কিন্তু ফিলিস্তিনী সেনানায়করা আখিশের উপর ক্রুদ্ধ হলেন। তাঁরা তাঁকে বললেন; আপনি এ ব্যক্তিকে ফেরৎ পাঠিয়ে দিন। আপনি একে যে কাজে নিযুক্ত করেছেন সে কাজেই সে ফিরে যাক। এ আমাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না, এ হয়তো যুদ্ধক্ষেত্রে গিয়ে আমাদের বিপক্ষে যোগ দেবে। আমাদের সৈন্যদের বধ করেই সে হয়তো তার প্রভুকে প্রসন্ন করে তার পক্ষে যাবে।
ঘৃণায় তারা রক্তচক্ষু মেলে, ব্যঙ্গবাণে তাকে করে জর্জরিত, উৎকট উল্লাসে চীৎকার করে বলে, ‘আমরা ধ্বংস করেছি তাকে। তার সর্বনাশ দেখব বলে,এই দিনটিরই প্রতীক্ষায় ছিলাম আমরা।’
শত্রুর মত প্রবল আক্রোশে প্রভু পরমেশ্বর ধ্বংস করেছেন ইসরায়েলকুল, দুর্গ ও প্রাসাদরাজি ধ্বংসস্তূপে হয়েছে পরিণত, যিহুদীয়া নগরীর জনগণ নিমগ্ন হয়েছে সীমাহীন শোকের সাগরে। এখন ক্রন্দন ও বিলাপ তাদের চিরসঙ্গী।
যিহুদীয়া নগরীর প্রতিটি গ্রাম বিনষ্ট করেছেন প্রভু পরমেশ্বর দুঃসহ নির্মম ক্রোধে, চুর্ণ করেছেন সুরক্ষিত দুর্গগুলি। ইসরায়েলের রাজ্য ও শাসককুলকে করেছেন ভূলুন্ঠিত চরম অসম্মানে।