Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 60:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে ঈশ্বর, তুমি পরিত্যাগ করেছ আমাদের, করেছ ভগ্নচূর্ণ! তুমি ক্রুদ্ধ হয়েছিলে, কিন্তু এবার আমাদের দিকে ফিরে তাকাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে আল্লাহ্‌, তুমি আমাদেরকে পরিত্যাগ করেছ, আমাদেরকে ভগ্ন করেছ, তুমি ক্রুদ্ধ হয়েছ; ফিরে আমাদেরকে পুনঃস্থাপন কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে ঈশ্বর, তুমি আমাদের পরিত্যাগ করেছ আর আমাদের প্রতিরক্ষা ভগ্ন করেছ; তুমি ক্রুদ্ধ হয়েছ—এবার আমাদের পুনরুদ্ধার করো!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, আমাদিগকে ভগ্ন করিয়াছ, তুমি ক্রুদ্ধ হইয়াছ; ফিরিয়া আমাদিগকে স্বস্থ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে ঈশ্বর, আপনি আমাদের ওপর ক্রুদ্ধ ছিলেন। আপনি আমাদের বাতিল করে দিয়েছেন, আমাদের ধ্বংস করে দিয়েছেন। দয়া করে আমাদের পুনরুদ্ধার করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ঈশ্বর, তুমি আমাকে ত্যাগ করেছ; আমাদের ভেঙ্গেছ; তুমি রাগ করেছ; আবার আমাদের ফিরিয়ে আন।

অধ্যায় দেখুন কপি




গীত 60:1
36 ক্রস রেফারেন্স  

এবার দাউদ আক্রমণ করলেন রেহবের পুত্র, সোবার রাজা হদ্‌দেষরকে। তিনি যাচ্ছিলেন ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলের উপর দখল কায়েম করতে। যুদ্ধে হদ্‌দেষর পরাজিত হলেন।


তুমি কিন্তু আজ আমাদের করেছ পরিত্যাগ, অপদস্থ করেছ আমাদের, তোমার নেতৃত্বলাভে বঞ্চিত আজ আমাদের সৈন্যবাহিনী।


এবার রাজা দাউদ আক্রমণ করলেন হমাতের কাছে অবস্থিত সোবার রাজা হদদেষরকে। তিনি যাচ্ছিলেন ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলের উপর দখল কায়েম করতে। হদ্‌দেষর পরাজিত হলেন।


দাউদ বেলপেরাসীমে গিয়ে ফিলিস্তিনীদের যুদ্ধে পরাজিত করলেন। তিনি বললেন, প্রভু পরমেশ্বর বাঁধভাঙ্গা বন্যার মত সবলে আমার শত্রুদের ভাসিয়ে নিয়ে গেলেন। তাই এই স্থানটির নাম রাখা হল বেল-পেরাসীম।


হে প্রভু পরমেশ্বর, আর কতকাল জ্বলবে তোমায় রোষানল? সদয় হও তোমার সেবকদের প্রতি।


হে আমাদের ত্রাণেশ্বর, আবার ঘুচাও আমাদের বন্দিদশা। আমাদের প্রতি নিবৃত্ত কর তোমার ক্রোধ।


অমৎসিয় লবণ উপত্যকার যুদ্ধে দশ হাজার ইদোমী সৈন্যকে বধ করে সেলা শহর অধিকার করলেন এবং তার নাম দিলেন যোকথীল। আজও তার সেই নামই আছে। “


একদা তুমি দিব্যদর্শনে তোমার ভক্তকে বলেছিলে: তোমাদের সহায়তার জন্য এক বীরপুরুষকে আমি ভূষিত করেছি রাজমুকুটে, আমার প্রজাদের মধ্যে থেকে করেছি উন্নত এক তরুণকে।


তুমি বলেছ, আমি আমার মনোনীতজনের সঙ্গে আবদ্ধ হয়েছি সন্ধির বন্ধনে, আমি আপন সেবক দাউদের কাছে করেছি শপথ।


হে ঈশ্বর, আমাদের পুনঃপ্রতিষ্ঠিত কর, প্রসন্ন হও আমাদের প্রতি, উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।


হে প্রভু, আর কতকাল? তুমি কি নিরন্তর ক্রুদ্ধ হয়েই থাকবে? তোমার অন্তর্জ্বালা কি আগুনের মতই জ্বলতে থাকবে?


হে ঈশ্বর, কেন তুমি আমাদের চিরতরে করেছ পরিত্যাগ? আপন চারণের মেষপালের বিরুদ্ধে কেন ধূমায়মান তোমার কোপানল?


হে ঈশ্বর, তুমি কি সত্যিই আমাদের পরিত্যাগ করেছ? হে ঈশ্বর, তুমি কি আর আমাদের সেনাবাহিনীর সঙ্গে করবে না অভিযান?


তুমি সমূলে বিনাশ করো না ওদের হে প্রভু পরমেশ্বর, অন্যথায় আমার স্বজাতির মানুষ ভুলে যেতে পারে তোমার মহিমার কথা। তুমি আমাদের ঢালস্বরূপ, ছত্রভঙ্গ কর ওদের তোমার পরাক্রমে। ভূলুণ্ঠিত কর ওদের।


হে আমার ঈশ্বর, উদ্ধার কর আমায় শত্রুদের কবল থেকে, রক্ষা কর আমায় তাদের হাত থেকে, যারা উদ্যত আমায় আক্রমণে।


রাজা অমৎসিয় সাহসে ভর করে তাঁর সৈন্যবাহিনীকে লবণ উপত্যকায় পরিচালনা করে নিয়ে গেলেন। সেখানে দারুণ যুদ্ধে দশ হাজার ইদোমী সৈন্যকে বধ করলেন


শলোমনকে তিনি বললেন, পুত্র তোমার প্রতি আমার আদেশ, তুমি তোমার পিতার ঈশ্বরকে স্বীকার কর এবং একনিষ্ঠ হৃদয়ে ও অকুন্ঠ চিত্তে তাঁর সেবা কর। তিনি জানেন আমাদের সমস্ত চিন্তা ও মনোবাসনার কথা। তুমি যদি তাঁর কাছে যাও, তিনি তোমাকে গ্রহণ করবেন, কিন্তু তুমি যদি তাঁর কাছে থেকে দূরে সরে যাও, তাহলে তিনি তোমাকে চিরকালের জন্য পরিত্যাগ করবেন।


শৌল তাঁকে অভিবাদন জানাতে এগিয়ে গেলেন। শমুয়েল তাঁকে বললেন, তুমি এ কি করেছ? শৌল বললেন, আমি দেখলাম, লোকজন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনিও এলেন না,


সংবাদদাতা সেই লোকটি উত্তর দিল, ফিলিস্তিনীদের সম্মুখ থেকে ইসরায়েল পলায়িত, জনতার মধ্যে নিদারুণ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছে। আপনার দুই পুত্র হফনি ও পিনহস নিহত এবং ঈশ্বরের চুক্তি সিন্দুকটি শত্রু কবলিত।


হে ঈশ্বর, তুমি কি আমাদের সত্যিই পরিত্যাগ করেছ? হে ঈশ্বর, তুমি কি আমাদের সেনাবাহিনীর সঙ্গে আর করবে না অভিযান?


হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, তোমার নামের মহিমার জন্য সহায়তা কর আমাদের। তোমার নামের গুণে আমাদের উদ্ধার কর, মার্জনা কর আমাদের যত অপরাধ।


রাজা হদদেষর ইউফ্রেটিস নদীর পূর্বদিকের সিরিয় অধিবাসীদেরও ডেকে পাঠালেন। সোবার রাজা হদদেষরের সেনাপতি শোবকের নেতৃত্বে তারা এসে জড়ো হল হেলমে।


যিহুদা গোষ্ঠীকে আমি শক্তিশালী করব, যোষেফের বংশধরদের করব উদ্ধার। আমি তাদের ফিরিয়ে আনব, কারণ তাদের প্রতি রয়েছে আমার মমতা। তারা হবে এমন, যেন কোনদিন আমি তাদের পরিত্যাগ করিনি। আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর, আমি তাদের প্রার্থনার উত্তর দেব।


কিন্তু তুমি আজ তোমারঅভিষিক্তের প্রতি ক্রুদ্ধ, তুমি পরিত্যাগ করেছ তাকে, করেছ অবজ্ঞা।


ঈশ্বর পুণ্যবানদের সমাজে ভয় ও ভক্তির পাত্র তারা সকলে জানায় তোমায় শ্রদ্ধা ও সম্মান।


সারা ইদোম দেশে তিনি সৈন্যশিবির স্থাপন করলেন এবং ইদোমীরা তাঁর অধীন প্রজা হল। প্রভু পরমেশ্বর সব জায়গায় তাঁকে বিজয়ী করতে লাগলেন।


হে ইসরায়েলের প্রতিপালক, মিনতি শোন, তুমিই চালনা কর যোষফকুলকে মেষপালের মত, করূববাহনে সমাসীন তুমি ভাস্বর হয়ে ওঠ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন