Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 56:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তুমি তো জান আমার বেদনাবিদ্ধ হৃদয়ের ব্যাকুলতা, সেই বেদনার অশ্রু সঞ্চয় করেছ তুমি পাত্রে তোমার, লেখা কি হয়নি সেকথা তোমার গ্রন্থে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তুমি আমার অস্থিরতা গণনা করছো; আমার নেত্রজল তোমার বোতলে রাখ; তা কি তোমার কিতাবে লেখা নেই?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 আমার বিলাপ লিপিবদ্ধ করে; তোমার নথিতে আমার চোখের জলের হিসেব রাখো— তা কি তোমার লিপিতে লেখা নেই?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ; আমার নেত্রজল তোমার কুপাতে রাখ; তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 আপনি জানেন যে আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। আমি যে কত কেঁদেছি তাও আপনি জানেন। আপনি নিশ্চয় আমার চোখের জলের হিসেব রেখেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তুমি আমার ভ্রমণের সংখ্যা এবং আমার চোখের জল তোমার বোতলে রাখ; তাকি তোমার বইয়ে লেখা নেই?

অধ্যায় দেখুন কপি




গীত 56:8
21 ক্রস রেফারেন্স  

ফিরে যাও, আমার প্রজাদের অধ্যক্ষ হিষ্কিয়কে বল, তোমার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর প্রভু বলেছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার চোখের জল দেখেছি। আমি তোমায় সুস্থ করব। তিন দিনের দিন তুমি প্রভুর মন্দিরে যাবে।


হে প্রভু পরমেশ্বর, শোন আমার নিবেদন, কর্ণপাত কর আমার আর্তনাদে নীরব থেক না আমার অশ্রুপাতে কেননা আমি তোমার এ সংসারে ক্ষণিকের অতিথি আমার পিতৃপুরুষদের মতই পরবাসী।


প্রভুর ভক্তেরা এই বিষয়ে আলাপ আলোচনা করতে লাগলেন এবং প্রভু মনোযোগ সহকারে তাঁদের কথা শুনলেন। এই ভক্তদের কথা প্রভুর সাক্ষাতে একটি স্মারক গ্রন্থে লেখা হল, এঁরা প্রভুকে ভয়ভক্তি করতেন।


কারণ সিংহাসনের কেন্দ্রমণি মেষশাবকএঁদের পালন করবেন। তিনিই জীবনবারির উৎসের কাছেনিয়ে যাবেন এঁদেরঈশ্বর স্বয়ং মুছিয়ে দেবেনএঁদের অশ্রুজল।


তুমি দেখেছ আমার অগঠিত ভ্রূণরূপ, আমার জীবনের নিরূপিত দিনগুলি যখন হয়নি শুরু তখন আমায় আয়ুর প্রতিদিনের বিবরণ লেখা ছিল তোমার পুস্তকে।


এমন কি, তোমাদের প্রত্যেকের মাথার চুলেরও হিসাব রয়েছে।


তোমার যাওয়া আসার পথে প্রভু পরমেশ্বরই রক্ষা করবেন তোমায়, এখন ও চিরকাল।


এঁরা সকলেই বিশ্বাসে নির্ভর করে গত হলেন। এঁরা কেউ প্রতিশ্রুত বিষয় লাভ করেননি, কিন্তু সুদূরবর্তী সেই সম্ভাবনা দেখে তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং তাঁরা যে এই পৃথিবীতে বিদেশী ও প্রবাসী মাত্র তা স্বীকার করেছিলেন।


সকল দুঃখ যন্ত্রণা থেকে। কোন দূত নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরই উদ্ধার করলেন তাদের। তিনি তাঁর প্রেম ও করুণায় তাদের মুক্ত করলেন। অতীতে তিনি সর্বদা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, যত্ন নিতেন, নিয়ে যেতেন কোলে তুলে,


আমার বন্ধুরা আমাকে উপহাস করছে, আমি অশ্রু নিবেদন করছি ঈশ্বরের কাছে।


আমি দেখলাম, ক্ষুদ্র ও মহৎ নির্বিশেষে সমস্ত মৃত ব্যক্তি সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে। তখন কয়েকটি গ্রন্থ খোলা হল। তারপর আর একটি গ্রন্থ অর্থাৎ জীবনপঞ্জী খোলা হল। ঐ গ্রন্থাবলীতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপের বিবরণ অনুযায়ী তাদের বিচার হল।


এঁদের পক্ষে জগত উপযুক্ত স্থান ছিল না। পৃথিবীর পাহাড়ে, প্রান্তরে, গুহায় গহ্বরে এঁরা বিচরণ করতেন।


দাউদ মনে মনে ভাবলেনঃ এখন যে কোন দিন শৌলের হাতে আমার জীবন নাশ হতে পারে। ফিলিস্তিনীদের দেশে পালিয়ে না গেলে আমার মঙ্গল নেই। সেখানে গেলে শৌল হতাশ হয়ে সারা ইসরায়েল দেশে আমাকে আর খুঁজে বেড়াবেন না। আমি তাঁর হাত থেকে নিস্তার পাব।


দাউদ ইতিমধ্যে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন। তিনি রামায় শমুয়েলের কাছে গিয়ে তাঁর প্রতি শৌলের সমস্ত আচরণের কথা জানালেন। তারপর তিনি ও শমুয়েল নায়োথ গ্রামে গিয়ে বাস করতে লাগলেন।


উত্তরাধিকারের নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য ঈশ্বর যখন অব্রাহামকে আহ্বান করলেন তখন অব্রাহাম বিশ্বাসে ঈশ্বরের আদেশ পালন করলেন। কোথায় যাচ্ছেন না তা না জেনেও তিনি বেরিয়ে পড়লেন।


বহুবার যাত্রাপথে, নদীবক্ষে, দস্যুদের হাতে, স্বজাতীয় ও বিজাতীয়দের হাতে, নগরে প্রান্তরে, সমুদ্রে বন্ধুবেশী শত্রুদের জন্য বিপদে পড়েছি।


কিন্তু হে প্রভু পরমেশ্বর, আমাকে হত্যা করার জন্য তুমি তাদের সব ষড়যন্ত্রের কথা জান। তাদের এই মন্দতা তুমি ক্ষমা করো না, মার্জনা করো না তাদের পাপ। পরাজয়ের মাঝে তাদের তুমি ছুঁড়ে ফেল, তোমার ক্রোধ প্রশমিত হওয়ার আগে ওদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা গ্রহণ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন