Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 56:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ওদের অন্যায় আচরণের সমুচিত দণ্ড দাও তুমি, হে ঈশ্বর, তোমার দুর্বার ক্রোধে উৎপাটিত কর ওদের।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 অধর্মের দ্বারা তারা কি বাঁচবে? হে আল্লাহ্‌, ক্রোধে জাতিদেরকে নিপাত কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তাদের দুষ্টতার কারণে তাদের পালাতে দিয়ো না; হে ঈশ্বর, তোমার ক্রোধে, এদের সবাইকে নিপাত করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 অধর্ম্মের দ্বারা তাহারা কি বাঁচিবে? হে ঈশ্বর, ক্রোধে জাতিগণকে নিপাত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ঈশ্বর, ওদের অন্য দেশে বিদায় করে দিন। হে ঈশ্বর, ওদের দুষ্ট কাজের জন্য ওদের শাস্তি দিন। আপনার ক্রোধ দেখান এবং ঐসব জাতিদের পরাজিত করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 পাপের দ্বারা তারা কি বাঁচবে? হে ঈশ্বর, তোমার রাগের দ্বারা জাতিদেরকে ধ্বংস কর।

অধ্যায় দেখুন কপি




গীত 56:7
14 ক্রস রেফারেন্স  

হে ঈশ্বর, তুমি ওদের নিক্ষেপ করবে বিনাশের গভীরতম গহ্বরে, রক্তলোলুপ ও প্রতারকেরা জীবনের মাঝপথেই হারাবে তাদের আয়ু কিন্তু তোমারই উপর থাকবে আমার অনন্ত আস্থা।


তুমি মহাপবিত্র, সহ্য কর না কোনও অন্যায়, তবে কেমন করে তুমি সহ্য করছ এই মন্দ লোকদের? এদের তুলনায় যারা ভাল, তাদের এরা গ্রাস করছে! কি করে নীরব রয়েছ তুমি?


যে জাতি তোমার আরাধনা করে না, প্রত্যাখ্যান যারা করেছে তোমায়, তোমার রুদ্ররোষ পড়ুক তাদের উপর, তারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছে আমাদের পরিণত করেছে আমাদের দেশ ধ্বংসস্তূপে।


আমি যা ঘৃণা করি, সেইসব কাজ তোমরা করে থাক। তারপর আমার মন্দিরে আমারই সামনে এসে দাঁড়িয়ে বল, ‘আমরা নিরাপদ’।


তোমরা মৃত্যুর সঙ্গে চুক্তি করেছ এবং স্থাপন করেছ সন্ধি মৃত্যুলোকের সঙ্গে। মিথ্যা ও ছলনার উপরে নির্ভর করে তোমরা নিশ্চিন্ত হয়ে রয়েছ, ভেবেছ, দুর্দৈব ঘনিয়ে এলেও তোমাদের স্পর্শ করবে না।


প্রাণ বাঁচিয়ে রাখার ক্ষমতা কারও নেই, মৃত্যু দিনের উপর নেই কারও কর্তৃত্ব। কেউ এড়িয়ে যেতে পারে না এই সংগ্রাম, দুর্নীতিপরায়ণেরাও তাদের দুর্নীতির সাহায্যে উদ্ধার পায় না এর কবল থেকে।


অকালে ওদের মরণ ঘনিয়ে আসুক, জীবন্ত সমাধি হোক ওদের, মন্দতায় ভরা ওদের অন্তর ও বাহির।


হে প্রভু পরমেশ্বর, ব্যর্থ করে দাও ওদের সব পরিকল্পনা, বিভ্রান্তি আন ওদের চিন্তাধারায়, আমি দেখেছি ওদের নগরে জনপদে শোষণ-পীড়ন আর হিংসার হানাহানি।


ঐ দেখ, অধর্মাচারীদের দল হয়েছে ভূপাতিত। নিপাতত ওরা, আর কোনদিন ওঠার ক্ষমতা হবে না ওদের।


দুষ্টলোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে তাকে বধ করার চেষ্টা করে সে।


ধনবাহুল্যে গর্বান্ধ শত্রুদলের আক্রমণে কখনও ভীত হব না আমি।


আমার কোন অপরাধ নেই, তবুও ওরা আমার বিরুদ্ধে তৈরী হচ্ছে অতি ক্ষিপ্রতায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন