Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 59:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তুমি সক্রোধে ওদের সংহার কর, ওদের ধ্বংস কর নিঃশেষে। পৃথিবী জানুক, স্বয়ং ঈশ্বর অধিষ্ঠিত হবেন যাকোবকুলে, যিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত আধিপত্য করেন। সেলা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তুমি সংহার কর তাদেরকে, ক্রোধে সংহার কর, যেন তারা আর না থাকে; তারা জানুক, আল্লাহ্‌ ইয়াকুবের মধ্যে কর্তৃত্ব করেন, দুনিয়ার প্রান্ত পর্যন্ত করেন। [সেলা।]

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তুমি তোমার ক্রোধে তাদের গ্রাস করো, গ্রাস করো যেন তারা নিশ্চিহ্ন হয়। তখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত জানা যাবে যে যাকোবের ঈশ্বর শাসন করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তুমি সংহার কর তাহাদিগকে, ক্রোধে সংহার কর, যেন তাহারা আর না থাকে; তাহারা জানুক, ঈশ্বর যাকোবের মধ্যে কর্ত্তৃত্ব করেন, পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত করেন। সেলা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আপনার ক্রোধে ওদের ধ্বংস করে দিন। ওদের সম্পূর্ণরূপে বিনাশ করুন! সারা পৃথিবীকে বুঝতে দিন যে স্বয়ং ঈশ্বর ইস্রায়েলে শাসন করছেন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 ক্রোধে তাদের গ্রাস কর, তাদের ধ্বংস কর যাতে তারা আর থাকতে না পারে; ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তারা জানুক ঈশ্বর এবং যাকোবের মধ্যে নিয়ম। সেলা

অধ্যায় দেখুন কপি




গীত 59:13
21 ক্রস রেফারেন্স  

জানুক বিশ্বচরাচর, তুমিই সেই প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই পরাৎপর এ বিশ্বসংসারে।


দুর্জনের দুষ্কৃতির হোক অবসান, হে ধর্মময় ঈশ্বর, অন্তর্যামী ঈশ্বর আমার, সজ্জনকে তুমি কর প্রতিষ্ঠিত।


একথা সুনিশ্চিত, আমার প্রজা ইসরায়েল জানবে আমার পবিত্র নাম। আমার নামে কলঙ্ক লেপন করতে আমি আর দেব না, তখন সমস্ত জাতি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর, ইসরায়েলের পবিত্র ঈশ্বর।


তুমি সমূলে বিনাশ করো না ওদের হে প্রভু পরমেশ্বর, অন্যথায় আমার স্বজাতির মানুষ ভুলে যেতে পারে তোমার মহিমার কথা। তুমি আমাদের ঢালস্বরূপ, ছত্রভঙ্গ কর ওদের তোমার পরাক্রমে। ভূলুণ্ঠিত কর ওদের।


মানুষের সমাজ থেকে আপনাকে দূর করে দেওয়া হবে। পশুদের সঙ্গে আপনাকে বসবাস করতে হবে। সাত বছর আপনাকে বলদের মত ঘাস খেয়ে থাকতে হবে, খোলা মাঠে শুয়ে শিশিরে ভিজতে হবে। তখন আপনি মানতে বাধ্য হবেন যে সর্বাধিপতি প্রভু পরমেশ্বরই জগতের সমস্ত রাজ্যের প্রকৃত অধিপতি। তিনি যাকে চান তারই হাতে তুলে দেন কর্তৃত্বভার।


এইভাবে আমি সমস্ত জাতিকে দেখিয়ে দেব যে, আমি মহান, আমি পরম পবিত্র। তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


কারণ তোমার স্রষ্টা হবেন তোমার পতি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তিনি, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম! ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর রক্ষা করবেন তোমায় তিনিই রাজাধিরাজ এই বিশ্ব পৃথিবীর।


অধর্মাচারীরা নিশ্চিহ্ন হোক পৃথিবীর বুক থেকে, মুছে যাক দুর্জনদের অস্তিত্ব। হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, মহিমাকীর্তন কর তাঁর।


এখন হে আমাদের আরাধ্য প্রভু পরমেশ্বর, সেনাখেরিবের হাত থেকে আমাদের উদ্ধার কর যেন জগতের সমস্ত জাতি জানতে পারে যে, একমাত্র তুমিই প্রভু, তুমিই পরমেশ্বর।


তখন ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের রোষানল প্রজ্বলিত হল। তিনি চল্লিশ বছর ধরে, তাঁর দৃষ্টিতে দুষ্কৃতকারী লোকেরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত তাদের প্রান্তরে পরিভ্রমণ করালেন।


মুখে তার অভিশাপ, ছলনা আর স্বৈরাচারীর আস্ফালন নিত্য তার ওষ্ঠাধরে দুরভিসন্ধির কথা।


তখন সন্ত্রস্ত হয়ে উঠবে মানুষ ভয়ে ভক্তিতে, উপলব্ধি করবে ঈশ্বরের মহান কীর্তি, আলোচনা করবে তাঁর আশ্চর্য কর্মপন্থা।


অভিশাপ দিতে সে ভালবাসত তাই অভিশাপ নেমে আসুক তার উপর, আশীর্বাদ দানে সে বিমুখ ছিল তাই সে নিজেও বঞ্চিত হোক আশীর্বাদ থেকে।


দুর্জন অসংযত কথার ফাঁদে ধরা পড়ে কিন্তু ধার্মিক সঙ্কট থেকে নিস্তার পায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন