Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 57:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ঊর্ধ্বে আকাশে দেখাও তোমার পরাক্রম, দেখাও মহিমা তোমার হে ঈশ্বর, সমগ্রর পৃথিবীতে ব্যাপ্ত হোক তোমার গৌরব!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 হে আল্লাহ্‌, বেহেশতের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলে তোমার গৌরব হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 হে ঈশ্বর, আপনি স্বর্গের চেয়েও ওপরে। আপনার মহিমা পৃথিবীকে আবৃত করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব হোক।

অধ্যায় দেখুন কপি




গীত 57:5
21 ক্রস রেফারেন্স  

সমুদ্র যেমন জলে পরিপূর্ণ, তেমনই পূর্ণ হবে মানুষের হৃদয় পরমেশ্বরের ক্ষমতা ও মহিমার উপলব্ধিতে।


তাঁরা প্রত্যেকে প্রত্যেককে ডেকে বলতে লাগলেনঃ পবিত্র, পবিত্র, পবিত্র! সর্বাধিপতি প্রভু পরমেশ্বর পবিত্র! সারা পৃথিবী তাঁর প্রতাপ ও মহিমায় পরিপূর্ণ!


চিরধন্য হোক তাঁর গৌরবান্বিত নাম, তাঁর মহিমায় পরিপূর্ণ হোক এ পৃথিবী, আমেন, আমেন।


আমার জাগ্রত সত্তা যেমন সত্য, এ বিশ্ব সংসার আমার মহিমায় পরিপূর্ণ- একথা যেমন সত্য তেমনি সত্য হবে আমার এ কথা-


দেখাও মহিমা তোমার হে ঈশ্বর, সমগ্র পৃথিবীতে ব্যাপ্ত হোক তোমার গৌরব।


ইদোম দেশ থেকে ঈশ্বর আবার আসছেন, আবির্ভূত হচ্ছেন সেই পবিত্র শৈলমালার দেশ পারাণ থেকে। আকাশমণ্ডল তাঁর মহিমায় উদ্ভাসিত, বিশ্ববাসী উচ্ছ্বাসিত তাঁর প্রশস্তিতে।


তোমরা সকলেই কর প্রভুর নামের প্রশস্তি, কেননা একমাত্র তাঁরই নাম মহিমান্বিত, স্বর্গ ও মর্ত্যের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত তাঁরই গৌরব।


হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, বিরাজিত তোমার মহিমা এ বিশ্বসংসারে, ঊর্ধ্বে অন্তরীক্ষে ধ্বনিত তোমার স্তবগান।


এমন একটি দিন আসছে, যেদিন মানুষের দর্পচূর্ণ হবে, অবসান ঘটবে ঔদ্ধত্যের। উদ্ধত মানুষ হবে অবনমিত। তকন একমাত্র প্রভু পরমেশ্বরই হবেন মহিমান্বিত।


হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, আসিরীয়দের হাত থেকে আমাদের উদ্ধার কর যেন সমগ্র পৃথিবী জানতে পারে যে তুমিই একমাত্র প্রভু পরমেশ্বর।


সেইদিন প্রজাবৃন্দ গাইবে: কৃতজ্ঞতা নিবেদন কর প্রভুর চরণে! সাহায্য চাও তাঁর, ডাক তাঁকে! ঘোষণা কর জাতিবৃন্দের কাছে তাঁর মহান কীর্তির কথা! জানাও তাদের—কত মহান তিনি!


মানুষের দর্প চূর্ণ হবে, তার ঔদ্ধত্য ভেঙ্গে গুঁড়িয়ে যাবে। সমস্ত অলীক প্রতিমা অদৃশ্য হয়ে যাবে এবং একমাত্র প্রভু পরমেশ্বর সেইদিন গৌরব ও মহিমায় ভূষিত হবেন।


হে প্রভু পরমেশ্বর, আপন পরাক্রমে তুমি হও সমুন্নত, গাইব আমরা তোমার বিক্রমের জয়গান।


রাজা দাউদ সভায় সম্মিলিত সকলের কাছে ঘোষণা করে বললেনঃ আমার পুত্র শলোমনকে ঈশ্বর মনোনীত করেছেন কিন্তু সে এখনও শিশু, তার অভিজ্ঞতার অভাব আছে। যে কাজ তাকে করতে হবে তা অত্যন্ত দুরূহ ও বিস্তর। কারণ এটি মানুষের জন্য কোন প্রাসাদ নয়, এ হল প্রভু পরমেশ্বরের মন্দির।


কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি ওদের কর উপহাস, কর অপদস্থ জাতিবৃন্দকে।


অন্তরাল থেকে ওরা অতর্কিতে নিক্ষেপ করে সেই বাণ নির্দোষ মানুষের প্রতি, নির্লজ্জ মিথ্যায় জর্জরিত করে তাকে কোন লজ্জাভয় নেই ওদের।


অসংযত কথা তরবারির মত বিদ্ধ করে কিন্তু জ্ঞানবানদের কথা ক্ষত নিরাময় করে।


এক শ্রেণীর লোক আছে যারা বড় নিষ্ঠু। তারা নিমর্মভাবে দীনদুঃখীদের শোষণ করে, এ-ই তাদের জীবিকা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন