Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 57:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 জাগো, জাগো হে চিত্ত আমার, জাগো হে বীণ, জাগো সুরবাহার আমি জাগাব ঊষাকে আমার প্রভাতী সঙ্গীতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 হে আমার গৌরব, জাগ্রত হও; নেবল ও বীণে, জাগ্রত হও; আমি ঊষাকে জাগাব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 জেগে ওঠো, হে আমার প্রাণ! জেগে ওঠো, বীণা ও সুরবাহার! আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 হে আমার গৌরব, জাগ্রৎ হও; নেবল ও বীণে, জাগ্রৎ হও; আমি ঊষাকে জাগাইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 হে আমার আত্মা, জেগে ওঠো! হে সারেঙ্গী, হে বীণা, তোমাদের সঙ্গীত শুরু কর! এস আমরা উষাকালকে জাগিয়ে তুলি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আমার সম্মানিত হৃদয় জেগে ওঠ; নেবল ও বীণা জেগে ওঠ; আমি ভোরে ঘুম থেকে উঠব।

অধ্যায় দেখুন কপি




গীত 57:8
11 ক্রস রেফারেন্স  

তাই দেহ-মন আত্মা আমার আনন্দে নিমগণ অসীম শান্তিতে আমি পরম নির্ভয়।


যেন মৌন না থাকে আমার হৃদয় সদা যেন করে তোমার গৌরব গান, ওগো প্রভু, আমার আরাধ্য ঈশ্বর, চিরকাল আমি গাইব তোমার স্তবগান।


চল, দেবোরা, এগিয়ে চল, মুখরিত হও জয়গানে! এগিয়ে চল! অবিনোয়ামের পুত্র বারাক! ওঠ, ধরে নিয়ে যাও তোমার বন্দীদের!


তাই দেহ-মন-আত্মা আমার আনন্দে নিমগণ, অসীম শান্তিতে আমি পরম নির্ভয়।


জাগ, জাগ হে জেরুশালেম জাগ্রত হও বীর বিক্রমে, হে ঈশ্বরের পবিত্র নগরী, সুসজ্জিত হও মনোরম বস্ত্রসম্ভারে! তোমার তোরণ পার হয়ে তোমাদের সুন্নত সংস্কারহীন অনাচারীরা আর কখনও করবে না প্রবেশ।


মিলিত কন্ঠের আনন্দধ্বনিতে উচ্চকিত কর দশদিক হে জেরুশালেমের সমস্ত ধ্বংসস্তূপ! প্রভু পরমেশ্বর উদ্ধার করবেন তাঁর নগরীকে, মুছে দেবেন সমস্ত দুঃখ বেদনা তাঁর প্রজাদের।


তুরীধ্বনি সহযোগে তাঁর প্রশস্তি কর, সপ্ততন্ত্রী ও বীণার ঝঙ্কারে তাঁর প্রশস্তি কর।


জেরুশালেমে পৌঁছে তাঁরা তুরী, ভেরী, বাঁশী ইত্যাদি বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে মন্দিরে গেলেন।


শত্রু যারা রয়েছে ঘিরে আমার চতুর্দিকে, তাদের মাঝে করবেন আমায় উন্নতশির। প্রভুর শিবিরে আমি জয়ধ্বনি দিয়ে বলির নৈবেদ্য করব নিবেদন, করব আমি বন্দনাগান তাঁরই উদ্দেশে।


আমি তখন তোমার বেদীর কাছে যাব হে ঈশ্বর, আমার পরমানন্দের আধার তুমি, তোমারই কাছে যাব আমি। হে ঈশ্বর, আমার আরাধ্য ঈশ্বর, বীণাযন্ত্রে আমি গাইব তোমার বন্দনাগান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন