Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 6:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 শত্রুর নির্যাতনে গভীর বেদনায় কেঁদে কেঁদে নিভে এসেছে আমার নয়নের আলো, দৃষ্টি হয়েছে ক্ষীণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 মনস্তাপে আমার চোখ ক্ষীণ হচ্ছে; আমার সকল দুশমনের জন্য তা দুর্বল হচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 গভীর দুঃখে আমার দৃষ্টি দুর্বল হয়; আমার সব শত্রুদের নির্যাতনে চোখ জীর্ণ হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে; আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 দুঃখের কারণেই আমার চোখ অস্পষ্ট হয়ে যাচ্ছে; তারা আমার সমস্ত শত্রুর জন্য দুর্বল হয়ে পড়েছে।

অধ্যায় দেখুন কপি




গীত 6:7
10 ক্রস রেফারেন্স  

কম্পমান হৃদয় আমার, শক্তি নিঃশেষিত নয়ন হারিয়েছে তার জ্যোতি।


শোক আজ আমাকে প্রায় অন্ধ করে দিয়েছে, আমার শীর্ণ অঙ্গপ্রত্যঙ্গ হয়েছে ছায়ার মত।


অন্তর আজ দুঃসহ তিক্ততায় গিয়েছে ভরে, চোখের জলে দৃষ্টি হয়েছে ক্ষীণ।


দুঃখে আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, প্রতিদিন আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, তোমারই দিকে প্রসারিত করি হাত নিয়ত প্রার্থনায়।


যখন আমি মৌন ছিলাম, স্বীকার করিনি আমার পাপ, সারাদিন অব্যক্ত ক্রন্দনে তখন শীর্ণ হচ্ছিল আমাহ দেহ।


হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন, স্মরণ কর, কত নিষ্ঠাভরে সর্বান্তঃকরণে আমি তোমার সেবা করেছি এবং অকুন্ঠভাবে তোমার ইচ্ছা পালন করেছি—এই বলে তিনি তীব্র বেদনায় কাঁদতে লাগলেন।


আমার জীবনের মাসগুলি শূন্যতায় ভরা, রাতগুলি শুধু দুঃখ বয়ে আনে আমার জীবনে।


অকারণে যারা বিদ্বেষ করে আমায়, তাদের সংখ্যা আমার কেশরাশির চেয়েও বেশী, যারা আমাকে ধ্বংস করতে চায় মিথ্যা অপবাদ দেয় আমার নামে, আমার চেয়েও শক্তিমান তারা। আমি যা করিনি অপহরণ তা-ও ফিরিয়ে দিতে হয়েছে আমায়।


তুমি বলেছ, ‘ধিক্‌ আমাকে! প্রভু পরমেশ্বর আমার বিপদ ও সমস্যার সঙ্গে আরও দুঃখের বোঝা চাপিয়ে দিয়েছেন। আমি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছি, কোথাও শান্তি পাচ্ছি না।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন