Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 55:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 আহা, কপোতের মত যদি থাকত আমার দুখানি ডানা, তাহলে উড়ে গিয়ে আমি স্বস্তি পেতাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আমি বললাম, আহা! যদি কবুতরের মত আমার পাখা থাকত, তবে আমি উড়ে গিয়ে সুস্থির হতাম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 আমি বলি, “হ্যাঁ! যদি আমার ঘুঘুর মতো ডানা থাকত! আমি উড়ে চলে যেতাম আর বিশ্রাম পেতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আমি কহিলাম, আহা! যদি কপোতের ন্যায় আমার পক্ষ হইত, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আহা, আমার যদি ঘুঘু পাখীর মত ডানা থাকত! তাহলে আমি উড়ে গিয়ে একটা বিশ্রামের জায়গা খুঁজে নিতাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আমি বললাম, “আহা! যদি পায়রার মত আমার ডানা হত, তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম নিতাম।

অধ্যায় দেখুন কপি




গীত 55:6
4 ক্রস রেফারেন্স  

আমি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি। তোমরা কি করে আমাকে বল: পাখির মত উড়ে পালাও পাহাড়ে,


কিন্তু সেই নারীকে বিরাট ঈগল পাখির দুই ডানা দেওয়া হল যেন সে প্রান্তরে তার জন্য নির্দিষ্ট স্থানে উড়ে যেতে পারে, সেখানে দানবের কবল থেকে দূরে সানে তিন বৎসর প্রতিপালিত হতে পারে।


যদি ঊষার পাখায় ভর করে চলে যাই উদয়াচলের প্রান্তে, যদি সাগরের পারে অস্তাচলে গিয়ে বাঁধি ঘর,


আমার মাথা ঘুরছে, আমি ভয়ে কাঁপছি। আমি চেয়েছি রাত্রির অন্ধকার কিন্তু সেও সন্ত্রাস ছাড়া কিছুই আনে নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন