Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 60:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 শত্রুদের বিরুদ্ধে তুমি হও আমাদের সহায়, মানুষের সহায়তা আমাদের উদ্ধারে অক্ষম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য কর; কেননা মানুষ কৃত সাহায্য মিথ্যা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো, কারণ মানুষের সাহায্য নিষ্ফল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য কর; কেননা মনুষ্যের কৃত পরিত্রাণ অলীক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ঈশ্বর, শত্রুদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন! জনগণ আমাদের সাহায্য করতে পারে না!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য কর; কারণ মানুষের সাহায্য অর্থহীন।

অধ্যায় দেখুন কপি




গীত 60:11
8 ক্রস রেফারেন্স  

নির্ভর করো না তোমরা কোন নৃপতির উপর, কোন মর্ত্যমানব পারে না তোমায় করতে উদ্ধার।


শত্রুদের বিরুদ্ধে তুমি হও আমাদের সহায়, মানুষের সাহায্য আমাদের উদ্ধারে অক্ষম।


তিনি ইসরায়েলকে মুক্ত করবেন মোচন করবেন তার সকল অপরাধ।


মিশরীরা দেবতা নয়—তারা মানুষমাত্র। তাদের অশ্ববাহিনী অতিপ্রাকৃত কিছু নয়। প্রভু পরমেশ্বর যখন সক্রিয় হয়ে উঠবেন, তখন পরাক্রান্ত জাতি চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে এবং যে দুর্বল জাতিকে সে সাহায্য করেছিল, তার পতন ঘটবে। তারা দুজনেই ধ্বংস হয়ে যাবে।


মিশরের সাহায্য তাদের কোন কাজে লাগবে না। তাই আমি মিশরের নাম দিলাম রহব, ‘নির্বিষ সমুদ্র দানব’।


ঈশ্বরেরই জন্য নীরবে প্রতীক্ষা করে আমার প্রাণ, তিনিই আমার পরিত্রাতা।


হে ঈশ্বর, রক্ষা কর, উদ্ধার কর ইসরায়েলকে সকল সঙ্কট থেকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন