Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 56:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 ওরা দলবদ্ধ হয়ে চক্রান্ত করে আমার বিরুদ্ধে, লক্ষ্য রাখে আমার গতিবিধির প্রতি, আমার প্রাণনাশের সুযোগের অপেক্ষায় থাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে, এভাবে তারা আমার প্রাণ নিপাতের অপেক্ষা করছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তারা ষড়যন্ত্র করে, তারা ওৎ পেতে থাকে, আমার জীবন নেওয়ার জন্য, তারা আমার পদক্ষেপের উপর লক্ষ্য রাখে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তাহারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে, এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আমাকে হত্যা করবার একটা পথ খুঁজে পাবার আশায় ওরা একসঙ্গে লুকিয়ে থেকে আমার গতিবিধি লক্ষ্য করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তারা একসাথে হয়ে ঘাঁটি বসায়, তারা নিজেকে লুকায় এবং তারা আমার পদক্ষেপ লক্ষ্য করে, যেন মনে হয় তারা আমার জীবনের জন্য অপেক্ষা করছে।

অধ্যায় দেখুন কপি




গীত 56:6
22 ক্রস রেফারেন্স  

শত্রুদল আমার প্রাণনাশের চেষ্টায় তৎপর, তারা আমার বিরুদ্ধে সমালোচনা করে, আমার প্রাণনাশ করতে চায় যারা তারা একযোগে করে চক্রান্ত।


আমার জীবন নাশের জন্য ওরা উন্মুখ হয়ে আত্মগোপন করে আছে, হিংস্র নির্মম শত্রুরা বেঁধেছে জোট আমার বিরুদ্ধে, হে প্রভু পরমেশ্বর কোন অপরাধ তো করিনি আমি, করিনি তো কোন পাপ।


ওরা মনে মনে অনিষ্টের পরিকল্পনা করে, প্রতিদিন সংঘর্ষের প্ররোচনা দেয়।


তাই তাঁরা সতর্ক দৃষ্টি রাখলেন এবং চর পাঠালেন, যেন এরা অন্তরঙ্গতার ভাণ করে তাঁর কথার খুঁত ধরতে পারে। তাহলে তাঁরা তাঁকে রাজ্যপালের কাছে অভিযুক্ত করতে পারবেন।


পরদিন সকালে পুরোহিত-প্রধানেরা ও সমাজপতিরা সকলে মিলে মন্ত্রণা করতে লাগলেন, কি করে তাঁরা যীশুর মৃত্যু ঘটাতে পারেন।


যীশুকে গ্রেপ্তার করে তারা প্রধান পুরোহিত কায়াফার কাছে নিয়ে গেল। সেখানে শাস্ত্রী ও সমাজপতিরা সমবেত হয়েছিলেন।


এই শুনে অন্যান্য সব অধ্যক্ষেরা ও রাজ্যপালেরা রাজকার্যের ব্যাপারে দানিয়েলের দোষত্রুটি খুঁজতে শুরু করলেন। কিন্তু দানিয়েল তাঁর কাজে এত বিশ্বস্ত ও সৎ ছিলেন যে তাঁরা তাঁর কোন দোষত্রুটি খুঁজে বার করতে পারলেন না।


শুনি সকলেই ফিস্‌ফিস্‌ করে বলে, ‘সর্বস্থানে সন্ত্রাস, এস আমরা প্রকাশ্যে অভিযুক্ত করি তাকে, দোষারোপ করি তার বিরুদ্ধে।’ আমার ঘনিষ্ঠ বন্ধুরাও আমার পতন কামনা করে, তারা বলে, ‘এবার হয়ত তাকে ফেলা যাবে ফাঁদে, তখন আমরা তাকে মুঠোয় পাব, আর নেব প্রতিশোধ।’


যদি কেউ তোমায় করে আক্রমণ জেন, এতে সম্মতি নেই আমার, যুদ্ধ করবে যে তোমার বিরুদ্ধে পতন তার অনিবার্য।


তোমার শত্রুরা অভিষিক্ত রাজাকে বিদ্রূপ করে হে প্রভু পরমেশ্বর। উপহাস করে তাকে প্রতি পদক্ষেপে।


ওরা পেতেছিল ফাঁদ আমাকে ধরার জন্য, আমি ভেঙ্গে পড়েছিলাম হতাশায়, আমার জন্য ওরা গর্ত খুঁড়েছিল পথে, কিন্তু পড়েছিল তাতে ওরা নিজেরাই। সেলা


দুষ্টলোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে তাকে বধ করার চেষ্টা করে সে।


ঈশ্বর আমার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করেন, আমার প্রতিটি পদক্ষেপ তাঁর দৃষ্টিগোচর


তখন তুমি আমার প্রতিটি পদক্ষেপ গণনা করবে, কিন্তু আমার পাপের হিসাব রাখবে না।


লোকে বিদ্রূপ ভরা চোখে আমাকে দেখছে, ধিক্কার দিয়ে তারা আমার গালে চড় মারছে আমার চারিদিকে তার তারা ভিড় করে দাঁড়িয়ে আছে।


যে দুর্জন সৎ ব্যক্তির ক্ষতি করে, কিম্বা তার বসতবাড়ি দখল করার চক্রান্ত করে তুমি তার মত হয়ো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন