Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 57:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, আমি তোমারই শরণাগত, কৃপা কর আমায়। তোমারই পক্ষচ্ছায়ে আমি আশ্রয় চাই, যতক্ষণ না কেটে যায় বিপদের ঝড়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আমার প্রতি কৃপা কর, হে আল্লাহ্‌, আমার প্রতি কৃপা কর, কেননা আমার প্রাণ তোমাতে আশ্রয় গ্রহণ করে; তোমার পাখার ছায়ায় আমি আশ্রয় নেব, যে পর্যন্ত এসব দুর্দশা অতীত না হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায় আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আমার প্রতি কৃপা কর, হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা আমার প্রাণ তোমার শরণাগত; তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্য্যন্ত এই সব দুর্দ্দশা অতীত না হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 ঈশ্বর, আমার প্রতি ক্ষমাশীল হোন। সদয় হোন কেননা আমার আত্মা আপনাতে বিশ্বাস রাখে। যখন সমস্যা আসে, তখন আমি সুরক্ষার জন্য আপনার কাছে আসি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আমার প্রতি দয়া কর, হে ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ আমার প্রাণ তোমার মধ্যে আশ্রয় নেয়, যতক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো শেষ না হয়।

অধ্যায় দেখুন কপি




গীত 57:1
34 ক্রস রেফারেন্স  

তিনি নিজ পক্ষছায়ায় তোমাকে আবৃত করবেন, তাঁর পক্ষের নীচে তুমি পাবে আশ্রয়, তাঁর সত্য তোমার ঢাল ও চর্মফলক স্বরূপ।


হে ঈশ্বর, অমূল্য তোমার অবিচল প্রেম তোমার পক্ষচ্ছায়া মানবের আশ্রয়।


তোমার আবাসে চিরকাল থাকতে দাও আমায় তোমার পক্ষচ্ছায়ায় আশ্রয় দিয়ে আমাকে কর নিরাপদ। সেলা


তুমিই আমার সহায়, তোমারই পক্ষছায়ায় আমি করি আনন্দ গান।


যারা তোমায় জানে, জানে তোমার পরিচয়, তুমি তাদের একমাত্র ভরসা। হে প্রভু পরমেশ্বর, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি করো না পরিত্যাগ।


গীতিকার: পরাৎপরের আশ্রয়ে যে বাস করে, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি,


তিনি মুছিয়ে দেবেন অশ্রুধারা। থাকবে না আর মৃত্যুর অস্তিত্ব। শোক, আর্তনাদ, আর থাকবে না। পুরাতন সব কিছুই হয়েছে বিলীন।”


তুমি যা করেছ তার জন্য ঈশ্বর তোমায় পুরস্কৃত করুন। ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বর, যাঁর কাছে তুমি আশ্রয় নিতে এসেছ, তিনি তোমাকে আশীর্বাদে পূর্ণ করুন।


হে আমার স্বজাতির মানুষ, তোমরা ঘরে ফিরে যাও, বন্ধ করে দাও ঘরের দুয়ার, লুকিয়ে থাক যতক্ষণ না ঈশ্বরের ক্রোধের হয় নিরসন।


হে ঈশ্বর আমায় কৃপা কর, আমি আজ শত্রুর কবলে বন্দী, নিরন্তর তারা নির্যাতন করছে আমায়।


হে প্রভু পরমেশ্বর তুমিই আমার আশ্রয়। যেহেতু তুমি পরাৎপরের নিয়েছ শরণ,


আমার অটল আস্থা তোমার অবিচল প্রেমে। হৃদয় আমার উচ্ছলিত হবে পরম উল্লাসে, তোমারই সাধিত পরিত্রাণ দর্শনে।


অন্যথায় ক্রুদ্ধ হবেন তিনি পথেই হবে তোমাদের বিনাশ, কারণ মুহূর্তে প্রজ্বলিত হয় তাঁর ক্রোধ, ধন্য তারা, যারা তাঁর শরণাগত।


আমি তাঁকে বললাম, প্রভু, “আপনিই তা জানেন।” তিনি আমাকে বললেন, “এঁরা সেই লাক যাঁরা মহাসঙ্কট উত্তীর্ণ হয়ে এসেছেন। মেষশাবকের শোণিতে নিজেদর বসন ধৌত করে শুভ্র করেছেন।”


তোমরা যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, ভক্তি কর তাঁকে, পালন কর তাঁর ভক্তদাসের সমস্ত শিক্ষা, তোমাদের চলার পথ হতে পারে আচ্ছন্ন অন্ধকারে তবুও বিশ্বাস কর প্রভু পরমেশ্বরে, আস্থা রাখ তোমার আরাধ্য ঈশ্বরে।


আমি উচ্চস্বরে আর্তকণ্ঠে প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য ভিক্ষা করি, তাঁর কাছে জানাই কাতর মিনতি।


সত্যিই আমি তোমাদের বলছি, তোমরা শোকাকুল হবে কিন্তু জগত হবে উৎফুল্ল। তোমরা শোকার্ত হবে ঠিকই কিন্তু তোমাদের শোক পরিণত হবে আনন্দে।


সেই দিনের সংখ্যা ঈশ্বর কমিয়ে দিয়েছেন। তিনি যদি তা না করতেন, তাহলে কোন প্রাণীই রক্ষা পেত না। মনোনীত লোকদের কথা চিন্তা করেই সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।


প্রভু পরমেশ্বরের উপর নির্ভরশীল যারা তারা সিয়োন পর্বতের মত অটল ও চিরস্থায়ী।


হে আমার ঈশ্বর, উদ্ধার কর আমায় শত্রুদের কবল থেকে, রক্ষা কর আমায় তাদের হাত থেকে, যারা উদ্যত আমায় আক্রমণে।


ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত যারা, ন্যায়সঙ্গত হয় কি তোমাদের সিদ্ধান্ত? বিচার কর কি তোমরা সমদৃষ্টি নিয়ে?


আর কিছুদিনের মধ্যেই আমি তোমাদের উপরে শাস্তির পালা শেষ করব এবং তারপর আমি তাদের ধ্বংস করব।


পথে যেতে যেতে তিনি একটি ভেড়ার বাথানে উপস্থিত হলেন। সেখানে একটি গুহা ছিল। মলত্যাগ করার জন্য শৌল গুহামুখে ঢুকলেন। এদিকে দাউদ তাঁর অনুচরদের সঙ্গে সেই গুহারই ভিতরের দিকে বসেছিলেন।


দাউদ সেখান থেকে পালিয়ে অদুল্লামের পর্বতগুহায় এসে আশ্রয় নিলেন। তাঁর ভাইয়েরা এবং পরিবারের সকলে সে কথা জানতে পেরে তাঁর কাছে এলেন।


জেরুশালেম, জেরুশালেম, তুমি নবীদের হত্যা করেছ, তোমার কাছে যাদের পাঠানো হয়েছিল, তাদের তুমি পাথর মেরেছ, পক্ষীমাতা যেমন তার ডানার তলায় বাচ্চাদের জড়ো করে রাখে তেমনি আমি কতবার তোমাদের একত্র করে রাখতে চেয়েছি, কিন্তু তোমরা থাকলে না।


পরে দাউদও উঠে গুহা থেকে বেরিয়ে এলেন এবং পিছন দিক থেকে শৌলকে ডেকে বললেন, হে রাজন, আমার প্রভু!-ডাক শুনে শৌল পিছন ফিরে তাকালেন।


আমি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করে বললাম, হে আমার ঈশ্বর, আমার প্রভু, তুমি নিজ মাহাত্ম্য ও পরাক্রমে তোমার নিজস্ব যে প্রজাদের মিশর থেকে উদ্ধার করে এনেছ, তাদের ধ্বংস করো না।


দাউদের অনুচররা তাঁকে বলল, দেখুন, আজ সেই দিন এসেছে যে দিনের কথা উল্লেখ করে প্রভু পরমেশ্বর আপনাকে বলেছেন, আমিই তোমার শত্রুকে তোমার হাতে সমর্পণ করব, আর তুমি তার সম্পর্কে যা ভাল বুঝবে তাই করবে। এ কথা শুনে দাউদ উঠে এসে সন্তর্পণে শৌলের পোশাকের নীচের দিকের একটু অংশ কেটে নিলেন।


একবার ছাড়া দুবার আমি ওঁকে আঘাত করব না। কিন্তু দাউদ তাঁকে বললেন, না, ওঁকে হত্যা করো না। কারণ প্রভু পরমেশ্বরের অভিষিক্ত ব্যক্তির অঙ্গে হস্তক্ষেপ করে কেউ দণ্ড এড়াতে পারে না।


আমরা তোমার নামের প্রশংসা করি হে ঈশ্বর, জানাই ধন্যবাদ। তোমায় আমরা ডাকি, বর্ণনা করি তোমার আশ্চর্য কীর্তিকলাপ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন