Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 6:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 হে প্রভু, ফিরে চাও বাঁচাও আমার প্রাণ! তোমার অবিচল প্রেমের দোহাই উদ্ধার কর আমায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 হে মাবুদ ফিরে এসো, আমার প্রাণ রক্ষা কর, তোমার অটল মহব্বতের গুণে আমাকে উদ্ধার কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 হে সদাপ্রভু, আমার দিকে দেখো, ও আমায় রক্ষা করো; তোমার অবিচল প্রেমের গুণে আমায় রক্ষা করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 হে সদাপ্রভু, ফিরিয়া আইস, আমার প্রাণ উদ্ধার কর, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন। আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 ফিরে এস, সদাপ্রভুু, আমার প্রাণ উদ্ধার কর। তোমার চুক্তির বিশ্বস্ততার জন্য আমাকে রক্ষা কর।

অধ্যায় দেখুন কপি




গীত 6:4
20 ক্রস রেফারেন্স  

আমাদের প্রার্থনা শোন, হে ঈশ্বর। আমাদের দিকে মুখ তুলে চাও। চেয়ে দেখ আমাদের দুর্দশা। দেখ তোমার নামাঙ্কিত নগরীর দৈন্য দশা। আপন পু্ণ্যবলে তোমার কাছে এই মিনতি করার সাহস করি না। কিন্তু তুমি করুণার আকর, তাই আমাদের এই প্রার্থনা।


হে প্রভু পরমেশ্বর! জাগো প্রতিরোধ কর, উচ্ছেদ কর ওদের। তোমার উদ্যত তরবারি রক্ষা করুক আমার প্রাণ দুর্বৃত্তের কবল থেকে!


তোমাদের পিতৃপুরুষদের আমল থেকেই তোমরা আমার অনুশাসন তুচ্ছ করেছ, মেনে চলনি। তোমরা আমার কাছে ফিরে এস, তাহলে আমিও তোমাদের কাছে ফিরে আসব। কিভাবে আসবে জানতে চাও?


প্রভু পরমেশ্বর সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন তোমায়, রাখবেন তোমায় নিরাপদে।


তখন প্রভুকে ডেকে বললাম আমি: হে প্রভু পরমেশ্বর বিনতি করি, বাঁচাও আমায়।


হে প্রভু পরমেশ্বর, আর কতকাল জ্বলবে তোমায় রোষানল? সদয় হও তোমার সেবকদের প্রতি।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ফিরে চাও, স্বর্গ থেকে চেয়ে দেখ আমাদের প্রতি, উদ্ধার কর তোমার প্রজাদের।


তরবারির আক্রমণ থেকে আমায় রক্ষা কর, কুকুরের কবল থেকে বাঁচাও আমার প্রাণ।


যেন তাঁর প্রিয়তমের দ্বারা যে তিনি আমাদের বিতরণ করেছেন তার মাহাত্ম্য কীর্তিত হয়।


হৃদয়ের তিক্ততা আমার হবে এবার শান্তিতে পরিণত, রক্ষা করেছ সকল বিপদ হতে জীবন আমার, করেছ ক্ষমা তুমি সকল পাপ আমার।


হে প্রভু পরমেশ্বর, মিথ্যাবাদী ওষ্ঠাধর ও ছলনাময়ী রসনার কবল থেকে আমায় কর উদ্ধার।


তুমি মরণের হাত থেকে আমার প্রাণ, অশ্রুক্ষরণ থেকে আমার নয়ন, পতন থেকে আমার চরণ যুগল করেছ রক্ষা সযতনে।


কত না অপার তোমার করুণা আমার প্রতি মৃত্যুলোক থেকে তুমি উদ্ধার করেছ আমার প্রাণ।


কিন্তু আমি, হে প্রভু পরমেশ্বর, একমাত্র আমি তোমারই কাছে জানাই মিনতি, উপযুক্ত সময়ে হে ঈশ্বর, উত্তর দিও আমায় তোমার অপার করুণায়, তুমি সত্যময়, রক্ষা করে থাক তুমি তোমার প্রতিশ্রুতি।


আমার যৌবনের পাপ অপরাধ মনে রেখ না তুমি। হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম ও মহাকরুণার গুণে স্মরণে রেখ আমায়।


কতকাল আমি সইব এই অন্তর্জ্বালা? হৃদয় আমার থাকবে নিয়ত বিষাদমগ্ন? কতকাল আমি সইব দর্পিত শত্রুর অত্যাচার?


আর কতদিন, হে ঈশ্বর, তোমার শত্রুরা করবে বিদ্রূপ? তবে কি চিরকাল শত্রুরা কলঙ্কিত করবে তোমার নাম?


হে প্রভু, আর কতকাল? তুমি কি নিরন্তর ক্রুদ্ধ হয়েই থাকবে? তোমার অন্তর্জ্বালা কি আগুনের মতই জ্বলতে থাকবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন