Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 6:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 কী দারুণ ব্যাকুলতা আমার প্রাণে! কতকাল, আর কতকাল হে প্রভু পরমেশ্বর বিরত থাকবে আমায় সাহায্যদানে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমার প্রাণও ভীষণ ভয় পেয়েছে; আর তুমি, হে মাবুদ, আর কত কাল?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমার প্রাণ গভীর বেদনায় পূর্ণ, কত কাল, হে সদাপ্রভু, আর কত কাল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে; আর, তুমি হে সদাপ্রভু, আর কত কাল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে। প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমার প্রাণও খুব কষ্ট পাচ্ছে; কিন্তু তুমি, সদাপ্রভুু, আর কতদিন এটি চলবে?

অধ্যায় দেখুন কপি




গীত 6:3
15 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, আর কতকাল জ্বলবে তোমায় রোষানল? সদয় হও তোমার সেবকদের প্রতি।


অন্তর আমার গভীর উদ্বেগে অস্থির। কি বলব আমি? পিতা এই বিষম লগ্ন থেকে আমাকে নিষ্কৃতি দাও? না। এই লগ্নের জন্যই তো আমার আগমন। পিতা, তোমারই নাম হোক মহিমান্বিত।


তাহলে যারা ঈশ্বরের মনোনীত লোক, যারা দিনরাত তাঁর কাচে কাতর আবেদন জানাচ্ছে, তাদের বিষয়ে কি তিনি সুবিচার করবেন না? তিনি কি এই ব্যাপারে দেরী করবেন?


তিনি তাঁদের বললেন, আমার প্রাণ মর্মান্তিক যন্ত্রণায় ম্রিয়মান। তোমরা এখানে অপেক্ষা কর এবং আমার সঙ্গে জেগে থাক।


রুগ্ন অবস্থায় মনোবলই মানুষকে বাঁচিয়ে রাখে, হতাশ হলে সে কি করে বাঁচবে?


প্রভু কি চিরতরে করবেন পরিত্যাগ? আর কি কখনও হবেন না প্রসন্ন?


হে আমার প্রাণ কেন অবসন্ন হও? হে আমার অন্তর কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।


হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? হে আমার অন্তর, কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান, কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।


আমি জীর্ণ নিতান্ত অবসন্ন, মর্মযাতনায় করছি আর্তনাদ।


নিঃশেষিত আমার সমস্ত শক্তি মাটিতে ঢেলে ফেলা জলের মত, বক্ষপঞ্জরে হৃদয় আমার মোমের মতই বিগলিত।


যেন আমি সিয়োন কন্যার তোরণে তোরণে গাইতে পারি তোমারই স্তুতিগান যেন পরমানন্দে গাইতে পারি তোমার এই কীর্তিগাথা –তুমি আমায় করেছ পরিত্রাণ।


হে প্রভু পরমেশ্বর, আমাকে আরোগ্য দান কর, সম্পূর্ণভাবে সুস্থ হব আমি। উদ্ধার কর আমাকে, তাহলে আমি হব সম্পূর্ণ নিরাপদ। একমাত্র তোমারই মহিমা গান করব আমি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন