকে বললেন, তোমরা ফরিশীরা বাসনপত্রের বাইরের দিকটাই শুধু পরিষ্কার করে থাক কিন্তু তোমাদের অন্তর দৌরাত্ম্য ও দুষ্টতায় পূর্ণ।


পরদিন সকালে পুরোহিত-প্রধানেরা ও সমাজপতিরা সকলে মিলে মন্ত্রণা করতে লাগলেন, কি করে তাঁরা যীশুর মৃত্যু ঘটাতে পারেন।


সেদিন সদ্দুকী সম্প্রদায়ের কয়েকজন লোক তাঁর কাছে এসেছিল। (এরা বলত পুনরুত্থান বলে কিছু নেই)।


ফরিশীরা তখন গিয়ে নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন, কিভাবে তাঁকে তঁরা কথার ফাঁদে ফেলতে পারেন।


হেরোদ যখন বুঝতে পারলেন যে প্রাচ্যের জ্যোতিষীরা তাঁকে প্রতারণা করেছেন, তখন তিনি অত্যন্ত ত্রুদ্ধ হলেন। তিনি তখনই সৈন্য পাঠিয়ে বেথলেহেম ও তার পাশ্ববর্তী অঞ্চলে দু বছর ও তার কম বয়সের যত শিশুপুত্র ছিল তাদের সকলকে হত্যা করালেন। জ্যোতিষীদের কথামত তিনি এই বয়সেরই হিসাব করেছিলেন।


তারা দুষ্কৃতি দিয়ে তাদের রাজাকে, প্রতারণা দিয়ে তাদের শাসককে তুষ্ট করে।


সজ্জন মিথ্যাচরণ ঘৃণা করে, কিন্তু দুষ্টের কার্যকলাপ ঘৃণ্য, লজ্জাজনক।


উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী রসনা, নির্দোষের রক্তপাত করেছে যে হস্ত,


মিথ্যাকে আমি চরম ঘৃণায় করেছি পরিহার, আমি ভালবাসি তোমার বিধান।


জানি, অন্তরের সততাই তোমার কাম্য হৃদয়ের নিভৃতে তাই জ্ঞান শিক্ষা দাও আমাকে।


তোমরা অপরাধী। তোমাদের পাপ এমন একটি উঁচু দেওয়ালের মত, যাতে ফাটল ধরে পড়ে যাবার উপক্রম হয়েছে, হঠাৎ মুহূর্তের মধ্যে সব তোমাদের উপরে ধসে পড়বে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন