Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 60:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 ঈশ্বর তাঁর পবিত্র মন্দির থেকে ঘোষণা করেছেনঃ বিজয়োল্লাসে আমি শিখিমকে বিভক্ত করব, বণ্টন করব সুক্কোত উপত্যকা আমার প্রজাদের মাঝে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আল্লাহ্‌ তাঁর পবিত্র স্থানে প্রতিজ্ঞা করে বলেছেন, আমি উল্লাস করবো, আমি শিখিম বিভাগ করবো, ও সুক্কোতের উপত্যকা পরিমাপ করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে কথা বলেছেন: “জয়ধ্বনিতে আমি শিখিম বিভক্ত করব, সুক্কোতের উপত্যকা আমি পরিমাপ করে দেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন। আমি উল্লাস করিব, আমি শিখিম বিভাগ করিব, ও সুক্কোতের তলভূমি মাপিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 ঈশ্বর তাঁর মন্দিরে কথা বলেছেন এবং এতে আমি খুব খুশী! তিনি বলেছেন, “আমার লোকদের সঙ্গে আমি এই ভূখণ্ড ভাগ করে নেব। আমি ওদের শিখিম দেবো। আমি ওদের সুক্কোতের উপত্যকা দেবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 ঈশ্বর তাঁর পবিত্র স্থানে কথা বলেন, “আমি আনন্দিত হব, আমি শিখিম বিভক্ত করব এবং সুক্কতের উপত্যকা মাপব।

অধ্যায় দেখুন কপি




গীত 60:6
21 ক্রস রেফারেন্স  

এবং উপত্যকায় বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোত, সাফোন ও হিষবোনের রাজা সিহোনের রাজ্যের অবশিষ্টাংশ এবং জর্ডনের পূর্বতীর বরাবর কিন্নেরত হ্রদের প্রান্ত পর্যম্ত তাদের সীমা নির্দিষ্ট হল।


সেই দেশে অব্রাম শেখেম নগরের তীর্থস্থান মোরের ওক বৃক্ষের কাছে উপস্থিত হলেন। সেই সময়ে কনানী জাতির লোকেরা সেই দেশে বাস করত।


আমি আমার পবিত্রতায় দাউদের কাছে একবারই শপথ করেছি, এ শপথ চিরকালের, কখনও হবে না তার ব্যতিক্রম।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আপন পবিত্রতার দিব্য দিয়ে বলেছেন, ঘনিয়ে আসছে সেই দিন, যেদিন হাতে বেড়ি দিয়ে তোমাদের নিয়ে যাওয়া হবে, বড়শীতে গেঁথে নিয়ে যাওয়া হবে তোমাদের শেষ জন পর্যন্ত।


মানুষ পায় যে পরমানন্দ মহাসম্পদ লাভে, সেই আনন্দ লাভ করি আমি তোমার অঙ্গীকারে।


প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, আমি তাঁর স্তুতিগান গাই, আমার সকল ভরসা তিনিই তাই ভীত নই আমি, তুচ্ছ মানুষ কি করবে আমার?


মনঃশি গোষ্ঠীর সীমারেখা ছিল আশের থেকে শেখেমের পূর্বদিকে মিকমথৎ পর্যন্ত। সেখান থেকে ঐ রেখা দক্ষিণে এন-তপুহ নিবাসীদের সীমানা পর্যন্ত গেল।


তুমি দৃঢ় হও, সাহস সঞ্চয় কর, কারণ এদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, তোমার মাধ্যমেই সেই দেশের অধিকার এরা লাভ করবে।


হৃদয় আমার নিষ্পিষ্ট, আমি কাঁপছি থরথর করে। প্রভু পরমেশ্বরের জন্য, তাঁর পরম পবিত্র বাণীর জন্য আমি হয়েছি উন্মাদ।


প্রভু পরমেশ্বর শপথ করেছিলেন দাউদের কাছে, যার অন্যথা করবেন না। তিনি বলেছিলেনঃ তোমার আত্মজ এক সন্তানকে আমি প্রতিষ্ঠিত করব তোমার সিংহাসনে।


একদা তুমি দিব্যদর্শনে তোমার ভক্তকে বলেছিলে: তোমাদের সহায়তার জন্য এক বীরপুরুষকে আমি ভূষিত করেছি রাজমুকুটে, আমার প্রজাদের মধ্যে থেকে করেছি উন্নত এক তরুণকে।


এবার আপনাদের সুযোগ এসেছে। কারণ প্রভু পরমেশ্বর প্রতিজ্ঞা করে বলেছেন যে, আমি আমার দাস দাউদকে দিয়ে ফিলিস্তিনী ও অন্যান্য শত্রুদের হাত থেকে আমার প্রজা ইসরায়েলীদের উদ্ধার করব।


শিখিমের একটি স্থান যাকোব একশো রৌপ্যমুদ্রার বিনিময়ে শিখিমের পিতা হামোরের বংশধরদের কাছ থেকে কিনে নিয়েছিলেন। যোষেফের যে অস্থিগুলি ইসরায়েলীরা মিশর থেকে এনেছিল সেগুলি তারা এই স্থানে সমাধিস্থ করল। সেই স্থানটি যোষেফের বংশধরদের অধিকারভুক্ত হল।


যিহোশূয় ইসরায়েলীদের সকল গোষ্ঠীকে শিখিমের পবিত্র পীঠস্থানে ডেকে একত্র করলেন। ইসরায়েলীদের প্রবীণ নেতৃবৃন্দ গোষ্ঠীপ্রধান, বিচারক ও প্রশাসকদের তিনি ডেকে আনালেন। তাঁরা সেখানে উপস্থিত হলে


ইসরায়েলীরা তখন নপ্তালি গোষ্ঠীর পার্বত্য অঞ্চলে গালীল প্রদেশের কেদেশ, ইফ্রয়িম গোষ্ঠীর পার্বত্য এলাকায় শিখিম, যিহুদা গোষ্ঠীর পার্বত্য এলাকায় কিরিয়াত-অর্বা অর্থাৎ হিব্রোণ এই উদ্দেশে পৃথক করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন